নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপনিবেশিকতার মতো এত্তো জটিল এবং সুগভীর ভাবনা আমাকে টেনেছিলো অধ্যাপক আমেনা মোহসিন আপার কারিগরিতে। উপনিবেশিক চিন্তা একটা জাতির মনে মননে কীভাবে ছাপ ফেলে; তা ক্ষেত্রবিশেষে কত ভয়ংকর হতে পারে এবং স্বকীয় জ্ঞান সৃষ্টির পথ কতটা রুদ্ধ করে রাখতে পারে আপার বিশ্লেষণগুলি থেকে উপলব্ধি করতে পেরেছিলাম। একদিন ক্লাসে বসে থেকে বলেই ফেলেছিলাম আপা আমরা কেন তাহলে "ওদের" থেকে বের হয়ে মাতৃভাষা বাংলায় উচ্চশিক্ষা নিচ্ছি না; এতে জ্ঞান সৃষ্টির পথও উন্মুক্ত হয় আবার গণ মানুষের জন্যও সেটা সুবিধাজনক হয়। মোদ্দাকথা আমরা যে ইংরেজিতে জ্ঞান সৃষ্টি করে ব্রাক্ষ্মণের কাছে গচ্ছিত রাখছি সেটা বন্ধ হয়! আমার মনে আছে আপা রেগে গিয়েছিলেন এবং বলেছিলেন ওদের মতো শ্রেষ্ঠত্ব এখনো আমরা জ্ঞান সৃষ্টিতে যোগ করতে পারি নাই, তাই ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ।
এখানেই আমার দ্বিমত। আমি যখন বাংলায় লিখি বা পড়ি তখন সেটা আমার হয়। যেভাবে বাংলায় বলি, "আমি ভাত খাই" সেটা ইংরেজীতে লিখলে আমাকে লিখতে হয়, আই ইট রাইস, আক্ষরিক অর্থ "আমি খাই ভাত"। "আমি ভাত খাই" আর "আমি খাই ভাত" এই দুটোর মাঝে পার্থক্য যারা খুঁজে পান না, তাদের জন্য এ লেখা না।
দুটোর মাঝে পার্থক্য বিশাল, ভাষা পরিবর্তনের সাথে সাথে আপনি যে ভাষায় ভাব প্রকাশ করছেন তাদের ছকে ভাবটা প্রকাশ করতে হয়, আপনার ভাবটা তাতে চাপা পরে যেতে পারে। মানে সেই ব্যাকরণ মেনে আপনাকে চলতে হবে যেটা আপনার ব্যাকরণ না। এই করে করে যেটা হয় সেটা হচ্ছে সূক্ষ্ণ বোধগুলি হারিয়ে যায়। কত জ্ঞানী গুণী মানুষ আছে আমাদের, তারা যদি মাতৃভাষাটাকেই প্রাধান্য দিতো তাহলে আমরা আরেকটু উপরে যেতে পারতাম আজকে! এখানে এক ধরনের ক্ষমতার খেলা আছে যেমন ইংরেজীতে কথা বলতে পারা বিশাল ব্যাপার/ কয়েক ধাপ উপরের স্তরের লোক হিসেবে নিজেকে জাহির করা যায়। (আমি মোটেও ইংরেজী বিদ্বেষী না তবে অতিমাত্রায় বাংলাপ্রেমী, যেখানে দরকার নেই সেখানে ইংরেজী ব্যবহার করার বিপক্ষে) !
প্রিয় মোস্তাফিজ ধন্যবাদ। আপনার শ্রেষ্ঠত্বে বিশ্ব যেন বাধ্য হয় আপনার ভাষা শিখতে! আপনাকে বোঝা তাদের দরকার! ইংরেজরা যখন বাংলা দখল করেছিলো তখন আমাদের বাধ্য করেছে ইংরেজী শিখতে! দোহাই লাগে ফিজ এই সুযোগ হাতছাড়া করবেন না; এতো বছরের নিষ্পেষণের জবাবের একটা সুযোগ হাতছাড়া করা কি ঠিক??
[ সতর্কীকরণ বার্তাঃ ভাষা জানা কোন দুর্বলতা না, বরং অনেক গুলি ভাষা জানা একধরনের "কৃতীত্ব"! কিন্তু মাতৃভাষা অবজ্ঞা করে কোন জাতি কখনো উঠে দাঁড়াতে পারে নাই; সম্ভবও না ]
২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪
আফিফা আফরিন বলেছেন: আপার নাম ঠিকই আছে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই আর ডিপার্টমেন্ট এ পড়ান, আর আপা সুন্দরী কিনা সেইটা এই লেখার উদ্দেশ্য না।
২| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৭
গেম চেঞ্জার বলেছেন: আপনার সাথে সহমত। বাংলা ভাষার প্রয়োগ বাড়ানো দরকার। যেখানে দরকার নেই, সেখানে অহেতুক বিদেশি ভাষা প্রয়োগ করার দরকার কী?
৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৬
রাফা বলেছেন: যে নিজের ভাষাকে সন্মান করেনা ও সঠিকভাবে লিখতে ও পড়তে পারেনা সে কখনই অন্য ভাষায় পারদর্শি হবে ভাবার কোন কারন নেই।অন্য ভাষাকে জানতে হলেও নিজের ভাষায় দক্ষতা থাকা খুব বেশি জরুরী।
একমত,আফিফা আফরিন।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১১
চাঁদগাজী বলেছেন:
ম্যাডাম আমেনা মোহসিন সুন্দরী ছিলেন? উনার নাম হয়তো, 'আমেনা মহীন'।