নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা

নরসুন্দা নদের হাওয়া

আফরোজা সোমা › বিস্তারিত পোস্টঃ

প্রেম

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১০

এই মধ্য দুপুর লিখে রাখবে না
নাম; রাখবে না স্মৃতিতে গেঁথে
তোমার গায়ের ঘ্রাণ;
তবু কেন প্রাণের মধ্যে
তুমি তার মায়া ধরে থাকো?

২৬. ০৯.২০১৭

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০১

ভ্রমরের ডানা বলেছেন:
আগের অনু কবিতার সিকুয়েল মনে হল! এবারো ভাল লাগা আপু...

১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫০

আফরোজা সোমা বলেছেন: বোধ তো বোধের সিকুয়াল, হানি ;)

জোক্স এপার্ট। পড়ার জন্য এবং ভালোলাগাটুকু শেয়ার করার জন্য শুকরিয়া। ভালো থাকবেন।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


"রাখবে না স্মৃতিতে গেঁথে
তোমার গায়ের গন্ধ; "

-গায়ের গন্ধ ইত্যাদি কবিতার অংশ হলে, কবিতা বেঁচে থাকবে না

১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৩

আফরোজা সোমা বলেছেন: হাহ হাহ হা
মজা পেলাম, চাঁদগাজী।
গন্ধ একটা নিউট্রাল শব্দ। এটা সুবাস হয় বা দম আটকায় সু/দু যোগ করলে।তবে, সে যাই হোক, আপনার এই ব্যাখ্যার মুখে আমি গন্ধকে ঘ্রাণ করে দিলাম।

এখন আপনি কী পাচ্ছেন? গায়ের ঘ্রাণ নাকি গন্ধ?

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০

মলাসইলমুইনা বলেছেন: মধ্য দুপুরে কি হবে জানিনা ভোর সকালে আঁধার তাড়ানো আলোয় মনে ভালো লাগা আনলো আপনার কবিতা | ধন্যবাদটা নিতেই হচ্ছে আপনাকে |

১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৩

আফরোজা সোমা বলেছেন: অনেক ভালোবাসা। ভালো থাকবেন।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

ইমরান আল হাদী বলেছেন: কেন এই মায়া ধরে থাকা?
কেন???
ভালো লাগার ছোট্ট কথামালা ...

১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৫

আফরোজা সোমা বলেছেন: হুমমম ...কেন এই মায়া ধরে থাকা! তাই তো!

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.