নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষ পিঁপড়ে

নিজের সম্পর্কে লেখা- সবচেয়ে কঠিন কাজ গুলোর একটি।

বিষ পিঁপড়ে › বিস্তারিত পোস্টঃ

“We hereby pledge to strive for a GREEN EARTH”

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২

বর্তমানে আমাদের পৃথিবী যে হুমকির মুখে আছে, এবং নিকট ভবিষ্যতে যা প্রকট আকার ধারণ করতে যাচ্ছে তা হচ্ছে জলবায়ু পরিবর্তন। আর এই বৈশ্বিক ইস্যুকে সামনে রেখেই বাইরের বিশ্বের মত বড় করে না হলেও, আমাদের দেশেও গতকাল ২২ এপ্রিল ছিল বিশ্ব ধরিত্রী দিবস পালিত হল।

আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগ ১ম বর্ষ, করেছি সবুজের শপথ... হে ধরিত্রী তোমায় রাখব সবুজ।...“We hereby pledge to strive for a GREEN EARTH”

খুব অল্প সময়ের পরিকল্পনায়, এত সুন্দর আয়োজন সম্ভব হয়েছে আমাদের সব বন্ধুদের সহযোগীতা এবং অংশগ্রহনে, আমাদের শিক্ষক মন্ডলী যারা অনুমতি দিয়েছেন, আর সিনিয়র ভাইরা যারা সাহস যুগিয়েছেন।

আমাদের অনেক অনেক সপ্ন, আমারা দেশটাকে বদলে দিতে চাই, আমরা চাই বিশ্বটাকে বদলে দিতে, চাই আমাদের এই সুন্দর পৃথিবী হোক সবুজ, শান্তিময়।

এই সপ্ন কে সামনে রেখেই আমরা ৭ এপ্রিল শুরু করেছিলাম “Beautiful curzon- কার্জন পরিস্কার কার্যক্রম”।

এই কার্যক্রমকে আমরা চাচ্ছি আমদের আন্যান্য অনুষদ অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে, ১২ মে তারিখে একটি কর্মশালা “Beautiful Campus” এর মাধ্যমে। আমরা জানি আমরাই পারব বাংলাদেশ কে সাজিয়ে তুলতে। আমরা জানি আমরাই পারব সব সমস্যা দূর করে আলো আনতে। আমরা অনেক কথা বলে নথিপত্রে পৃথিবী ভারী করে ফেলতে চাই না। আমরা কাজ করতে, দেশটাকে বদলে দেবার কাজ!!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

কস্কি মমিন বলেছেন: আমরা পারি
আমরা পারব

এখন শুধু অপেক্ষা
দেশটাকে আমরাই বদলে দিবও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.