![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে এসেছিল আমার জীবনে প্রথমহয়তোবা সে-ই আমার শেষবিকেলের হলুদাভ আভায়আমি খুঁজি তারই লুন্ঠিত অবশেষ।
[আপনি কি বাংলাদেশ আওয়ামিলীগ করেন ? যদি করেন তাহলে কি বর্তমান সরকারের সকল কাজে সমর্থন দেন ? সব কাজকে দেশের এবং দলের জন্য পজিটিভ মনে করেন ? যদি করেন তাহলে এই পোস্ট আপনার জন্য নয় । এইখানে তাদের জন্যই কিছু কথা বলা হবে যারা আঃলীগ করেন না কিংবা করলেও সরকারের সকল কাজে সমর্থন দেননা ।]
দেশের বাইরে কি আপনার কোন ভৃত্য, দোস্ত, প্রভু কিংবা নিদেনপক্ষে নেটের কল্যাণে বন্ধু আছে ? তাহলে এখনই সেখানে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করুন । এদেশ আঃলীগ স্বাধীন করছে এদেশ তাদের বাপ-বোইন-ভাইগ্নার । আপনার মত নাদানের এই দেশে থাকার কোন রাইট নাই ।
যেই শালারা সরকারের সকল কাজে সমর্থন দিতে পারবনা । চামচামি করতে পারবনা । সেই হালাগো মতপ্রকাশের স্বাধীনতায় হিসু করার জন্য নাকি উন্নত প্রজাতির কুকুর আমদানী করা হইছে । তাগো কোন অধিকার নাই । হেরা তো মানুষই না । যারা জাতির পিতার কন্যার সকল কাজে জ্বী আপা, জ্বী আপা করতে পারবনা হেরা তো মানুষই না । বাপরে মানেনা যে হে তো বেজন্মা । তার আবার মানবাধিকার ! সব হালারে ধইরা কবর দে !
আজ আপনার মত প্রকাশের স্বাধীনতায় হাত পড়ছে দেইখা হা-পিত্যেশ শুরু করছেন । কাইল যখন আপনারে লাত্থি মাইরা দেশ থেইক্যা বাইর কইরা দিব তখন কার কি ছিড়বেন ?এখনও সময় আছে ভালা হই যান । নইলে শনি আইল বইলা ।
আপনার সকল কিছুতেই মড়ক লাগব । আপনি যদি সরকারের কোন কাজে সামান্য অসন্তোষ প্রকাশ করেন তাইলে ধইরা নেয়া হইব আপনি যুদ্ধাপরাধীর বিচার চাননা, সুতরাং আপনিও যুদ্ধাপরাধী । আপনার বিচার হইব আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধী হিসাবে । তখন বুঝবেন ঠ্যালা কারে কয় ! সেই তালে অবশ্য প্রকৃত যুদ্ধাপরাধীরা বইনের লগে আত্মীয়তা পাতাইয়া মাফ পাই যাইব ।
তাইলে কোন কামে সরকারের বিরোধীতা করবেন ? যে বিরোধিতা করব হেই মরব । বাপের কাইল্যা এই জানটা আকাইম্যা রাজনীতির লাইগা খুয়ানোর দরকার নাই । বরং সুর করে গান ধরুন -
"তুমি মা কল্পতরু
আমরা সব পোশা গরু
শিখিনি ঘাড় বাঁকানো"
আর যদি মনে করেন আমরা বীরের জাতি । আমরা কোন কালে কারো কাছে মাথা নোয়াইনি । কোন অন্যায়ের বিরুদ্ধে সব সময় আমরাই ছিলাম অগ্রপথের বীর সেনা । তাহলে ঝেরে ফেলুন সকল ভীরুতা । ভয় আর কাপুরুষতার বাঁধা ডিঙিয়ে হয়ে উঠুন নয়া বিপ্লবের অগ্রসেনা । বুকে বুকে জাগুক সকল শোষনের বিরুদ্ধে তীব্র ঘৃণা । চির বিপ্লবী হয়ে উঠুক আপনার শোষিত জীবন ।
আরেকটা কথা, এই চান্সে একটা লাইফ ইন্সুরেন্স কইরা লান । মরনের সময় আইল বইলা । আফনে মরলে খালি সরকারের লাভ না আপনার আপনজনও লাভবান হইব ।
০২ রা জুন, ২০১০ দুপুর ১২:০৫
আগামি বলেছেন: কারণটা অনিবার্য হইলে কি আর করা ।
২| ০২ রা জুন, ২০১০ সকাল ১১:৪৪
গানচিল বলেছেন: ধন্যবাদ ,এমন একটা চমৎকার লেখার জন্য।
০২ রা জুন, ২০১০ দুপুর ১২:০৮
আগামি বলেছেন: ধন্যবাদ দিয়া ছুড করলেন !
৩| ০২ রা জুন, ২০১০ সকাল ১১:৫৩
নেকটার বলেছেন: ব্লগে গালাগালা করা ভালো না। তবে হাম্বালীগ করি না। এটা কি কোন সঠিক চিন্তার মানুষ করতে পারে। সন্ত্রাসী আর চাঁদাবাজী, ধর্ষকের দল এটা। দেশের মানুষকে এই দল থেকে দূরে থাকার পরামর্শ রইল। লেখককে +
০৩ রা জুন, ২০১০ সকাল ১০:০৬
আগামি বলেছেন: কোন দলটা ভাল ভাই ? সবাই তো খালি আমাগোরে বাঁশ দিবার থান্দায় থাকে !
৪| ০২ রা জুন, ২০১০ সকাল ১১:৫৩
মুন্না_৯৭ বলেছেন: বাকশাল নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক।।
০৬ ই জুন, ২০১০ সকাল ৯:৫৩
আগামি বলেছেন: মানুষের মন পরিবর্তন না হইলে গণতন্ত্র বাকশালের চেয়েও ভয়ংকর হইতারে ।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১০ সকাল ১১:৩৯
ধানসিঁড়ি বলেছেন: যে অনিবার্য কারণে বন্ধ হলো দৈনিক আমার দেশ