নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়! আর, আপনারা তা ফ্রিতে পাচ্ছেন।

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

এনসিপি জামায়াতের শাখা, এই ভুল ধারণা ত্যাগ করতে হবে

০৩ রা মে, ২০২৫ সকাল ১০:৪৪

প্রিয় রাজীব ভাই,
আপনি আমার আগের পোস্টে কমেন্ট করেছেন যে, এনসিপি জামায়াতের শাখা। আপনার এনালাইসিস ভুল! ওরা জামায়াতের শাখা নয়। এনসিপি-কে বুঝতে হলে, আপনাকে জামায়াতকে জানতে হবে। আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করার জন্যে এই পোষ্টটি লিখছি।

জামায়াত সম্পর্কে আমার অভিজ্ঞতা যা বলেঃ

আমি জামায়াতকে খুব ভালো করে চিনি। ৭১-এর জামায়াত আর এখনকার জামায়াতের অনেক কর্মীদের মধ্যে অনেক পার্থিক্য আছে। আপনি শুনলে অবাক হবেন, জামায়াতের বর্তমান আমির ডাঃ শফিকুর রহমান জাসদ করতেন। অর্থাৎ, তিনি নিজের মতাদর্শকে আমূল পরিবর্তন করে এতো দূর এসেছেন!

জামায়াতের ইন্টারন্যাশনাল কানেকশন আছে মুসলিম ব্রাদারহুডের সাথে। আসল ব্রাদারহুডরা শুলে চড়বে কিন্তু, ইসলামের নামে জালিমের সাথে আপস করবে না। পৃথিবী জুড়ে ব্রাদারহুডের কর্মকান্ডের এরকম অনেক উদাহরণ পাওয়া যায়। যেমন - সাইয়্যেদ কুতুব শহীদ।

কিন্তু, বাংলাদেশের জামায়াতের মাঝে আপোসকামীতা ঢুকে গিয়েছে, সেই ৭১ থেকে যখন জামায়াতের বেশ কিছু নেতা অত্যাচারীদের সাথে হাত মেলান। পাকিস্তান আমলের শেষ দিকে অথবা বাংলাদেশ আমলে, জামায়াতের নীতিনির্ধাররা বাংলাদেশের বিভিন্ন দলের সাথে আপস করে গিয়েছেন। কখনো আওয়ামী লীগের সাথে, আবার কখনো বিএনপি'র সাথে।

আসলে, জামায়াতের ভিতরেও ভেজাল ঢুকে গেছে, তা অনেক দিন ধরেই। জামায়াত নেতা ডঃ সৈয়দ আবদুল্লাহ আবু তাহেরদের অনেক যুদ্ধ করে দলটিতে টিকে থাকতে হচ্ছে।


এনসিপি সম্পর্কে আমার অভিজ্ঞতাঃ

এনসিপি একটি পিওর বাংলাদেশি দল। ৩৬ জুলাইয়ের পোড় খাওয়া দেশের তরুণরাই এই দলটিকে লিড দিচ্ছেন। মূলতঃ জেলা শহরগুলোতে এবং স্যটেলাইট টাউনগুলোয় এই তরুণরা আছেন।

এনসিপি'র ইন্টারন্যাশনাল কোন কানেকশন নেই। ন্যাশনালীও ডিপলি কানেকটেড না। তবে, বাইরের দেশের সৎ মানুষেরা এই দলটিকে পছন্দ করছেন, নতুন সম্ভাবনা হিসেবে।

বুকের সাহসে ভর করে এনসিপি'র নেতা-কর্মীরা অনেক দূর এগিয়ে এসেছেন। এগিয়ে যাবেও।

তবে, অন্যান্য সব দলে যেমন, এমনকি আওয়ামী লীগের ভিতরেও জামায়াত সমর্থক আছেন, তেমনি এনসিপির ভিতরেও জামায়াতের প্রতি সহানুভূতিশীল কর্মী থাকা সম্ভব। এটা দোষের কিছু নয়।

ভালো থাকুন নিরন্তর।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২৫ সকাল ১০:৫২

নিমো বলেছেন: কৌতুক ভালো হয়েছে। আপবার লাখের আিনিয়োগ বাঁচাবোর সুমনতো এখন কারাগারে। তাই নবীন ছত্রাক পার্টির কোলই এখব আপনার ভরসা।

০৩ রা মে, ২০২৫ সকাল ১০:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কথাটা ভুল বলেন নাই।

ছত্রাক মানুষের দেহকে কেন্দ্র করেই গড়ে উঠে।

যেমন ব্লগে পোস্ট না করে শুধু কমেন্ট করে করে কিছু ছত্রাক ব্লগার জীবন পার করছেন! ;)

২| ০৩ রা মে, ২০২৫ সকাল ১০:৫৬

আহসানের ব্লগ বলেছেন: এনসিপি জামাতের বি টিম। এটাই সত্য।

০৩ রা মে, ২০২৫ সকাল ১০:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




এনসিপিতে মুসলিম ব্রাদারহুডের সমর্থক থাকা বিচিত্র নয়!

৩| ০৩ রা মে, ২০২৫ সকাল ১১:০০

রানার ব্লগ বলেছেন: আপনার এই বক্তব্য দিন দুপুরে ডাকাতি করবে অথচ স্বিকার করা যাবে না । এমনি মনে হচ্ছে । এনসিপি কে আমি পাঠাদের দল বলি কারন এরা পাঠার মতো চিৎকার করে শব্দ দুষন করে । এরা অবশ্যই অবশ্যই অবশ্যই এবং অবশ্যই জামাত শিবিরের ডি টিম। জামাতের বি টিম আপাতত বিএনপি । সি টিম বর্তমান উপদেষ্টা মণ্ডলী ।

০৩ রা মে, ২০২৫ সকাল ১১:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




জী, কাউয়া সাহেব যেমন বলেছিলেন - ছাত্রলীগের ভিতরে জামায়াত ঢুকে গিয়েছে! =p~

৪| ০৩ রা মে, ২০২৫ সকাল ১১:১১

নিমো বলেছেন: হা-হা! কেউ কেউ সারা জীবন কেবল ভোট দেয় বলেই, কিছু কুলাঙ্গার সরকারে যাবার সুযোগ পায়। আর কিছু মন্তব্য পেয়ে কেউ কেউ ব্লগার হবার ভাব নিতে পারে।

০৩ রা মে, ২০২৫ সকাল ১১:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




জী, মনে বিষ নিয়েও অনেকে সাম্যবাদীতা, ধর্মীয় সমতাবাদের প্রচার করতে পারেন! :)

৫| ০৩ রা মে, ২০২৫ সকাল ১১:২৪

নিমো বলেছেন: লেখক বলেছেন: জী, মনে বিষ নিয়েও অনেকে সাম্যবাদীতা, ধর্মীয় সমতাবাদের প্রচার করতে পারেন! :)

আপনার চেয়ে বড় উদাহরণ এই ব্লগে আর কেই বা হতে পারবে। =p~

০৩ রা মে, ২০২৫ দুপুর ১:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আরে, আমি আবার কখন বললাম যে, আমার মনে বিষ নেই!!!

বরং, আমি সব সময়ে বলে এসেছি, আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করে এসেছি!

জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!!! :)

আর, আপনারা তা ফ্রিতে পাচ্ছেন!!! B-)

৬| ০৩ রা মে, ২০২৫ দুপুর ১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি তো শাহজালাল সাহেব শাহপরান সাহেবের ভক্ত ছিলেন, মনে হয়। অথবা, হয়তো ভুল জানি।


০৩ রা মে, ২০২৫ দুপুর ১:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




জী, ছিলাম!

এখন আর নই!

৭| ০৩ রা মে, ২০২৫ দুপুর ১:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সঠিক বেঠিক যাই হোক এনসিপি জামাতের বিটিম জনগণ এমতই মনে করে।

০৩ রা মে, ২০২৫ রাত ১১:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এই 'জনগণ'-এর ধুয়া তুলেই তো আওয়ামী লীগ কয়েকটা জাল নির্বাচন করলো!

বাই দ্যা ওয়ে, আমি আপনার রম্যের খুব ভক্ত।

ধন্যবাদ।

৮| ০৩ রা মে, ২০২৫ বিকাল ৪:১৫

রাবব১৯৭১ বলেছেন: এনসিপি বাংলাদেশের কোন আসনে জামানতের টাকা ফেরৎ পাবেনা।

০৩ রা মে, ২০২৫ রাত ১১:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভবিষ্যৎ কি হবে বলা যায় না!

এখন আসুন গান শুনি।

৯| ০৩ রা মে, ২০২৫ রাত ৯:০৩

মেঠোপথ২৩ বলেছেন: এনসিপিকে জামাতের শাখা বলে প্রচার করে প্রপাগান্ডাকারীরা । কিন্তু জনগনতো আর অন্ধ নয় যে চোখে দেখে না। জুলাই অভ্যূত্থানে শিবিরের গুরুত্বপুর্ন ভুমিকা থাকা সত্ত্বেও তারা শিবিরের রাজনীতির সাথে সংশ্লিষ্ট সাদিক কাইউম, আব্দুল কাদের ইত্যাদিদের দলে নেয় নাই।

০৩ রা মে, ২০২৫ রাত ১১:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




এনসিপি'র নামে প্রোপাগান্ডা মেশিন চারদিকে চালু।

ইন্টারনেটে বুস্টিং চলছে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.