নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়! আর, আপনারা তা ফ্রিতে পাচ্ছেন।

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

এনসিপিকে আমাদের দেশের তরুণ-যুবা\'রা ক্ষমতায় দেখতে চায়

০৩ রা মে, ২০২৫ রাত ১২:৪৫

আওয়ামী লীগকে নিষিদ্ধে পাড়া-মহল্লায় জনতার আদালত গঠনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। দেশের বৃহত্তম ইসলামী দল 'ইসলামী আন্দোলন বাংলাদেশ' তথা চর মোনাইয়ের পীর সাহেবের দল এনসিপিকে আগে থেকেই সমর্থন জানিয়েছে। সাথে সাথে যুক্ত হচ্ছে অন্যান্য ছোট-বড় দলগুলো। যেভাবে এগুচ্ছে, তাতে আগামী রাজনৈতিক সরকার এনসিপি'র তরুণদের নেতৃত্বে একটি জাতীয় সরকার ক্ষমতায় আসতে যাচ্ছে।

আমি নিজ অভিজ্ঞতা থেকে জানি, টাকা একবার হাতে এলে, শরীর সহজে নড়তে চায় না। পেট ভর্তি অবস্থায় কি ফুটবল বা জিং জিং খেলা যায়? যায় না। আওয়ামী লীগের হয়েছে সেই অবস্থা। গত ১৫ বছরের শাসন বলুন, আর দুঃশাসন, দলটির নেতা-কর্মীদের পকেটে অনেক কাঁচা টাকা ঢুকেছে। তারা সেইগুলো ছুঁড়ে ফেলে ভুঁড়ি দুলাতে দুলাতে রাস্তায় নামবে না। দলটির বেশিরভাগ নীতিনির্ধারকরা ভারতের ছত্রছায়ায় পালিয়ে গিয়ে বেঁচে গিয়েছেন। এই অবস্থায় তারা এক স্যোশাল মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে রাজনৈতিক ময়দান গরম করতে পারবেন না। আর, কে না জানে, যারা স্যোশাল মাধ্যমে গা গরম করে, তারা আসল মাঠে একদম ঝাঁ কুক্কু জিরো! :)

বাংলাদেশে তরুণ-যুবাদের সোনালী প্রজন্ম যদি কিছু ঝানু রাজনৈতিক, সামরিক, ব্যবসায়িক ও সামাজিক সংগঠককে দলে ভেড়াতে পারে, তাহলে আমি যেসব দলের কথা বলেছি, তাঁদের নেতা-কর্মীদের সাহায্যে বাংলাদেশের শাসন ভারে বসাটা এখন সময়ের ব্যাপার।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২৫ সকাল ৯:২১

কলাবাগান১ বলেছেন: তরুন যুবা না...রাজাকার মাইন্ডের লোকজনই এখন এদেরকে বিনা নির্বাচনে ক্ষমতায় চায়

০৩ রা মে, ২০২৫ সকাল ১০:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




দেশের তরুণ যুবার শক্তিকে অপছন্দ করছে এল,জি,বি,টি-রা।

২| ০৩ রা মে, ২০২৫ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: ভাইয়া আসসালামু আলাইকুম।
শুভ সকাল।

এনসিপি মূলত জামাতের আরেকটি শাখা।
জনগন এনসিপি চায় না। তারা ছাত্র। ছাত্রদের কাজ লেখাপড়া করা। রাজনীতি নয়। রাজনীতি অনেক বড় বিষয়। মানুষ একটা পরিবার চালাতে হিমসিম খায়। আর একটা দেশ পরিচালনা করা চারটেখানি কথা নয়।

আপনি কি জানেন শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশের অর্ধেকের বেশি মানুষ ভালো নেই। তারা প্রচণ্ড অভাবে আছে। হ্যা জানি শেখ হাসিনা থাকতেও দেশে অনেক দরিদ্র মানুষ ছিলো। কিন্তু ইউনুস সাহেবের আমলে দরিদ্র লোকের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। বেড়ে গেছে চুরী ডাকাতি ছিনতাই ধর্ষণ।

০৩ রা মে, ২০২৫ সকাল ১০:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



শুভসকাল।

আপনার এনালাইসিস ভুল! ওরা জামায়াতের শাখা নয়।

এই সম্পর্কে বিস্তারিত একটি পোস্ট দিয়েছি।


ধন্যবাদ নিরন্তর।

৩| ০৩ রা মে, ২০২৫ সকাল ১০:২৫

কলাবাগান১ বলেছেন: মাদ্রাসার কারা পায়ু সৈনিক দের দালাল তা জানা আছে

০৩ রা মে, ২০২৫ সকাল ১০:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি তো জানবেনই!!!! প্র্যাকটিকাল অভিজ্ঞতার একটি দাম আছে না!!! ;)

৪| ০৩ রা মে, ২০২৫ সকাল ১০:৫৬

নিমো বলেছেন: আপনার মত ঝানু ধান্দাবাজ ভন্ড যখন তাদের কোলে, তাদের শাসন ক্ষমতায় যাওয়া কেউ ঠেকাতে পারবে না।

০৩ রা মে, ২০২৫ সকাল ১১:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ছত্রাক ব্লগাররা ব্লগের ক্ষতি করছেন।

৫| ০৩ রা মে, ২০২৫ দুপুর ১২:২০

লুধুয়া বলেছেন: এলজিবিটি দের নিয়ে আপনার এত আগ্রহ। ছোটবেলায় কোনো ট্রমা ছিলো নাকী । মাদ্রাসায় হাজুরেরে হাতে।

৬| ০৩ রা মে, ২০২৫ বিকাল ৩:৩১

রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: দেখবেন কি করে? এন সিপি তো কচি কাচার আসর-এ পরিনত হয়েছে। সিনিয়র লোকজন এদের দলে কেউ নেই। সিনিয়র বাদে এদেরকে মেনে নেওয়া যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.