নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনেছি দৈন্য ঘুঁচাও এবার দীনতা

আগামি

সে এসেছিল আমার জীবনে প্রথমহয়তোবা সে-ই আমার শেষবিকেলের হলুদাভ আভায়আমি খুঁজি তারই লুন্ঠিত অবশেষ।

আগামি › বিস্তারিত পোস্টঃ

কথার পিঠে কথা

৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৮

১.

-আপনি এত নিষ্ঠুর কেন ?

-আমি চাই পৃথিবী থেকে সকল নিষ্ঠুরতা দূর হোক। নিষ্ঠুর মানুষের হাত থেকে মানুষকে মুক্ত করার জন্যই আমার এই নিষ্ঠুরতা।



২.

-আপনি ঘুস খান কেন ?

-যাদের ঘুস দেবার সামর্থ্য নেই, যারা গরীব, যাদের কথা কেউ বলে না, আমি চাই তারা নিজের পায়ে দাঁড়াক। আমি ধনীদের কাছ থেকে ঘুস নিয়ে সে টাকা গরীবদের মাঝে বিলিয়ে দিতে চাই।



৩.

-আপনি খুন করেন কেন?

-পৃথিবী পাপে ভরে গেছে। চারদিকেই আজ অমানুষের জয়জয়কার। এ অমানুষদের হাত থেকে পৃথিবীকে মুক্ত করার জন্যই আমি খুন করি।

-লোকে বলে, অনেক নিরপরাধীকেও আপনি খুন করেছেন-টাকার লোভে।

-আগাছা পরিস্কার করতে গেলে দু-একটা ভাল চারার কোরবানী আপনাকে মেনে নিতেই হবে।



৪.

-আপনি অনেকদিন ধরে ক্ষমতার স্বাদ নিচ্ছেন। অথচ গরীবদের জন্য স্থায়ী কিছু করেননি-ভোটের আগে অল্প-বিস্তর টাকা বিলানো ছাড়া। তবু কি আপনি বলবেন আপনি গরীবের বন্ধু ?

-দেশটাকে বাঁচিয়ে রেখেছে ধনীরা। তাদেরকে ক্ষিপ্ত করে তুলে কোন কাজই করা সম্ভব না। আমি যথাসম্ভব চেষ্টা করছি তাদেরকে না ক্ষেপিয়ে কিভাবে গরীবদের উপকার করা যায়।

-আগামীতে ক্ষমতায় এলে আপনি দেশের জন্য কী করবেন ?

-দেশ থেকে দারিদ্র্যকে চিরতরে বিদায় করবো ।

-কিভাবে ?

-যে কোনভাবেই হোক দারিদ্র্য দূর হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি।

-দরিদ্রদের হত্যা করে ? নাকি অন্য কোন উপায়ে ?

-তুমি তোমার মাত্রা ছাড়িয়ে গেছ।

-আপনি একজন গণতন্ত্রকামী নেতা। অথচ আপনি চান আপনার রাজনৈতিক উত্তরাধিকারী হোক আপনার সন্তান। এটাকে আপনি রাজতন্ত্র থেকে কিভাবে আলাদা করবেন ?

-দেশের মানুষ যদি আমার সন্তানকে তাদের নেতা হিসেবে দেখতে চায় তাহলে আমার কী করার আছে?

-আপনার দলে অনেক বর্ষীয়ান নেতা আছেন। তারাই আপনার রাজনৈতিক উত্তরাধিকারী হবার ক্ষেত্রে সবচেয়ে যোগ্য। তারা যদি আপনার পার্টির নেতৃত্বে আসে তাহলে দেশ এবং মানুষ সবার জন্যই তা মংগলজনক হবে।

-গণতান্ত্রিক রাজনীতিতে জনপ্রিয়তাই একমাত্র যোগ্যতা। সে হিসেবে আমার সন্তানের চেয়ে যোগ্য দ্বিতীয় কোন ব্যক্তি আমার রাজনৈতিক উত্তরাধিকারী হবার যোগ্য নয়।



৫.

-আপনি একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যন্সেলর। আপনি কিভাবে একজন খুনী মানুষকে নিজের নেতা হিসেবে মেনে নেন ? কিভাবে একজন মূর্খ লোককে নিজের নেতা মেনে নিয়ে রাস্তায় রাস্তায় শ্লোগান দিয়ে বেড়ান ? আপনার কি মনে হয় না এটা দেখে আপনার ছাত্ররা আড়ালে হাসাহাসি করে?

-কারো হাসিতে আমার কিছু যায় আসে না। আমি আমার বিবেকের কাছে পরিস্কার। আমি জানি কে আমার নেতা হবার যোগ্য আর কে নয়। শিক্ষাই মানুষকে নেতা বানায় না। নেতা হবার জন্য অন্য ধরনের যোগ্যতা দরকার। আর খুনী হওয়া কারো অযোগ্যতা নয়। পৃথিবীর সকল বিখ্যাত নেতার হাতই মানুষের খুনে রঞ্জিত।

-আপনার কি মনে হয় না দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হওয়া দরকার। আপনাদের মত শিক্ষিতরা যদি নেতা হতেন তাহলে দেশের রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন হত ?

-নেতা হওয়া আমার কাজ নয়। আমি শিক্ষাক্ষেত্রে সামান্য অবদান রাখতে পারলেই খুশী হব।



৬.

-কখন বোঝা যাবে একটা জাতি আজীবন ক্রীতদাস হয়ে থাকতে চায় ?

-যখন বছরের পর বছর নিগৃহীত হবার পরও তারা বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন করার জন্য বিদ্রোহী হয়ে ওঠে না।

-আপনার কি মনে হয় আমরা দাসের জীবন যাপন করছি?

-আমার মোটেও তা মনে হয় না। আমাদের অতীত অনেক গৌরবজ্জ্বল। আমরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। পাকিস্তানীদের বিতাড়িত করেছি।আমরা হলাম বীরের জাতি।

-বর্তমানে কি আমরা আমাদের ভাই নামের শত্রুদের দ্বারা নিগৃহীত হচ্ছি না? আমাদের নেতা নামের প্রভূদের দ্বারা নির্যাতিত হচ্ছি না ? আমাদের গৌরবময় অতীত এসে কি আমাদের লজ্জাজনক বর্তমানকে মুছে দিতে পারবে ?

-বৎসে তুমি ভুলে যেও না যাদের বিরুদ্ধে তুমি কথা বলছো, তারা না থাকলে তোমার অস্তিত্বই বিপন্ন হত। এত স্বাধীনভাবে তুমি আমাকে প্রশ্ন করতে পারতে না। তাদের প্রতি কিছুটা হলেও তোমার কৃতজ্ঞতাবোধ থাকা উচিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.