নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনেছি দৈন্য ঘুঁচাও এবার দীনতা

আগামি

সে এসেছিল আমার জীবনে প্রথমহয়তোবা সে-ই আমার শেষবিকেলের হলুদাভ আভায়আমি খুঁজি তারই লুন্ঠিত অবশেষ।

আগামি › বিস্তারিত পোস্টঃ

আইনের পোশাক পরলে কি যা ইচ্ছা তা-ই করা যায় এই দেশে ?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩





অফিসে যাচ্ছিলাম। শাহবাগে বাস থামালেন ইনি। তখন সকাল ৮:৫৫। বাসের ড্রাইভারের কাছ থেকে কাগজ নিলেন। কন্ট্রক্টর নামলো। কী সব কথা হলো। তিনি বাসের যাত্রীদের বললেন, এই বাস যাবে না। আপনারা নেমে যান। প্রয়োজনে আমি অন্য বাসে তুলে দিব আপনাদের।



যাত্রীরা বলল, বাস যাবে না কেন ? আমরা ভাড়া দিয়েছি মতিঝিল পর্যন্ত। বাকি টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করেন। কেউ বলল, আমরা কি এখন অন্য বাসে দাঁড়িয়ে যাব ? এরা যদি কোন অন্যায় করে তাহলে কেস দিয়ে বাস ছেড়ে দেন। বাস আটকাবেন কেন ?



তিনি অনড়। বাস যেতে দিবেন না। কেসও করবেন না। যাত্রীরা কন্ট্রাকটরকে বলল, ব্যাটা টাকা দিয়া দে কিছু। এর মধ্যে একটা পুলিশের গাড়ি পাশে এসে দাঁড়ালো। যাত্রীদের দুরবস্থা দেখে হাসলো এবং চলে গেলো।



প্রায় আধাঘন্টা আটকে থাকলাম ওখানে। কিছু যাত্রী নেমে অন্য গাড়িতে করে চলে গেল। কিছুক্ষণ পর অবশিষ্ঠ যাত্রীরা ক্ষেপা শুরু করল। তখন উনি গাড়ি ছেড়ে দিলেন। আর কন্ট্রাকটরকে বললেন, গাড়ি নিয়ে রাজারবাগ গিয়ে তাকে যেন ফোন দেয়া হয়।



গাড়ি ছাড়লে কন্ট্রাকটর জানালো, পুলিশ ডিউটির জন্য এই গাড়ি দিতে হবে। টাকা দিলে ডিউটি থেকে মাফ পাওয়া যায়, কিন্তু এখন হাতে বেশি টাকা নেই তাই ওদের ডিউটি খাটতে হবে।



যাত্রীদের প্রশ্ন, রাস্তায় যাত্রী নামিয়ে দিয়ে গাড়ি পুলিশের ডিউটির জন্য নিয়ে নেয়া কোন ধরণের নিয়মের মধ্যে পড়ে ? নাকি আইনের পোশাক পরলেই যা ইচ্ছা তা-ই করা যায় এই দেশে ?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এদের বিরুদ্ধে মামলা করা উচিত।

ক্যাবতো একটা হিজুড়ে সংগঠন।

নইলে আমজনতার কাছে অভিযোগের জন্য অফলাইন অনলাইন ব্যবস্থা রাখতে পারত।
তারপর সে অনুযায়ী গ্রহকদের স্বার্থে তারা মামলা পরিচালনা করতো।

কারণ কারোই মামলায় পর্যাপ্ত সময় দেয়ার নেই- তাই চোখ বুজে সয়ে যায়।

একবার দুবার সাইজ কললে ঠিক হয়ে যেত- আইনের ভয়েই।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

আগামি বলেছেন: যে মামলা করবে তার জীবন হেল হইয়া যাবে।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

সাইবার অভিযত্রী বলেছেন: মাছের রাজা ইলিশ,
চোরের রাজা ( কিছু ) পুলিশ!

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

আগামি বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন সব পুলিশ না। কিছু কিছু পুলিশ।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

বোধহীন স্বপ্ন বলেছেন: এরা ছিনতাই-কারীদের সর্দার.। গ্যাস্টাপো বাহিনী থেকেও ভয়াবহ

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশেের পু..শ দুনিয়াতে সবচাইতে অশিক্ষিত অসভ্য দুর্নীতিবাজ, প্রশিক্ষনহীন বিকৃত রুচির সবচাইতে ক্ষমতাবান সরকারের পাচাটা লোভী বাহিনী! বাকিটা 'বোধহীন স্বপ্ন' এর কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.