নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনেছি দৈন্য ঘুঁচাও এবার দীনতা

আগামি

সে এসেছিল আমার জীবনে প্রথমহয়তোবা সে-ই আমার শেষবিকেলের হলুদাভ আভায়আমি খুঁজি তারই লুন্ঠিত অবশেষ।

আগামি › বিস্তারিত পোস্টঃ

একটি নুতন রাজনৈতিক দর্শন :)

১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৫

মতবাদ বা ধর্মের চেয়েও বড় কথা হলো সেই মতবাদ বা ধর্ম বাস্তবায়নের দায়িত্ব পড়েছে কার উপর সেটা বিচার করা।



ইসলাম বাস্তবায়নের ভার যদি পড়ে মুজাহিদের উপর। কম্যুনিজম বাস্তবায়নের ভার যদি পড়ে ইনুর উপর আর গণতন্ত্র বাস্তবায়নের ভার যদি পড়ে হাসিনার উপর...তাইলে এই তিনটা ব্যবস্থারেই এরা উপর্যপুরি ইয়ে করে জগতের সবচেয়ে খারাপ ব্যবস্থা হিসেবে প্রমাণ করে দিবে। এবং বছর না ঘুরতেই এই ব্যবস্থা/মতবাদ/ধর্ম ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে। :((



আমি মনে করি, আমার দেশের সমস্যার সমাধানকল্পে এই তিনটা ব্যবস্থার আলোকে দেশের পরিস্থিতি বিবেচনা করে একটি সঠিক কর্মপন্থা ঠিক করা সম্ভব। আর নেতৃত্বেও থাকতে হবে সেরা দেশপ্রেমিক মানুষটিকে। কোন দেশপ্রেমহীন অমানুষকে দিয়ে কখনো দেশের জন্য ভালো কিছু আশা করা যায় না।



তাহলে কেমন হতে পারে আমাদের রাজনৈতিক সিস্টেম?



ভোটিং সিস্টেম গণতন্ত্র থেকে নিলাম। কিন্তু যারা নির্বাচিত হবে তাদের প্রত্যেককে নিজ নিজ দল থেকে পদত্যাগ করতে হবে। কারণ এরা প্রজাতন্ত্রের কর্মচারী। দেশ এদের প্রয়োজনীয় বেতন দিবে। এদের পুরো সময় দেশের জন্যই দিতে হবে। নিজস্ব ব্যবসা বা রাজনৈতিক কর্মকাণ্ড চালু রাখার সুযোগ রাখার মানে হলো দেশকে ঠকানো।



সম্পদের সুষম বন্টনের জন্য কমিউনিজমের কাছ থেকে আইডিয়া নিলাম। আর নৈতিকতার মানদণ্ড নির্ধারণের ব্যাপারটি নিলাম ধর্ম থেকে।



ব্যস হয়ে গেল নতুন রাজনৈতিক দর্শন। B-)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১:২৯

ভারসাম্য বলেছেন: কিন্তু বাস্তবায়ন কে করবে? :P

++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.