নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!
মূল ফটক
কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য খেলার মাঠ
রাস্তা চলে গিয়েছে সোজা মূল কারখানার দিকে
পরিত্যাক্ত গুদামঘর
কারখানার সম্মুখ ভাগ
কারখানার ফটক
দরজা থেকে পুরো কারখানা
স্তুপ করে রাখা হয়েছে কাচামাল
তেল এবং মেশিনের সাহাজ্যে পাটকে প্রক্রিয়াজাত করা হচ্ছে
প্রক্রিয়াজাতের জন্য পাটকে এই মেশিনের ভেতর দিয়ে যেতে হবে
অপরপ্রান্তে পাট কতকটা ভেজা ভেজা এবং নরম হয়ে বের হয়ে আসে
এরপর কর্মী সেই পাটকে এই মেশিনে পাঠান
মেশিন থেকে পাট গুলো ফাইবার হিসেবে বের হতে থাকে
এবং একটা রোল বানানো হয়
রোলটি আরেকটা মেশিনে যাওয়ার জন্য প্রস্তুত
কর্মী রোলটিকে এই মেশিনে লাগিয়ে দেন
মেশিন থেকে আরো মসৃন একটা রোল তৈরি করা হয়
মসৃন রোলগুলো অন্য একটা মেশিনে ট্রান্সফার করা হয়
মেশিন থেকে বের হওয়া ফাইবার এভাবে ড্রামে ঠেসে ঠেসে ভরে ফেলা হয়
ড্রামে ভরা হচ্ছে
ড্রামে ভরা হচ্ছে
ড্রাম থেকে চলে যায় আরেকটা মেশিনে
মেশিনের অপর প্রান্তে তৈরি হতে থাকে সূতা
সূতা তৈরি
আরেকটা মেশিনে এই সূতা রোল করা হয়
রোল করা সূতা ওজনের জন্য স্তুপ করা হয়
রোলুগুলোকে স্পিনিং এর জন্য রেডি করতে নিয়ে আসা হয় এখানে
এই মেশিনে এভাবে সাজানো হয়
মেশিন থেকে বের করা হয় এমন রোল করে, এবার এগুলো স্পিনিং এ যাওয়ার জন্য রেডি
নিচের অংশে তৈরি হচ্ছে চট
এখান থেকে নিয়ে এসে পরবর্তীতে এভাবে চটগুলো চটবন্দী করে সংরক্ষন করা হয়
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩০
অগ্নি সারথি বলেছেন: ছবিগুলো আপলোড করতে একটা পর্যায়ে বেশ বিরক্ত লাগছিল। তাই অনেক বিষয় আর গোছাতে পারি নাই। যাই হোক কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ।
২| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৬
রাতুল_শাহ বলেছেন: দারুণ পোষ্ট দিয়েছেন ভাই। খুব ভালো লাগলো।
এই রকম পোষ্ট আরও চাই।
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫১
অগ্নি সারথি বলেছেন: দোয়া কইরেন ভাই আমার যেন আবারো চরম একলা লাগে। একা লাগলেই আমি যেখানে সেখানে চইলা যাই। তারপর সেখান থিক্কা মন চাইলে কিছু একটা নিয়া আসি। মন চাইলে ব্লগে দেই। যাই হোক ধইন্যাপাতা লন এক আটি।
৩| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৯
চাঁদগাজী বলেছেন:
খুবই সুন্দর পোস্ট
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৫
অগ্নি সারথি বলেছেন: কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নাকি ভিত্রে হান্দান যাইবো না। নিজেরে ব্লগার পরিচয় দিয়া ঢুকছি। হা হা হা। তয় মানুষগুলানের চোখে নিজেরে যে নাস্তিক লাগতাসিল এইডা বুঝতে টাইম লাগে নাই।
৪| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৩
সজিবুল ইসলাম বলেছেন: ভাল লাগল
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২২
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাইজান।
৫| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৩
সুমন কর বলেছেন: চমৎকার !! আপনার পোস্টের মাধ্যমে ঘুরে আসলাম জুট মিলের ভিতর থেকে।
ভালো লাগা।
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৮
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ। কেমন আছেন সুমন?
৬| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:২৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার পোস্ট।++্
ধন্যবাদ আপনাকে।
১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৭
অগ্নি সারথি বলেছেন: আপনাকে অনেক গুলা ধন্যবাদ।
৭| ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৯
রুয়াসা বলেছেন: এক কথায় চমৎকার। আপনাকে গবেষনাধর্মী পোস্টেই মানায়। নিজের জীবন কাহিনী কিংবা গল্প লেখাতে মানায় না (যদিও সেগুলোও পরে চলি গভীর আগ্রহ নিয়ে)। এভাবেই লিখতে থাকুন। শুভ কামনা।
১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৩
অগ্নি সারথি বলেছেন: হা হা হা। ধন্যবাদ।
৮| ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৯
ছাসা ডোনার বলেছেন: ভাই জীবনের প্রথম দেখলাম কিভাবে পাটকে প্রকৃয়াজাত করা হয়।খুব ভাল লেগেছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০৭
অগ্নি সারথি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৯| ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৬
রানা আমান বলেছেন: আপনার পোস্টের মাধ্যমে জুট মিল ঘোরা হয়ে গেল । ধন্যবাদ আপনাকে া
১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৪
অগ্নি সারথি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১০| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০২
হাসান রাজু বলেছেন: এতো অল্প সময়ে এতো কিছু !!!
ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য ।
১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৫
অগ্নি সারথি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১১| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৮
বিষক্ষয় বলেছেন: machine and technology seems to be seriously outdated
১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৯
অগ্নি সারথি বলেছেন: Don't forget this is GoB property and every technologies and machines including the employees of it are outdated and corrupted. Anyway thanks.
১২| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৯
প্রবাসী ভাবুক বলেছেন: অল্প সময়ের মধ্যে চট তৈরির প্রক্রিয়া দেখে ফেললাম৷ অনেক ভাল লাগল৷
১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৮
অগ্নি সারথি বলেছেন: হা হা। ধন্যবাদ।
১৩| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Good.
১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৩
অগ্নি সারথি বলেছেন: পাটকল থেকে বের হয়ে হাচি দিতে দিতে অবস্থা শ্যাস। এখনো দিচ্ছি। হা...হা.... হাচ্ছি....
১৪| ১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৯
প্রামানিক বলেছেন: আপনার লেখা পড়ে এবং ছবি দেখে পুরো চটকলের একটা আইডিয়া হলো। ধন্যবাদ
১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৪
অগ্নি সারথি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
চট তৈরির পুরা কাহিনী এক ঝলকে দেখে নিলাম! ধন্যবাদ ফটোর সাহায্যে সহজে জানানোয়!