নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় বিলুপ্তির পথে\'র মাছের সন্ধানে(ফুডু ব্লগ)

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৯

দক্ষিন পশ্চিমাঞ্চলীয় জেলাগুলো একসময় মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত থাকলেও অপরিনত এবং ডিমওয়ালা মাছ শিকার, পানিতে লবাণক্ততা বৃদ্ধি, মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস , কীটনাশকের ব্যবহার, জলাশয়-পুকুর ভরাট এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে অনেক প্রজাতির মাছ ই বিলুপ্তির পথে। এই অঞ্চলের বাজারগুলোতে 'চাষকৃত মাছের' দাম কিছুটা কম থাকলেও লোকাল মাছগুলো সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আর নেই। যাই হোক, চলেন মাছের ছবি দেখি,
ট্যাংড়া মাছ। এই মাছের বিশেষত হল মাছগুলো আকারে সাধারন ট্যাংড়া মাছের চেয়ে বেশ বড় হয়। অনেকে এগুলোকে সমুদ্রের ট্যাংড়াও বলে থাকেন।
ফলি মাছ। প্রচুর কাটা থাকার কারনে এই মাছ খেতে বেশ বিরক্ত লাগে তবে সব থেকে ভাল উপায় হল ফ্রাই করে খেয়ে ফেলা।
রামচোষ মাছ
পোয়া মাছ

বাইল্যা মাছ। আমাদের দিনাজপুরে এই মাছ আমরা কখনো খেতাম না, যদিও এত বড় হত না সেই মাছ। কিন্তু খুলনা এসে দেখি, কাটা না থাকার কারনে বেশ দামী এই মাছ।
বড় বাইম মাছ। সাপের মত দেখতে বিধায় অনেকে এই মাছ খেতে চান না। আমার তো বেশ ভালই লাগে।
ইলিশ। এইডার লোভেই তো দাদারা পেয়াজ দিতে নারাজ।

ভেটকী। আমি এমনই অভাগা, যত জায়গাতেই এই মাছটা খেলাম কেউ ভাল রানতে পারলনা কখনো। আমার স্ত্রী ও না!! :-P:-P:-P

এইডা ভাঙ্গন মাছ। সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এই মাছ খেয়ে আমার হৃদয়ে ভাঙ্গন ধরেছিল।
বেশ বড় একটা কাতল মাছ। মাছ বিক্রেতারা বলে বিলের কাতল কিন্তু আমি তো এদিকে কোন বিল দেখিনা। খালি ঘের আর ঘের।
ছোট বাইন মাছ।

দাতনা মাছ। পিরানহা মাছের মত এই মাছের ও দুই পাটি দাত আছে। তাই নাম হয়তোবা দাতনা।

সাদা সোনা। বাজারে দেখলাম চিংড়ি একেবারে নেই বললেই চলে। :(( :(( :(( :((
আইর মাছ।
এইডা রিঠা মাছ মনে লয়।
লট'স অফ'স রুপচান্দা'স।
ছুরমা মাছ। এমনই তো নামডা কইল!!!
এইডা কাইর মাগুর। আমার প্রিয় একটা মাছ, সাধারনত সুন্দরবনের নদীতে পাওয়া যায়।
লইট্টা। জ্বি, আমরা যেইডার শুটকি মজা কইর‍্যা খাই।
এই মাছের নাম ভুইল্যা গেছি।
চিত্রা মাছ
টুনা মাছ। এটা সমুদ্রে পাওয়া যায়।
তুলা ডাটি।
পাইস্যা মাছ।
গুড়া মাছ।
ম্যালাগুলা মাছ দেখাইলাম। এইবার অফ যাই নাইলে রাইতে বেলা মেছো ভূতে আইস্যা ঠ্যাং না আবার টাইন্যা ধরে। চিত্রের মাছ গুলোর লোকাল নাম ব্যবহার করা হয়েছে এবং মাছ গুলোর চিত্র ধারন করা হয়েছে খুলনার বিভিন্ন মাছ বাজার ঘুরে।

মন্তব্য ৬৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০

অরুনোদয় বলেছেন: ভাল লাগল। ছবির জন্য ধন্যবাদ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১

অগ্নি সারথি বলেছেন: :D :D :D :D
ধন্যবাদ অরুনোদয়।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

আমিই মিসির আলী বলেছেন: আহাহা!!!

চিংড়ি দেখলেই ইচ্ছা করে রান্না শুরু করি।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০০

অগ্নি সারথি বলেছেন: :) :) :) :)
আমার তো খালি খেতে ইচ্ছা করে কিন্তু ডাক্তারে মানা কইর‍্যা দিসে। :( :( :(

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৫

সুমন কর বলেছেন: চমৎকার সংগ্রহ। কিছু মাছের নাম আজই প্রথম দেখলাম বা জানলাম। !:#P

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৮

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। আমিও জানতাম না যে এমন এমন চেহারা, নামের ও স্বাদের মাছ দুনিয়াতে থাকতে পারে কিন্তু এই অঞ্চলে এসে জানলাম, স্বাদ গ্রহন করে ধন্য হলাম।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২১

এস কাজী বলেছেন: বাহ বেশ সুন্দর তো। সব দেখি তাজা তাজা :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৯

অগ্নি সারথি বলেছেন: ধইন্যবাদ। সব তাজা তাজা মাছের ছবি তোলা হয়েছে। 100% ফরমালিন ফ্রি এজ অলওয়েজ। :P :P:P

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

সাহসী সন্তান বলেছেন: কালকের জন্য ভাই ম্যাচে কোন মাছ নাই, যদি এর থেকে কয়টা দিতেন তয় আমার আর কষ্ট করে বাজারে যাওন লাগতো না!!


পরিচিত মাছের ছবিগুলো দেখে খুবই ভাল লাগলো! ধন্যবাদ জানবেন!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

অগ্নি সারথি বলেছেন: মেসে কি বাজার হয়? আমার তো মনে হয় মেস জীবনের সবচেয়ে বড় নিয়মহীনতা হল সদস্যদের বাজারে অনীহা। মেসে ম্যালা মানুষ হলে টুনা মাছটা লইয়া যাইতে পারেন। তয় রান্নার পর আমারেও এট্টু দিয়েন।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

শতদ্রু একটি নদী... বলেছেন: রুপচান্দা ইলিশ আর চিংড়ি খাই কেবল। তবে দেখতে ভাল্লাগলো। দারুন পোস্ট। ++

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৮

অগ্নি সারথি বলেছেন: খুলনা আসেন, আইস্যা নক করেন। ম্যালা ম্যালা চিংড়ি খাওয়ামু। ইলিশ আর রুপচান্দা খাওয়ামু না। :P:P:P

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫২

প্রবাসী পাঠক বলেছেন: ফডু বল্গ ভালা পাইলাম।

অনেক দিন হয় দেশি মাছ খাওয়া হয় না। বৈদেশে বরফ দেয়া যা পাই তার স্বাদ থাকে না। ধন্যবাদ পোস্টের জন্য।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫৩

অগ্নি সারথি বলেছেন: ভালা পাওনের লাইগ্যা ধইন্যা পরবাসী।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০০

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: কতদিন এমন তাজা মাছ খাইনা । অনেক সুন্দর পোষ্ট, দেশেক খুব মিস করছি।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই। বিলুপ্ত হয়ে যাবার আগেই দেশে ফিরুন, ফিরে তাজা মাছ খান। না হলে ভবিষ্যৎ বংসধরদের গল্প শোনাতে পারবেন না কিন্তু।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৮

জুন বলেছেন: এক একটা মাছের এক একরকম স্বাদ । সত্যি অসাধারন । ছবি দেখে লোভ লাগলো । খুলনা বেড়াতে গিয়ে সেখানকার বিখ্যাত পার্শে মাছ খাবার সৌভাগ্য হয়েছিল । তবে রামচোষ মাছকে আমরা বলি পোয়া মাছ। টুনা কি বাংলাদেশের পানিতে পাওয়া যায় ? !
+

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

অগ্নি সারথি বলেছেন: আসলে মাছ সম্পর্কে আমারো তেমন ভাল কোন ধারনা নেই। আমার স্ত্রী যখন ঠ্যালা মাইর‍্যা হাতে বাজারের ব্যাগ ধরায়া দিয়া বাজারে পাঠাইছে তখন, ফুডু গুলো তুলেছি। অনিবার্য্য ধর্ষন উপভোগের চেষ্টা আরকি। পার্শে মাছটা বেশ মজার একটা মাছ। পোয়া মাছ নামটাও তারা বলেছিল। টুনা সমুদ্রে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। বাংলাদেশের সমুদ্রসীমাতে এখনো এর বেশ উপস্থিতির প্রমান মেলে। পরের বার খুলনা বেড়াতে এলে অবশ্য নক করবেন। মাছের দাওয়াত দিলাম আরকি। :P:P:P:P

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৭

এহসান সাবির বলেছেন: দারুন সব মাছের ছবি।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩২

অগ্নি সারথি বলেছেন: :) :) :) :) :)

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন: ক্যান ভাই, দাম বেশি দেইখা নাকি নিজেরই ঘের আছে দেইখা চিংড়ি ফ্রি? ;)

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

অগ্নি সারথি বলেছেন: না ভাই, ঘের নাই। ভাড়ায় থাকি, ঢাকা থেকে খুলনা এসেছি আজ এক বছরের একটু বেশি। তয় চিংড়িডা সস্তায় ম্যানেজ করতে পারুম। ইলিশ আর রুপচান্দার দামডা এট্টু বেশি দাম পইর‍্যা যাইব আরকি। যাই হোক, চইল্যা আসেন দেখন যাইব।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

আমিনুর রহমান বলেছেন:


মাছের যে দাম তাই নিয়মিত মাংশই খাই। চোখে দেখে মন জুড়াই গেলো :P


সুন্দর ছবি ব্লগ। প্লাস লন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

অগ্নি সারথি বলেছেন: ভাবতাসি ছবিডিরে বান্ধাই কইর‍্যা দেয়ালে টানাই রাখুম, মাছ যে হারে দ্যাশ থিক্কা উইঠ্যা যাইতাসে। যাই হোক, পিলাসের লাইগ্যা ধইন্যা আমিনুর ভাই।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

নিশাকর বলেছেন: ভাই কাচা মাছ দেইখাই মুখ আমার খচমচ কররাছে, কিছু মাছ কুরিয়ার কইরা পাঠায়া দেন,,, টুনা মাছ আবশ্যক,

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

অগ্নি সারথি বলেছেন: কুরিয়ারে মাছ লয় না, বিকাশ কইরা পাডায়া দিলে হইব?

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৮

ভারসাম্য বলেছেন: @ জুন, রামচোষ বলে এখানে যে মাছটির ছবি দেয়া হয়েছে, সেটি সম্ভবতঃ পোয়া মাছ নয়। পোয়া মাছ আলাদা একপ্রকারের মাছ এবং মোটামুটি বিখ্যাত। আর 'রামচোষ' বলে উল্লেখিত মাছটিকে, বরিশালের ওদিকে বলে, 'রামছোঁচ' । বরিশালের কথ্য ভাষায়, দাঁড়ি-গোফকে 'ছোঁচ' বলা হয় অনেক সময় এবং সেজন্যই হয়তো মাছটির অমন নামকরণ। প্রমিত বাংলায়, মাছটিকে ' তপস্বী/তপসে' মাছ বলে। এই মাছটি নিয়ে কবি ঈশ্বরগুপ্তের একটি বিখ্যাত কবিতা আছে, যা এক সময় উচ্চমাধ্যমিক বাংলা পাঠ্যবইয়ে অন্তর্ভূক্ত ছিল, তবে সিলেবাসে ছিলনা সম্ভবতঃ। স্মৃতি থেকে সেটার প্রথম দুই লাইন উল্লেখ করছি,

কষিত কনক কান্তি, কমনীয় কায়
গাল ভরা গোঁফ-দাড়ি, তপস্বীর প্রায় ...

আর মনে নাই, মনে থাকা অংশেও ভুল থাকতে পারে কিছু। তবে মাছটি আমার অনেক প্রিয় একটি মাছ। লেখককেও ধন্যবাদ, এমন একটি মাছ সহ, আরও বেশ কিছু মাছের ছবি ও তথ্য তুলে ধরার জন্য। :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

অগ্নি সারথি বলেছেন: কবিতার দু চরন চারন এবং তথ্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভারসাম্য।

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৫

জুন বলেছেন: @ ভারসাম্য রামচোষ যেখানে লেখা এটা তপসে মাছ হতে পারেনা বলে আমার বিশ্বাস। /:)
তপসে মাছ আকারে অনেক ছোট হয় ছবির মাছের চেয়ে। এর উপরেরটা হলেও হতে পারে তবে রামচোষ লেখাটা কোনমতেই না ।
কারন পোয়া মাছটা আমার খুব প্রিয় আর তার জন্য ন্প্রায়ই বাসায় আনা হয় :)
ধন্যবাদ আপনাকে কবিতাটি মনে করিয়ে দিলেন বলে B-)

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

অগ্নি সারথি বলেছেন: এই অঞ্চলে ভাই আমি নতুন এসেছি তাই এত মাছ চিনিনা আবার নাম ও মনে রাখতে পারিনা। তবে কি জানেন, আমি যা দেখি, শুনি, অনুভব করি, আমি স্বপ্নি তাই আমি আমার চোখে অন্যদের দেখাতে চাই। আমার ব্লগের প্রতিটা লেখার পেছনে রয়েছে প্রচুর প্রচুর কায়িক এবং মানসিক শ্রম। একটা লেখার জন্য আমি ঘুরে বেড়াই এই গলি, সেই গলি। এই দেশ সেই দেশ। ধন্যবাদ জুন।

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: নাও বাবু.. কত কত মাছে ছবি দেখছ!!!

এইবার এই নাও ইলিশ ফ্লেভার দেয়া ভাত গুলো খাওতো সোনা!!!!!!!! :(( :((

সামনে কি এরাম কুদিনও আইতে পারে????????????????????????

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৭

অগ্নি সারথি বলেছেন: :(( :((:((:((
অসম্ভব কিছু নয় ভৃগু। হয়তোবা আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্ম ডাইনোসারের মত তাদের প্রজন্মকে মাছের গল্প শোনাবে।

১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২

জুন বলেছেন: আমিতো ভারসাম্য ভাইকে বলেছি ২য় মন্তব্যে । আপনে মাছ না চেনার জন্য একটুও মন খারাপ করবেন না । এই যুগের লোকজন কি আর মাছ চিনে :||
তারা চিনে শুধু মুরগি, যেমন আমার ছেলে :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

অগ্নি সারথি বলেছেন: অভিযোগ করি নাই তো। আমি আবারো ক্লিয়ার করেছি যে আমি মাছ চিনিনা। মাছের নামে ভূল হলে হতেও পারে। B-) B-) B-)

১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০

তারছেড়া লিমন বলেছেন: ময়া, পুটি এগলা কতি??

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৭

অগ্নি সারথি বলেছেন: ময়া, পুটি পাই নাই। হারায়া গ্যাসে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

অগ্নি সারথি বলেছেন: কেমন আছেন লিমন ভাই?

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫১

জুন বলেছেন: আমিতো ভারসাম্য ভাইকে বলছি আপনে আইসা আইসা উত্তর দ্যন ক্যরে :((

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২১

অগ্নি সারথি বলেছেন: আমি ভাবচি, আমি উত্তর না দিলে আমার বাড়িতে আসা অতিথিরা নিজেদের গল্পে আমার অনুপস্থিতিতে যদি অপমানিত হয়। তাই উত্তর দিসি। :(( :((:((

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫

রিকি বলেছেন: ভাই ভেটকি মাছ সেইরকম খেতে--- ভাবীকে বলবেন গরম মশলার গুঁড়ো দিতে। আর তেলের মধ্যে মাছটাকে ভাজার পর দারচিনি ফেলে নিতে এবং মাছটাকে তেল, হলুদ আর লবণ দিয়ে ১-২ ঘণ্টা মাখিয়ে রেখে ভাজতে বলবেন, গন্ধ থাকে না। বড় বড় ট্যাংরাকে চট্টগ্রামে গুলশা বলে, ঢাকাতেও এই নামেই চেনে-- উত্তরাঞ্চলে বলে রাম ট্যাংরা। মাছ আমার অনেক পছন্দের জিনিস। একেবারে বিশুদ্ধ মাছে ভাতে বাঙালি আর কি--- পোস্টে অনেক অনেক ভালো লাগা রইল। আরও মাছ দেন :) :) :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮

অগ্নি সারথি বলেছেন: রেসিপির জন্য ধন্যবাদ এবং রেসিপিটা ভাবীর থুক্কু আপনার ভাবীর কানে পৌছানো হয়েছে। ভাবী আপনাকে অনেক কৃতজ্ঞতা জানিয়েছেন।
উত্তরের মানুষ হবার কারনে ভেটকী মাছটার নামের সাথে বই পুস্তকের মাধ্যমে পরিচিত থাকলেও এটা পাতে পড়ল খুলনা অঞ্চলে এসেই।
মমতামাখা মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। চেষ্টা করব শুধু আপনার এই আন্তরিক মন্তব্যের জন্য আরেকটা মাছ বিষয়ক পোস্ট দিতে। শুভ কামনা।

২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৫

অ্যানালগ বলেছেন: টেকনাফ, কক্সবাজারে ভেটকি কে বলে কোরাল মাছ আর দাতনা হলো দাতিনা মাছ, দুইটাই খেতে ভালো, দাতিনা বেশী ভালো।
আর ঐ নোনা পানির মাগুরও খুব ট্যাস্টি মাছ, পাখনার কাঁটা শরীরে বিধলে জায়গাটা অনেক ব্যাথা হয় ও ফুলে যায় ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

অগ্নি সারথি বলেছেন: কোরাল আর ভেটকি একই মাছ? চট্টগ্রামে সোনালীতে বেশ কয়েক বছর আগে আমি ২২ কেজি ওজনের একটা কোরালের একটা পিস খেয়েছিলাম। স্বাদ এতদিনে ভূলে গিয়েছি।
কাই মাগুর!!! উফ। আমার খুব প্রিয় একটা মাছ ভাই।

২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

রিকি বলেছেন: উত্তরের মানুষ হবার কারনে ভেটকী মাছটার নামের সাথে বই পুস্তকের মাধ্যমে পরিচিত থাকলেও এটা পাতে পড়ল খুলনা অঞ্চলে এসেই।

ভাই আমি নিজেই উত্তরের মানুষ, ইলিশ মাছের জায়গার---- শ্বশুরবাড়ি চিংড়ি আর ভেটকির জায়গায়!!!! B-)) B-)) B-)) তয় নর্থ মিটস সাউথ আর কি !!!!! ;) ;) ভেটকির চেহারা দেখলেই রাগ লাগত প্রথম প্রথম--- পরিষ্কার করতে লাগলে ওরে গন্ধ !!!!! :-P :-P :-P :-P

আপনিও একই পরিস্থিতির শিকার হয়েছেন বলে বোধ হল, তাই নিজের খুঁজে নেয়া সমাধান শেয়ার করলাম আর কি !!!! :) পারশে আর ভেটকি এই দুইটা দক্ষিণাচলের জনগণের প্রিয় মাছ---দেখবেন !!!! ;) ;) দাওয়াত খেতে গেলেও এটা খাওয়াবেই। আর চিংড়ি। ;)

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

অগ্নি সারথি বলেছেন: নর্থ মিটস সাউথ গুড তয় আমি চাকুরী সুবাদে মাইগ্রেটেড। ঠিক বলেছেন এরা এই মাছ গুলাই খাওয়ায়ই। ভেটকীর গন্ধটা বাস্তবিক বিচ্ছিরি লাগে। যাই হোক আবারো ধন্যবাদ।

২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: দাম কিরকম ভাই। ঢাকাতে তো এই সব মাছের দাম অনেক।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩

অগ্নি সারথি বলেছেন: এখানেও এই মাছগুলো বেশ দাম দিয়েই কিনতে হয়। ছবির কাতলা মাছ আর গুড়া মাছ গুলো বাদ দিয়ে বাকীগুলো ৬/৭ শ থেকে হাজার/১২শ টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হয়। অবশ্য এগুলো ছোট কিছু সাইজ আছে যেগুলো তুলনামূলক কম দাম কিন্তু খেতে খুব একটা স্বুস্বাদু নয় সেগুলো।

২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১

ভারসাম্য বলেছেন: জ্বী জুনাপু। রামচোষ যেখানে লেখা, সেটি পোয়া মাছই মনে হচ্ছে, কিন্তু তার উপরের ছবিতে কোন ক্যাপশন নাই। লেখক সম্ভবতঃ দুটোকেই একই মাছ ভেবে, একসাথে একটা ক্যাপশন দিয়ে দিয়েছেন। কিন্তু উপরের ছবিটায় ভাল করে খেয়াল করলে দেখবেন, বেশ কিছু দাঁড়ি-গোফ দেখা যাচ্ছে। এবার বুঝে নিন। মানে আপনিও ঠিক আছেন, আমিও ভুল নই। আর লেখকের ভুলতো ধরাই যাবে না, কারণ তিনি অনেক কষ্ট করে আমাদের জন্য এত সুন্দর সুন্দর ছবি সংগ্রহ করে আমাদের কাছে উপস্থাপন করেছেন। :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৫

অগ্নি সারথি বলেছেন: :) :):):)
বাস্তবিক ভারসাম্য, আমি দুটোকেই একই মাছ ভেবেছিলাম কিন্তু একটু দ্বিধায় ও ছিলাম এবং কৌশলে এড়িয়ে যাই। ভদ্রোচিত এবং সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ ভাই। আগামী কাল ঠিক করে দিব। ভাল থাকবেন। শুভকামনা, অনেকগুলা।

২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৮

রাফিউল আলম ইমন বলেছেন: খুলনার কই ভাই? আমি খুলনারই মানুষ B-))

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

অগ্নি সারথি বলেছেন: সবুজবাগে থাকি। আপনি কই থাকেন?

২৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

মেহবুবা বলেছেন: অনেক ধন্যবাদ।
ভারসাম্য তপসে মাছের কথা বলাতে মনে পড়ে গেল মাছের ব্যাপারে কম আগ্রহী হওয়া সত্ত্বেও তপসে মাছ ভাল লেগেছিল , আমি বলতাম মিষ্টি মাছ। আমি অনেক আগে ১ বছর খুলনাতে পড়েছি। স্থায়ী ঠিকানা বৃহত্তর খুলনা বলে গিয়েছি ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

অগ্নি সারথি বলেছেন: :) :)

২৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

রূপা কর বলেছেন: সুন্দর ছবি

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ রূপা।

২৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

জুন বলেছেন: আমার মন্তব্যের মাঝে আপনি যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি অত্যন্ত দুঃখিত অগ্নি সারথি ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

অগ্নি সারথি বলেছেন: X( X( X( দুঃখ পাই নাই কিন্তু আপনার দুঃখিত হওয়া দেখে এবার রেগে গিয়েছি। দুঃখিত হবার কিছুই নাই। আমি জানি আপনার উদ্দেশ্য অসৎ ছিল না।

২৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

মধু নদীর জোলা বলেছেন: মাছ দেইখা আর থাকতে পারলাম না ভাই B-)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮

অগ্নি সারথি বলেছেন: হ ছবিতে দেখতাসি তো, জাল লইয়া নাইম্যা পড়সেন। তয় লুঙ্গিডা সামলায়া জোলা ভাই।
শুভ কামনা।

৩০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

রাফিউল আলম ইমন বলেছেন: আমি কুয়েটে। এইটা ফুলবাড়িগেটে। :D

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

অগ্নি সারথি বলেছেন: ওদিকটায় এখনো যাওয়া হয় নাই। দেখি কখনো গেলে আপনাকে নক করব।

৩১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩

তারছেড়া লিমন বলেছেন: বেঁচে আছি ভাই...................... আল্লাহ বহাল তবিয়তে বাঁচায় রাখছে। ফটো ব্লগ সম্পর্কে কিছু বলার নাই ........ ছোট মাছ আমার খুব প্রিয় বড় গুলো তেমন ভাল্লাগেনা।

আর এখন তো প্রায় সব মাছই চাষ হয়।। পোষ্টে প্লাস++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

অগ্নি সারথি বলেছেন: :) :) :)

৩২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

প্রামানিক বলেছেন: পরান ভইরা আপনার দেয়া মাছের ছবি দেখলাম, যদি মাছগুলা একটু তাজা দিতেন আরো যে কত মজ পাইতাম, আহহা রে- - - -

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ। পরের বার জ্যাতা মাছ দেয়ার চেষ্টা করব যেন পুরা ব্লগে ছর ছর করে ঘুরে বেড়াইতে পারে।

৩৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৮

হাসান মাহবুব বলেছেন: মেছো পোস্টে ভালো লাগা রইলো।

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৫

অগ্নি সারথি বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.