নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!
মরা নদী, পরিনত হয়েছে প্লে গ্রাউন্ডে
সরিষার তেলের ঘানির ভাঙ্গা একটা অংশ
এই বস্তুর নাম খ্যাতা শাক। সুন্দরবন সংলগ্ন মানুষের কাছে আগে এটা জঞ্জাল/জংলা হিসেবে পরিচিত হত কিন্তু আইলা পরবর্তী সময়ে অভাবের কারনে এটিই হয়ে উঠে উপাদেয় খাবার।
সুন্দরবনের ভেতরে বীরদর্পে দাঁড়িয়ে থাকা নাম না জানা কোন বৃক্ষ
গন্তব্য সুন্দরবন
বামে লোকালয় আর ডানে সুন্দরবন
সুন্দরবন ফরেস্ট অফিসের সামনে
গোলপাতা দিয়ে তৈরি কুড়ে ঘর
প্রিয় শৈশব
অবসর
উচ্ছ্বল কিশোরী
তালগাছ একপায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে
বাড়ির উঠোন হতে রাতের চাঁদ দেখা
তুমি আর আমি যেন রেললাইন, রেললাইন
শিল্পায়ন!
বনভন্তে'র উপাসনালয়, রাঙ্গামাটি
কাপ্তাই ঝুলন্ত ব্রীজ
রাঙ্গামাটিতে যে হোটেলে উঠেছিলাম তার রিসিপসনে ফুটে থাকা ফুল। নাম জানিনা।
এই ফুলেরও নাম জানিনা
এটা মনে হয় পাতা বাহার জাতীয় কিছু
এটাও জানিনা, আমি আসলে কিছুই জানি না
নাহ! বলতে পারলাম না
পাহাড়ে আজ তুমুল বর্ষন হবে, মেঘের সাজ সাজ রব
ভেঙ্গে পড়ার সকল আয়োজন সম্পূর্ন
মেঘ মনে হয় কেটে গেল
কর্নফুলী পেপার মিল
হোটেলের নাম রুপসী কাপ্তাই
পাঞ্জাবী পরিহিত জন কিন্তু আমি, কথা বলছি একজন হেডম্যানের সাথে
মেঘ আর সূর্যের প্রতিযোগীতা
ভাসমান পেট্রোল পাম্প
রুপসী কাপ্তাইয়ের ভেতরে
আমরা নারী, অসাধ্য সাধন- আমরাও পারি
বরকল উপজেলায় স্বাগতম
পাহাড় হতে ফল সংগ্রহ করে শহর অভিমুখে যাত্রা
পাহাড়ের ভেতর দিয়ে চলেছে রাস্তা
গতিরাজ
পাহাড়ী উচু নিচু রাস্তা
পাড় হয়ে যায় গরু, পার হয় গাড়ি
পাহাড়ী আনারস
কাঠাল, বিক্রির উদ্দেশ্যে স্তুপ করে রাখা
বেচা কেনা চলছে
টুকরি। মারমা ভাষায় কি বলে ভূলে গিয়েছি।
সদলবলে হাট হতে বাড়ি ফেরা
মারমাদের ঘরে ফেরার রাস্তা
সহদোর
ডিসক্লেইমারঃ ছবিগুলো রাঙ্গামাটি এবং সুন্দরবনের বিভিন্ন স্থান হতে অপক্ক হাতে তোলা হয়েছে। ছবিতে কোন ভাবেই কোন স্থান, ব্যাক্তি, বিষয় অথবা বস্তুকে হেয় করবার কোন প্রয়াস ছিল না। এরপর ও অনাকাংখিত কিছু ঘটে থাকলে তা শুধু কাকতালীয় মাত্র। যার সাথে চিত্র গ্রাহকের কোন মানসিকতার সাথেই কোন মিল নেই।
০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
অগ্নি সারথি বলেছেন: কি জানি ভাই তবে ৩ নং কয়রা গ্রামের মানুষেরা আমাকে এমন তথ্যই দিয়েছিলেন যে তারা আগে এই শাক ছুয়েও দেখতেন না কিন্তু আইলা পরবর্তী সময়ে প্রচন্ড অভাবের কারনে তারা এখন এই শাক খাওয়া শুরু করেছেন। আমার জানাজানিতে ভূল ও থাকতে পারে। ধন্যবাদ।
২| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
রোষানল বলেছেন: ছবি গুলো একের পর এক দেখতে দেখতে মনে হচ্ছিলো আমি নিজেই যেন ঘুরে বেড়াচ্ছি
অনেক ধন্যবাদ
০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
অগ্নি সারথি বলেছেন: আসলে ইচ্ছা ছিল ছবিগুলো দিয়ে একটা গল্প তৈরির কিন্তু ধৈর্য্য আর সঙ্গ দিচ্ছে না ইদানিং। যাই হোক ধন্যবাদ ভাই।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
আহমেদ জী এস বলেছেন: অগ্নি সারথি ,
অনেক কিছুই দেখি আপনি জানেন না !!!!!
কিন্তু না জানলেও আপনার ছবিরা অনেক কথা বলে গেছে , জানিয়ে গেছে অনেক কিছু ।
০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫১
অগ্নি সারথি বলেছেন: ফুল বস্তুডা আমাকে শত চেষ্ঠাতেও আর কেউ চেনাতে পারেনা, পারবেও না হয়তোবা। পেছনে রয়েছে ছোট্ট একটা ইতিহাস।
ধন্যবাদ ভাই।
৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
খোলা মনের কথা বলেছেন: এলোমেলো ছবি তারপরও প্রত্যেকটা ছবি উপভোগের মত। দেখার সময় মনে হচ্ছিল এটাতে যেন শেষ না হয় তারপর ও শেষ হয়ে গেল। কিছু সময় ছবি দেখে আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। আগামীতে এমন ছবি পোষ্ট দেওয়ার জন্য আগাম শুভেচ্ছা রইল
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই। আমি আসলে সেভাবে ছবি তুলতে জানিও না আর উপস্থাপনাতেও বেশ কাঁচা। তাই এমন গুলিয়ে ফেলেছি আরকি। যাই হোক, ভাল থাকবেন। শুভ কামনা ভাই।
৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
তারছেড়া লিমন বলেছেন: দারুন হৈচে.......................
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ লিমন ভাই।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
নিমগ্ন বলেছেন: চমৎকার ছবি ব্লগ!!
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬
অগ্নি সারথি বলেছেন: অনেক ধন্যবাদ নিমগ্ন।
৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
হাসান মাহবুব বলেছেন: অনেকদিন আগে সুন্দরবন গিয়েছিলাম। অসাধারণ সেই স্মৃতি। পোস্টে ভালো লাগা রইলো।
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৫
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
৮| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ছবি । ক্যামেরা ম্যান আনাড়ি হলেও ছবি তুলেছে চমৎকার !
বর্ণনা আরেকটু বাড়িয়ে , দু তিন পর্ব করলেও মন্দ হত না ।
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮
অগ্নি সারথি বলেছেন: ভাই এই সিরিজ লেখা নিয়ে বেশ ঝামেলায় আছি। মনে হচ্ছে সিরিজ বস্তুডা ব্লগে আর চলছে না, না হলে আমি কি আর সিরিজ ছাড়ি। দেখি পরবর্তীতে সিরিজ দেয়ার চেষ্ঠা করব। ধন্যবাদ লিটন ভাই।
৯| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: অনেকগুলো সুন্দর ছবি থাকায় ছবি পোস্ট হিসেবে খুব পরিপূর্ণ লাগছে । অসাধারণ । ভাল লেগেছে খুব ।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫১
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।
১০| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৯
ফেরদৌসা রুহী বলেছেন: আপনার চলার পথের ছবিগুলি উপভোগ করলাম।
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৯
অগ্নি সারথি বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।
১১| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৫
প্রবাসী ভাবুক বলেছেন: অনেক দুর্লভ ও সুন্দর সব ছবিতে এতক্ষণ সুন্দরবন আর পার্বত্যাঞ্চল পাড়ি দিলাম৷ ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ৷
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১১
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই। বন্ধের দিনটায় নিজেকে খুব এলোমেলো লাগছিল, তাই এলোমেলো ছবি দেয়া আরকি! শুভ কামনা জানবেন।
১২| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪১
ধমনী বলেছেন: মেঘের ছবিগুলো বেশ সুন্দর হয়েছে।
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১১
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ধমনী।
১৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:১৬
প্রবাসী পাঠক বলেছেন: ওয়াও!! দারুন সব ছবিগুলো।
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১২
অগ্নি সারথি বলেছেন: প্রবাসী পাঠক এবং প্রবাসী ভাবুক দুজনকেই আজ একসাথে পেলাম। ভাললাগা।
১৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২৭
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার ছবি ব্লগ।ছবি দারুণভাবে অভিজ্ঞতা প্রকাশ করে। ভালো লাগল খুব
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৩
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ জাহেদ। ভাল থাকবেন।
১৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কিছু জানিনে বলে বলে
জানিয়ে দিলে সবি,
যা চেয়েছ বলতে তুমি
বলছে তোমার ছবি।
ছবির গড়ন দেখে বুঝি
এইটে তোমার হবি;
ক্যাপশনও বেশ মানিয়েছে
লাগলো ভালো খুবি।
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৬
অগ্নি সারথি বলেছেন: কবিতা চমৎকার হয়েছে কবি। চেষ্ঠা করলাম কবিতা দিয়ে উত্তর দেয়ার কিন্তু নাহ! ও খুবই দুস্কর্মের কাজ। আমার দ্বারা হবে না। শুভ কামনা জানবেন।
১৬| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৮
জুন বলেছেন: বামে লোকালয় ডানে,,,, মনে হলো মুন্সীগঞ্জ এর মালঞ্চ নদীতে
নাম না জানা সেকেন্ড ফুল এক প্রজাতির ক্যাক্টাস
এটাও জানিনা আসলে কিছুই জানিনা যতদুর একটু খানি দেখে মনে হলো ক্রিসমাস ট্রি।
সুন্দর বনের বীরদর্পে মনে হয় কেওড়া
ভুলভাল পান্ডিত্যের জন্য সেই মোছওয়ালা মাছের মত এডভান্স ক্ষমা প্রার্থি
ছবিগুলো ভালোলাগ্লো অগ্নিসারথি।
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৮
অগ্নি সারথি বলেছেন: বামে লোকালয় ডানে,,,, এটা কয়রা তে।
ক্ষমা প্রার্থী হতে যাবেন কেন। আপনি তো তবু অনেক ফুল, মাছ চেনেন আমি তো সিকি ভাগ ও চিনি না। ধন্যবাদ কষ্ট করে অনেক কিছু মনে করবার জন্য। ভাল থাকবেন।
১৭| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯
প্রামানিক বলেছেন: অসম্ভব ভাল লাগল ছবি। অনেক অনেক ধন্যবাদ
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৯
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
১৮| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩০
মানবী বলেছেন: আপনার চলার পথ খুব সুন্দর মনে হলো।
এমন ঝুলন্ত ব্রীজ রাঙ্গামাটিতে দেখেছিলাম, কাপ্তাইয়ের ঝুলন্ত ব্রীজের কথা জানা ছিলোনা!
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ অগ্নি সারথি।
(ছোট্ট বাবুটাকে নিয়েই এমন বেড়ানো না তার জন্মের আগে বা তাকে ছাড়া বুঝতে পারছিনা!!)
০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ মানবী। রাঙ্গামাটিতে যে ঝুলন্ত ব্রীজ দেখেছেন সেটাই কাপ্তাই ঝুলন্ত ব্রীজ। বাবুর জন্মের অনেক আগে গিয়েছিলাম এখানে। আসলে কি জানেন মানবী, আমার কাজের স্বার্থেই আমি পুরো বাংলাদেশ ঘুরে বেড়িয়েছি এবং এখনো ঘুরছি প্রত্যন্ত অঞ্চল গুলোতে।
শুভ কামনা।
১৯| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
সুমন কর বলেছেন: চমৎকার সব ছবি...........
০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ সুমন দা।
২০| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
কলমের কালি শেষ বলেছেন: গ্রাম বাংলার খুব সুন্দর ছবি ব্লগ । অসাম লাগলো ।
শুভ কামনা রইলো ।
০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
অগ্নি সারথি বলেছেন: গ্রাম বাংলা! নাহ ঠিক গ্রাম বাংলা নয় আবার পাহাড়ী গ্রাম এবং সুন্দরবন সংলগ্ন গ্রাম অবশ্য। যাই হোক ধন্যবাদ ভাই।
২১| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১
কলমের কালি শেষ বলেছেন: ওকে ওকে পাহাড়ী গ্রাম বাংলা !
০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
অগ্নি সারথি বলেছেন: হা হা হা। দুঃখিত ভাই, নারাজ হবেন না কিন্তু। আপনি ঠিকই ছিলেন এবং আছেন। আমি শুধু একটু মশকরা করেছি। ক্ষমা করবেন।
২২| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । আপনার ক্ষমা প্রার্থনায় মজা পেলাম !!!
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৩
অগ্নি সারথি বলেছেন:
২৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন ছবি ব্লগ। রাঙ্গামাটিতে বর্ষায় যেতে পারাটা এক অদ্ভুত অভিজ্ঞতা।
০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩০
অগ্নি সারথি বলেছেন: এখনো খুব মিস করি রাঙ্গামাটি তে থাকা সেই কয়েকটা দিন। আমি রাঙ্গামাটির বেশ প্রত্যন্ত অঞ্চল গুলোতে গিয়েছিলাম যেখানে বিগত ১০০ বছরে বাঙ্গালীর পদার্পন হয়েছে খুব সীমিত কিন্তু আফসোস ক্যামেরাটা নিয়ে যেতে পারি নাই। ভাবছি আরেকবার যাব সেখানে, সময় করে উঠতে পারছি না।
২৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! জেনে খুব ভালো লাগল। আমিও হালকা পাতলা গিয়েছিলাম রাঙ্গামাটি আর কাপ্তাই লেকের প্রত্যন্ত কিছু অঞ্চলে। ছোট ছোট কিছু দ্বীপে অসাধারন কিছু ভাতের হোটেল আছে। আহ! সেখানকার মাছ দিয়ে ভাত!! কি অনন্য অসাধারন!!
০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫০
অগ্নি সারথি বলেছেন: স্মৃতি শেয়ারের জন্য অনেক ধন্যবাদ। এখন পুরান কথা মনে করায় দিলেন ভাই। প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রামের হোটেলে গিয়েছি ভাত খেতে, তরকারী কি আছে জিজ্ঞেস করতেই হোটেল মালিক বলল গুই (গুই সাপ) আর কাঁকড়া। ক্ষুধায় তো জান অস্থির আমার। কিচ্ছু করার নেই, গুই এর থেকে কাঁকড়া টাকে আমার বেশ উপাদেয় মনে হয়েছিল। ক্ষুধা আর অরুচির সে বিশাল কম্বিনেশন।
২৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪১
গেম চেঞ্জার বলেছেন: কপাল রে ভাই, আপনাদের কপাল। ৮ বছর আগে একবার সিলেটের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিলাম। ও'মাই গডঃ আর চান্স পাই নাই।
(আপনার ছবিগুলো জাস্ট অসাধারণ হয়েছে। প্লাস)
০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
অগ্নি সারথি বলেছেন: চইল্যা আসেন ভাই। ইচ্ছা করলেই হয়ে যাবে। এবার রাস মেলায় (সুন্দরবন) যাবার একটা পরিকল্পনা আটছি। সঙ্গী হতে পারেন। দুবলার চরে পূন্যার্থীদের সাথে একরাত।
ধন্যবাদ ভাই।
২৬| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫১
কমরেড ওমর ফারুক বলেছেন: মনে পড়ে গেল সেইদিন ওখানে গুরে আসার কথা
০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
অগ্নি সারথি বলেছেন: অসাধারন জায়গা। প্রকৃতি যেন চরম মমতায় সাজিয়ে তুলেছে নিজেকে।
২৭| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪
গেম চেঞ্জার বলেছেন: আপনাদের রাস মেলা কবে?
০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০১
অগ্নি সারথি বলেছেন: এ মাসেই হয়তোবা। সাধারনত নভেম্বরের ১৫ থেকে ২০ তারিখে ফুল মুনে হয়। এ নিয়ে ব্লগারদের উদ্দেশ্য করে একটা পোস্ট দিব। খুব কম খরচে কিভাবে রাস মেলা থেকে ঘুরে আসা যায়। মোদ্দা কথা এবার, ব্লগারদের নিয়ে একটা যাত্রা করা যায় কিনা একচুয়াল খরচে সেটা ভাবছি।
রাস মেলা কিন্তু আমার না। এটা খুলনার মানুষদের। আমার বাড়ি কিন্তু দিনাজপুরে আর পেটের দায়ে থাকি খুলনা। পারিবারিক ভাবে আমি মুসলিম আর সামগ্রিক ভাবে মানুষ।
আপনি রাজী থাকলে জানাবেন। সামু ব্লগ ব্যানারে একটা প্রোগ্রাম করা যায় কিনা ভেবে দেখবেন।
০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
অগ্নি সারথি বলেছেন: দুঃখিত ভাই। রাসমেলা শুরু হয়ে গিয়েছে গত ৬ তারিখ থেকে। আজই নাকি শেষ দিন। বুঝতেই পারলাম না। ভূল তথ্য দেয়ার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। অন্য কোথাও গেলে অবশ্যই জানাব।
২৮| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৭
গেম চেঞ্জার বলেছেন:
অগ্নি ভাই, হাসাইলেন। আমি তো জানি আপনি পারিবারিকভাবে মুসলিম। আপনার বাচ্চার খবর দিয়ে কথা প্রসঙ্গে বলেছিলেন। আমিও পারিবারিকভাবে মুসলিম আর আমি আপনার ছেলের নাম সাজেস্টও করেছিলাম, খেয়াল আছে?
আমি মন্তব্যটা করার আগে ভেবেছিলাম- যে রাসমেলার এলাকা হয়তো আপনাদেরই এলাকা হতে পারে তাই আমি ভাবছিলাম যে আপনাদের শব্দটায় সমস্যা হবে না। বাট.......।
আমি ডিসেম্বরের মাঝামাঝি ফ্রি হবো। তার আগে সময় বের করা মুশকিল হবে। জানুয়ারির ১ম বা ডিসেম্বরের শেষে একটা লং ট্যুরের ইচ্ছে আছে ভাই। রাসমেলায় না হোক প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অবশ্যই বের হওয়া উচিত। ঐ সময়ে ফ্রি হতে পারবেন?
০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৩
অগ্নি সারথি বলেছেন: লইজ্জ্বা পাইসি ভাই। ক্ষমা করবেন।
আপনি ফ্রি হবার সাত দিন আগে অবশ্যই জানাবেন। ভেন্যু আপনি ঠিক করবেন, তবে দূর্গম জায়গা হওয়া বাঞ্ছনীয় (যদিও আপনার সাথে জাহান্নামে পর্যন্ত যাওয়া যেতে পারে)। সাথে আর একজন অথবা দুই জন ব্লগার কে সঙ্গী করা যেতে পারে। আমি তিন/ চারদিনের জন্য ফ্রি হতে পারব সমস্যা নেই।
ধন্যবাদ ভাই।
২৯| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৮
গেম চেঞ্জার বলেছেন:
আচ্ছা, ঠিক আছে। খুলনার দিকেই এবার যাব, বিশেষত সুন্দরবনের দিকে। যদিও আপনার পরিচিত হবার কথা (এখন পর্যন্ত যা লিখেছেন তা অনুসারে)
আর ব্লগে একটা পোস্ট দিয়ে দেখবো কারা কারা যেতে চায়, তাদের সবাইকে নিয়ে প্লান করে একদম নিশ্চিন্ত হয়ে যাব।
(অনেক অনেক ভাল লাগলো আপনার উৎসাহে)
০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
অগ্নি সারথি বলেছেন: খুলনা হলে আমার জন্য বেশ ভাল হয়। আমার বাসা পুরা ফাকাই আছে। গাদাগাদি করে ৭/৮ জন অনায়াসে থাকা যাবে সূতারাং হোটেল খরচ টা বেচে যাবে। খাবার দাবারের কথা বলতে পারব না। বউটা থাকলে হয়তোবা রান্না করে খাওয়াতে পারত।
আসার আগে একটা লিস্ট করে রাখবেন, কি দেখব আর কি করব।
আমার তো এখনই চরম লাগা শুরু হয়েছে। আপনি উদ্দ্যেগ নেন।
৩০| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ ঠিক আছে।
০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
অগ্নি সারথি বলেছেন: সুমন কর সব সময় দৌড়ের উপ্রে থাকে। তারে সাথে নিলে তার দৌড়ানিডা বন্ধ করন যায়। চেষ্টা করবেন অবশ্যই।
৩১| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১২
রমিত বলেছেন: অপূর্ব সুন্দর ফটো ব্লগ!!!!
বাংলাদেশ সত্যিই রূপসী।
ধন্যবাদ সারথী ভাই।
০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
অগ্নি সারথি বলেছেন: এত্ত গুলান ফটো কষ্ট করে দেখার জন্য আপনাকেও ধন্যবাদ রমিত ভাই।
৩২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬
ঘুমখোর বলেছেন: অনেক সুন্দর।
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ঘুমখোর। সারথির ব্লগে স্বাগতম।
৩৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০১
কল্লোল পথিক বলেছেন: ছবি গুলো দেখতে দেখতে মনে হচ্ছিলো আমি নিজেই যেন ঘুরে বেড়াচ্ছি
ধন্যবাদ ভাই।
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
অগ্নি সারথি বলেছেন:
৩৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯
মনিরা সুলতানা বলেছেন: মারাত্মক সুন্দর কিছু ছবি আছে
ভেঙ্গে পরার অপেক্ষায় সবাইকে পিছে ফেলে দিয়েছে ।
শুভ কামনা
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২
অগ্নি সারথি বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩
আলভী রহমান শোভন বলেছেন: ভালো লাগলো ছবিগুলো। একটা কথা, আপনি যেটাকে খ্যাতা শাক বললেন ওটার আরেকটা নাম চরগাদা শাক। আর এই শাক সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষ আইলার পর নয়, তার অনেক আগে থেকেই খায়। শাকটা মজার আছে। আমি খুলনার মানুষ বলে জানি এটা। ধন্যবাদ।