![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!
জাল পেতে দিয়ে, জেলে। বুনে চলেছেন হাজারো স্বপ্নের জাল
উৎসুক সাওতাল শিশুরা
অবুঝেরা কেউ দেখে গাড়ি, আর কেউ গাড়িতে চড়া দেবতাদের
সমুদ্রের অকুতোভয় জেলে, সমুদ্র হতে ড্রাম ভর্তি চিংড়ি নিয়ে চলেছেন জনপদের দিকে
চিংড়ি বাছাই চলছে
বন্যায় আশ্রয় কেন্দ্রে আশ্রিত নারীরা, মুখিয়ে আছেন সামান্য ত্রানের আশায়
সামনে মাছ ধরবার মৌসুম। স্বাধের নৌকোটা ঠিক না থাকলে যে না খেয়ে থাকতে হবে
সাথীরা সব স্কুলে গিয়েছে, খেলার কেউ নেই। তার স্কুল যাওয়া হয় না কখনো
বাড়ির পালা বিলাইটা
স্বাধের একুরিয়ামটা
ভেড়া আর তার ছানাটা
শাহজাহান ভাই, রোমেনা ভাবি আর তাদের গোলপাতার এসি ঘর
এসি রুমের ভেতরটা
জোয়ার হীনতায়ও চলুক মুক্তির স্নান
মানুষ আর পশুর সহাবস্থান যেখানে
স্যানিটেশনের চেয়ে লজ্জ্বা নিবারন জরুরী যেখানে
চলছে বিড়ি তৈরির কাজ
উন্নয়নকর্মী দেখলে তারা এসে হাজির হন সকলে, সামান্য কিছু সহায়তার আশায়
শৈশব আমার দূরন্ত শৈশব
কাজের ফাকে চলছে গত রাতের মিস হয়ে যাওয়া কিরন মালা নাটক দেখা
মার্বেল খেলায় মনযোগী শিশু
মরে যাওয়া মাছের পোনা যেখানে আমিষের ঘাটতি পূরন করে চলেছে
বস্তির কাচা বাজার
পিয়াজু আর পাপড়ের দোকান
কেচি শান
দুটো পয়সার আশায় কেউবা শহুরে ছাগল পালন করার চেষ্টা করে চলেছেন
মডের্ন সরিষার তেলের ঘানি
বস্তির রাজপথ
বিঃ দ্রঃ ছবিগুলো তোলা হয়েছে খুলনা, সাতক্ষীরা, কুয়াকাটা, রংপুর, নওগাঁ এবং জয়পুরহাটের বিভিন্ন দরিদ্র মানুষেদের ঘনবসতি এলাকা ঘুরে ঘুরে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২
অগ্নি সারথি বলেছেন: হা হা হা। প্রামানিক দা, এই পোস্টের সকল মাছ আপনেরে দিয়ে দেয়া হইল। শুভকামনা জানবেন।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার ছবি ব্লগ!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এক ঝলক প্রান্তিক জীবন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮
অগ্নি সারথি বলেছেন: আমি আসলে চেষ্টা করি আমার লেখায় প্রান্তিক জীবনের গল্পই তুলে আনতে। কিন্তু কই আর হয়ে ওঠে। আত্মকেন্দ্রিকতায় ডুবে যাই বারেবার। শুভকামনা জানবেন তনিমা।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯
সুমন কর বলেছেন: কথা আর ছবি মিলিয়ে দারুণ পোস্ট। +।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০২
অগ্নি সারথি বলেছেন: সুমন দা, আমি একটা বিষয় খেয়াল করেছি ব্লগে একমাত্র আপনি ই সুন্দর কে সুন্দর আর অসুন্দর কে স্পষ্ট ভাষায় অসুন্দর বলার স্পর্ধা রাখেন। খুব ভাললাগে আমার। আপনার এই স্পর্ধাকে স্যালুট জানাই।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
দেখছেন কিরণমালা কেমন করে আমাদের দেশে সর্বস্তরে পৌঁছে গেছে।
শাহজাহান ভাই ও রোমেনা ভাবীর এসি রুমেই খুব সম্ভবত প্রকৃত সুখের বসবাস।
মার্বেল খেলা দেখে ছোট বেলার কথা মনে পইড়া গেল।
বিলাইটার পর্যন্ত কি আকুতি দেখছেন ?
মন ছুঁয়ে যাওয়া একটি ছবি ব্লগ। ++++++++++++++++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯
অগ্নি সারথি বলেছেন: কান্ডারী ভাই কিরন মালা নিয়া কথা বলতে গেলে আমাকে একটা মেগা পোস্ট দিতে হবে এই বিচ্ছিরি বস্তুডা নিয়ে।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬
কল্লোল পথিক বলেছেন: বাহ! অসাধারন ছবি ব্লগ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক। আপনার গত দিনের কবিতাটা (দাড়ি, কমা, সেমিকোলন) এখনো মনের মধ্যে ঘুরছে কিন্তু। অসাধারন লিখেছিলেন ভাই। এরকম আরো চাই।
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমার দেখা অন্যতম সেরা ছবি ব্লগ।
জীবনের কথা বলে। খেটে খাওয়া মানুষই তো জীবনের প্রতিশব্দ। +
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬
অগ্নি সারথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
জাহিদুল হক অমি বলেছেন: অসাধারণ। ছবির মাধ্যমে এই অসহায় মানুষগুলোর সম্পূর্ণ জীবনচক্র উঠে এসেছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই। আমি আসলে আমার লেখায়, কথায় কিংবা চিত্রে প্রান্তিকতাকে ফুটিয়ে শুধু তোলবার চেষ্টা করি। আর বিশেষ কিছুই করতে পারি না। শুভকামনা জানবেন।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮
জাহিদুল হক অমি বলেছেন: ভাই আপনি কি ফটোগ্রাফার ?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯
অগ্নি সারথি বলেছেন: না ভাই আমি ফটোগ্রাফার নই। তবে আমি পথিক। এই পথ সেই পথ ঘুরে বেড়াই আর সাথে থাকে একটা উইন্ডোজ ফোন। যা দেখি তাই ক্লিক। অপেশাদার ক্লিক আর কি! ভাল থাকবেন।
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সেইজন্যই বেশ কয়েকটা ছবি, পথঘাট খুব পরিচিত পরিচিত লাগছে। বিশেষ করে চার নং ছবিটা মনে হচ্ছে আমাদের এলাকার আশেপাশে থেকেই তোলা।
ধন্যবাদ ছবি ব্লগের জন্য!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১০
অগ্নি সারথি বলেছেন:
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯
শাহাদাত হোসেন বলেছেন: অসাধারণ ছবি যেগুলো প্রকাশ সমাজের কথিত নিম্ন শ্রেণীর জীবন ব্যবস্থা।
পোস্টে প্লাস ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১
অগ্নি সারথি বলেছেন: গুরুত্বপুর্ন মন্তব্যে অনেক ভাললাগা জানবেন।
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১
সায়েল বলেছেন: একটা সমাজের অনেক কিছুই উঠে আসছে তবে কিরণমালার ব্যপ্তিটা কি কোন অশনি সংকেত?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫
অগ্নি সারথি বলেছেন: আমার তো মনে হয় ভাই চরম অশনি সংকেত। গত রাতে বাসায় ফিরতে দেরী দেখে রাস্তায় এক দোকানে দাড়িয়ে খেলা দেখতে শুরু করলাম। গ্রাম্য দোকান। একটু পর দোকানদার খেলা বন্ধ করে কিরন মালা দেখা শুরু করলেন। শত অনুনয় এবং কোন বুঝ ই তার কানে গেল না। হতাশ হয়ে বাড়ি ফিরে দেখি তাসকিন ছক্কা মেরেছে।
কি বলব ভাই!
১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার পোফাইলের বক্তব্যর বিপরীত আপনি। এই আপনির মননশীলতায় তার প্রমান। আপনার ভিশন আমাদের চিন্তার জগতের বাহিরে। এই ব্লগটি হাজারো কবিতার সমান , গল্প আর কি বলব ! অনেক ভাল লাগা রেখে গেলাম আপনার দীর্ঘায়ু কামনা করি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮
অগ্নি সারথি বলেছেন: অনেক কিছুই দেখছি অবজার্ভ করে ফেলেছেন সুজন ভাই। চমতকার আপনার অবজার্ভেশন ক্ষমতা। কুশলে থাকুন। শুভকামনা রইল।
১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: অসাধারণ ছবিব্লগ । ছবিগুলোয় জীবনবোধের দারুণ চিত্র ফুটে উঠেছে ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।
১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
জেন রসি বলেছেন: চমৎকার সব আলোকচিত্র। 'পোকামকড়ে'দের যাপিত জীবন শিরোনামটা অর্থবহ। মানুষ কতভাবেই না বেঁচে থাকার সংগ্রাম করে চলে!
শুভকামনা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ জেন রসি।
১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। ছোটোবেলায় আমারও এরকম এ্যাকুরিয়াম ছিলো
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১
অগ্নি সারথি বলেছেন:
১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩
আরাফআহনাফ বলেছেন: জীবন থেকে নেয়া আর তাই প্রতিটা ছবি কেমন যেন পরিচিত আর আপন।
আপনার ছবি তোলার হাত দারুন লাগলো।
বিড়াল আর স্যানিটেশনের ছবি অসাধারন।
পোষ্টে ++++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩
অগ্নি সারথি বলেছেন: হাত ভাল কিনা জানিনা তবে ভাই আমি যাই দেখি তাই তুলি। ক্লিক। ধন্যবাদ। ভাললাগা।
১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
উল্টা দূরবীন বলেছেন: অনেক সুন্দরর ছবিব্লগ। ঠিক যেন জীবনের কথা বলে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫
অগ্নি সারথি বলেছেন: অসহায় আর প্রান্তজনের গল্প। ধন্যবাদ ভাই।
১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০
তার আর পর নেই… বলেছেন: খেটে খাওয়া জীবন +++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
অগ্নি সারথি বলেছেন: হুম।
২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩
হামিদ আহসান বলেছেন: দারুন ছবি ব্লগ .......
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই।
২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
মন খারাপ করা পোস্ট।
এরকম কিছু ছবি অমারও থাকতে পারত ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
অগ্নি সারথি বলেছেন: মন খারাপ করে দেবার জন্য অনেক দুঃখিত ভাই। ঃ)
২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন: মন ছুঁয়ে যাওয়া একটি ছবি ব্লগ উপহার দিলেন!
অনেকগুলো ছবি দুঃখ জাগানিয়া!!
তবে স্বাধের একুরিয়ামটা দেখে ছেলেবেলা মনে পড়ে গেল!!
হরলিক্সের বড় বয়ামে, লাল টুকটুকে খইলশা মাছের একুরিয়াম ছিল আমারও!!!!!!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ। আমার একটা ছবি যদি ক্ষনিকের জন্যেও নস্টালজিক করে তুলতে পারে তবে আমি স্বার্থক। শুভকামনা জানবেন।
২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যতিক্রমী ছবি ব্লগ! ভাল্লাগসে!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।
২৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
আবু শাকিল বলেছেন: স্যানিটেশনের চেয়ে লজ্জ্বা নিবারন জরুরী যেখানে!!!
আপনি ভূলে গেছেন অগ্নি সারথি -
বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ!!!!!
মাথাটা টেনে একবার যদি দেখানো যেত!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪২
অগ্নি সারথি বলেছেন: খিক। কিচ্ছু কমুনা কইলাম।
২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
নীলসাধু বলেছেন: এক নিমিষেই যেন ঘুরে এলাম কত জায়গা হতে। ঘুরিয়ে আনার জন্য ধন্যবাদ জানবেন।
দেখা হল অনেক কিছু।
ভাল থাকবেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪
অগ্নি সারথি বলেছেন: আপনিও ভাল থাকবেন ভাই। অনেক ধন্যবাদ।
২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২
গেম চেঞ্জার বলেছেন: কইতে হইলে ম্যালা কিছু কইতে হয়। থাক, আর কিছু কইলামনা। ফোটো বুলুগ ভালাইচে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬
অগ্নি সারথি বলেছেন: উকে। কিচ্চু কইয়েন না। সব বুইজ্জালাইচি। এক আটি ধইন্যাপাতা লইয়া জানগা।
২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লাগল আপনার ছবি ব্লগটি...
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭
অগ্নি সারথি বলেছেন: অনেক ধন্যবাদ।
২৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২
জুন বলেছেন: বিড়াল্টা দারুন। অনেক ভালোলাগলো খেটে খাওয়া মানুষদের নিয়ে ছবি ব্লগ
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫
অগ্নি সারথি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ জুন।
২৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৩
আহমেদ জী এস বলেছেন: অগ্নি সারথি ,
অদ্ভুত শিরোনামের সাথে গা লাগিয়ে ততোধিক কিম্ভুত জীবনের ছবি ।
এর চে' দুঃখ জাগানীয়া আর কিছু হয় না ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০১
অগ্নি সারথি বলেছেন: আসলেই দুঃখ জাগানিয়া ভাই। এসব মানুষের দিকে তাকালে খুব খারাপ লাগে ভাই। অনেক কিছু করতে ইচ্ছে করে। কিন্তু আমরা নিরুপায়!
আমি স্বপ্ন দেখি, একদিন এই সব খেটে খাওয়া প্রান্তিক জনতার জয় হবে। জয় হবে মানবতার।
৩০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৪
ফেরদৌসা রুহী বলেছেন: ঘরে বসেই কত্ত জায়গা ঘুরা হয়ে গেল।
নিম্নবিত্তের জীবন দেখে মনে কষ্ট জেগে উঠে। সরকারের পক্ষ থেকে তাদের জন্য কত কিছুই করার আছে কিন্তু করেনা।
ছোটবেলায় আমারও এমন একোরিয়াম ছিল, আমি ছোট কচ্ছপ রাখতাম।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪
অগ্নি সারথি বলেছেন: সরকারের পক্ষ থেকে তাদের জন্য অনেক কিছু করার থাকলেও তারা করলে নিজেদের পকেট পুরবে কে। সব বেঈমান।
আপনার কচ্ছপের একুরিয়ামের কথা শুনে ভাল লাগল। ঃ)
ভাল থাকবেন। জয় হোক মেহনতি জনতার।
৩১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৬
প্রবাসী পাঠক বলেছেন: ছবি আর কথামালা দুটি একসঙ্গে দারুণ আবহ তৈরি করেছে পোস্টটিতে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় পরবাসী। ভাল থাকুন।
৩২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২১
ওয়ানটেড ভাইরাস বলেছেন: আমি আগে দেখলাম না কেরে????
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭
অগ্নি সারথি বলেছেন:
৩৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৪
সোহানী বলেছেন: অনেক পরিচিত দৃশ্য কিন্তু ছবিতে অপরিচিত .......++++++++++++++++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮
অগ্নি সারথি বলেছেন: চিত্র বিষয়টা হয়তোবা এমনই। ধন্যবাদ।
৩৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবন ঘনিষ্ট বাস্ত জীবনের ছবি!
যাকে এড়িয়ে স্বপ্নের ফানুষে উন্নয়নেন ছায়াছবি চলছে প্রেক্ষাগৃহে!
এদের প্রকৃত উন্নতি হলে কোন চলচ্চিত্র লাগবে না- ঢোল পেটাতে।
দারুন ছবি ব্লগে অনেক +++++++++++++++++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩
অগ্নি সারথি বলেছেন: যাকে এড়িয়ে স্বপ্নের ফানুষে উন্নয়নেন ছায়াছবি চলছে প্রেক্ষাগৃহে! এক মধ্য আয়ের দেশ ঘোষনার সাথে সাথে কত্ত হাজার এনজিও কর্মী বেকার হয়েছে শাসকেরা কি তার খবর রেখেছেন। সরকারী কর্মচারীদের তারা বেতন দ্বিগুন করলেন আর একই সাথে কয়েক লক্ষ উন্নয়নকর্মীর পেটে মারলেন লাত।
ভাবতে ভালই লাগছে, তবু উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ!
৩৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর ছবি ব্লগ।ছবিগুলো পরিচিত ছোটবেলায় চরাঞ্চলে যাওয়া হতো তখন খুব কাছ থেকে এসব দৃশ্য দেখতাম।ছবি কথা বলে...
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪
অগ্নি সারথি বলেছেন: বাস্তবিক ভাই ছবি হল জীবনের প্রতিচ্ছবি। ভাল থাকবেন। শুভকামনা।
৩৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০২
সাদা মনের মানুষ বলেছেন: হারিয়ে গিয়েছিলাম, পোকা মাকড়ের ভুবনে........ক্ষেত্র বিশেষে ওরা পোকামাকড়ের চেয়ে বেশী কিছু নয়, তাই নামের স্বার্থকতা ব্যাপক।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭
অগ্নি সারথি বলেছেন: তারা গরীবের ও গরীব। বাস্তবিক তারা এই উন্নত রাষ্ট্রের পোকা মাকর। তারা বেমানান। ধন্যবাদ ভাই।
৩৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: ছবিগুলোর মাঝে নিজস্ব আপন একটা ব্যাপার আছে। সুন্দর।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।
৩৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯
সাদা মনের মানুষ বলেছেন:
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২
অগ্নি সারথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
৩৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০
জ্যোস্নার ফুল বলেছেন: জীবন থেকে তোলা
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬
অগ্নি সারথি বলেছেন: হুম।
৪০| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫৬
পাকাচুল বলেছেন: সুন্দর, অসাধারণ এক বাংলাদেশ দেখলাম।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৫
অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।
৪১| ১৬ ই মে, ২০১৬ রাত ১২:০৮
ফরিদ আহমাদ বলেছেন: ঘোমটার ভিতরের রুপটা কি এমনই হয়?
১৮ ই মে, ২০১৬ সকাল ৯:৩২
অগ্নি সারথি বলেছেন: হয়তোবা এমনই হয়!
৪২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৯
হাসান ইমরান বলেছেন: শেষ হয়েও হলোনা শেষ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১০
অগ্নি সারথি বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮
প্রামানিক বলেছেন: ১ম হইছি কিছু মাছ দেন।