নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

জাত গেল জাত গেল বলে..... একি আজিব কারখানা!

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

রামদাস মুচির ভক্তিতে,
গঙ্গা এল চামকেটোতে
সে রূপ সাধলো কত মহতে
লালন কূলে কূলে বায়।
অনুরাগ নইলে কি সাধন হয়...
সে তো শুধু মুখের কথা নয়।

লালন পদাবলীতে বেশ কয়েক জায়গায় এই রামদাস মুচী নামটি এসেছে। আমি জানিনা লালন কি অর্থে এই নামটির ব্যবহার করেছিলেন, এটা কি তার শুধুই জাত-পাতের একটা বিরুদ্ধাচরন ছিল নাকি অন্য কিছু, জানিনা। তবে এটুকু বুঝি যে রামদাস মুচি তার কাছে খুব গুরুত্বের একটা জায়গায় ছিলেন।



কম স্পষ্ট চিত্রে জনৈকা নারী হোটেলের বাইরে দাঁড়িয়ে একটি গ্লাস পেতে দাঁড়িয়ে রয়েছেন আর হোটেলের ওয়েটার সে পেতে দেয়া গ্লাসে একটু তফাতে থেকে চা ঢেলে দিচ্ছেন।

দেশের সিটি কর্পোরেশন এলাকাগুলোর হোটেলগুলোর প্রত্যহ সকালের নিয়মিত চিত্র এটি। চিত্রে গ্লাস পেতে দেয়া নারীটি, তিনি ভিক্ষুক নন। টাকা দিয়েই কিনতে এসেছেন চা। পরিচয়ে এরা ‘ডোম’, ‘সুইপার’, ‘হাঁড়ি’, ‘মেথর’ প্রভৃতি। প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে আমরা নগরবাসীরা যে নিয়ত স্বাভাবিক রাস্তাটি, অফিস পাড়াগুলো অথবা হাসপাতাল গুলো পরিস্কার তকতকে ঝকঝকে হিসেবে পাই তার নেপথ্যে সকলের অগোচরে রয়েছেব এই ‘ডোম’, ‘সুইপার’, ‘হাঁড়ি’, ‘মেথর’ নামক প্রানীগুলো। ‘ভদ্দরনোকেদের’ সীমানায় প্রবেশসীমা যাদের চিত্রের হোটেলের বাহির পর্যন্তই। এর বেশী অতিক্রম যেন ঘোর অন্যায়, অপরাধ। হোটেলের মালিকেরা এই সব মানুষেদের এভাবে কাগজে মুড়িয়ে পরোটা আর তাদের সাথে করে নিয়ে আসা গ্লাসে করে চা আর পানি ঢেলে দেন। তারা চা-নাস্তা আর পানি নিয়ে ফুটপাতের কোন এক সুবিধা জনক জায়গায় বসে তৃপ্তির আহার করেন। ভদ্র সমাজের প্রতি যেন কোন ক্ষোভ নেই। এটাই যেন তাদের নিয়তি। তারা ‘ডোম’, ‘সুইপার’, ‘হাঁড়ি’, ‘মেথর’ তারা ‘দলিত’।

‘দলিত’ শব্দটার আভিধানিক অর্থ মর্দিত, পদদলিত, পিষ্ট, দমিত, শাসিত, নিপীড়িত। বাংলাদেশের ‘দলিত’ সম্প্রদায় গুলোর অবস্থাও এমন। তারা মর্দিত, পদদলিত, পিষ্ট, দমিত, শাসিত, নিপীড়িত। দেশের দলিতরা ১৪টি দলিত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত- বর্মন, ধোপা, মালো, বাগদি, নমশূদ্র, কায়পুত্র, রবিদাস, জলদাস, করনিদাস, মায়মল, বাহেরারা, রাজকরলী এবং ঋষি। সংখ্যায় এরা প্রায় ৬৫ লাখ।

এই ৬৫ লাখ দলিতদের দলনের ইতিহাস বহু প্রাচীন, শোষণ-নির্যাতন যেন তাদের ভাগ্যের লিখন। বংশ পরম্পরায় এই দলিতরা মূল স্রোতধারা থেকে বিচ্ছিন্ন। সাধারনত দূর্গন্ধ, খারাপ, নিচু, বিশ্রী, অপবিত্র কাজই দলিতদের জন্য নির্ধারিত। যার মধ্যে সুইপার, ঝাড়ুদার, পরিস্কার পরিচ্ছন্নতার কাজ, চামড়ার কাজ, শব দাহ করার কাজগুলো অন্যতম। দারিদ্র্য,স্বাস্থ্য,শিক্ষা এবং বাসস্থানের সমস্যা, কর্মক্ষেত্রে অসম সুযোগ,নারীদের প্রতি বৈষম্য,দাসশ্রম এবং শিশুশ্রম দলিতদের জন্য নৈমত্যিক ব্যপার। নিজস্ব এলাকার বাইরে বসবাসের জন্য কোনো ঘর ভাড়া করতে বা গৃহ নির্মাণ করতে অথবা জমি পর্যন্ত ক্রয় করতে দেওয়া হয় না এসব দলিতদের। হোটেলগুলোতে প্রবেশের ক্ষেত্রেও তাদেরকে অনেক রকম বিধি-নিষেধের মধ্য দিয়ে যেতে হয়। যেমন- হোটেল গুলোতে প্রবেশ করতে না দেয়া, হোটেলের থালা-বাসন, গ্লাসে খেতে না দেয়া ইত্যাদি। অপহরণ, ধর্ষণ, অত্যাচার, বসতবাড়ি উচ্ছেদ ও ধ্বংস,জোরপূর্বক অবৈধভাবে জমির অধিকার হরণ,জমি হতে উচ্ছেদ,ভয়-ভীতি প্রদর্শন এগুলো দলিতদের জীবনে নিত্ত নৈমত্তিক ঘটনা।
অসাম্প্রদায়িক জাতি হিসেবে আমরা সারা বিশ্ব দরবারে অবিরাম চিৎকার করে চলেছি। কথায় কথায় পার্শ্ববর্তী দেশগুলোর কাস্ট সিস্টেমের বিপরীতে নিজেদের উদারতাকে তুলে ধরছি খুব সতর্কতার সাথে বৃহৎ এই দলিত সম্প্রদায়কে সাইলেন্ট রেখেই। শুধুই কি হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান সম্প্রদায়কে অগ্রাধিকার দেবার প্রচেষ্টাই অসাম্প্রদায়িকতা?

জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না....

এখন পর্যন্ত দলিতদের অস্পৃশ্য, নিচু এবং হীন একটা জাতি হিসেবে চিহ্নিতকরন আজব প্রক্রিয়ার স্বাভাবিকিকরন চলছে দেদারসে! বাস্তবিক, সত্য কাজে আমরা কেউ রাজি নই। দলিতদের দলনের ইতিহাসে আমরা সবাই সমান অপরাধী।

মন্তব্য ৮৬ টি রেটিং +২২/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

কল্লোল পথিক বলেছেন: খুব সুন্দর একটা বিষয় তুলে ধরেছন।
ধন্যবাদ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ।

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

সুমন কর বলেছেন: সংখ্যায় এরা প্রায় ৬৫ লাখ। -- কম নয় কিন্তু। শ্রেণিবৈষম্যই এসবের মূল কারণ।
দেশের প্রতিটি নাগরিক তাঁর প্রাপ‌্য সম্মানটুকু পাক।
+।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

অগ্নি সারথি বলেছেন: সহমত এবং ধন্যবাদ সুমন দা।

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

গেম চেঞ্জার বলেছেন: এই টাইপের শ্রেণিবৈষম্যের কারণ কী? সেটা বের করে ব্যবস্থা নিতে হবে। ব্যক্তিগতভাবে আমি এই মানসিকতা পোষণ করি না যে, কেবল অভিজাত উচ্চবংশীয় মানুষরাই মেধা, বৈষয়িক সম্পদ, সম্মান, প্রভাবশীলতার অধিকার রাখেন।
বরং আমি মনে করি, সব মানুষের যোগ্যতা রয়েছে মেধা থেকে শুরু করে যেকোনও পার্থিব অর্জনের ক্ষেত্রে। অতএব আমি এটা বলতেই পারি যে, শ্রেণিভেদ করার মাধ্যমে তাদের প্রতি বে-ইনসাফী করা হচ্ছে অলক্ষ্যে।

এই অবিচার কি কেবল তাদের জন্যই ক্ষতির কারণ? দিনশেষে হিসেব করে দেখবেন, তাদের পিছিয়ে থাকা মানে জাতির একটি অংশেরও পিছিয়ে থাকা। সামগ্রিকভাবে আমরা পিছিয়ে থাকছি তাদের কারণে।

এখন তাদের পিছনে পড়ার বড় কারণ হলো আমাদের মানসিকতা। এ বিষয়ে কি করা যায়, সেটা চিন্তকরা ভেবে দেখবেন। আর তাদেরও ছোটজাত বলে মেনে নেয়াটাও একটা বড় অন্যায়। এই ব্যাপারটাও খোলাসা করে দিতে হবে। তা নাহলে এই জাতিরই একটা অংশ এগুনো অসম্ভব হয়ে দাঁড়াবে।

আপনাকে অনেক ধন্যবাদ একটি গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে লিখেছেন বলে। শুভকামনা রইল।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২

অগ্নি সারথি বলেছেন: পুরোপুরি সহমত আপনার সকল পয়েণ্টের সাথে। ধন্যবাদ গেম ভাই।

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অাসবার কালে কী জাত ছিলে,
এসে তুমি কী জাত নিলে;
কী জাত হবা যাবার কালে
সে কথা ভেবে বলনা!

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩

অগ্নি সারথি বলেছেন: জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না....

৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

রানার ব্লগ বলেছেন: হায়রে জাত !!!

যে জাত কারনে অকারনে চলে যায় উহা না থাকলে কি কিছু সমস্যা আছে ?

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫

অগ্নি সারথি বলেছেন: কোন দরকার নাই এমন জাতের! যে জাত মানুষের মনুষত্যকে পশুত্বে রুপ দেয়।

৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯

মৃদুল শ্রাবন বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লিখেছেন। আমরা সভ্য হচ্ছি, ডিজিটাল হচ্ছি কিন্তু জাতের বিভেদ আমাদের মন থেকে যাচ্ছে না।

পোষ্টে ভাললাগা রইলো।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮

শাহাদাত হোসেন বলেছেন: জাত নিয়ে ভেদাভেদ সৃষ্টি মানব সৃষ্টের পর থেকে ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

অগ্নি সারথি বলেছেন: কি জানি! হয়তোবা সম্পদের মালিকানা, পেশী শক্তি, ভীতি তথা ধর্মের আবির্ভাবের পর থেকেই।

৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

নেক্সাস বলেছেন: দলিতদের দলনের ইতিহাসে আমরা সবাই সমান অপরাধী।

আমাদের বাড়িতে আমাদের কাজের মেয়টা কিন্তু কোনদিন সোফায় বসার অধিকার রাখেনা। আমাদের সাথে খেতে বসার অধিকার রাখেনা। এই আমরাই আবার সমান অধিকার নিয়ে কি বোর্ডে ঝড় তুলি। বক্তৃতা করি।
জন সচেতনতায় ভাল পোষ্ট

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

অগ্নি সারথি বলেছেন: আমাদের বাড়িতে আমাদের কাজের মেয়টা কিন্তু কোনদিন সোফায় বসার অধিকার রাখেনা। আমাদের সাথে খেতে বসার অধিকার রাখেনা। এই আমরাই আবার সমান অধিকার নিয়ে কি বোর্ডে ঝড় তুলি। বক্তৃতা করি। - ঠিক বলেছেন ভাই। ভার্চুয়াল জগতে আমরা একেকজন যেন ফেরেসতা হিসেবে আবির্ভূত হই। কিন্তু সত্য কাজে তা না না না।

৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

বিজন রয় বলেছেন: অসাম পোস্ট।
+++++

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

হামিদ আহসান বলেছেন: শ্রেণি বৈষম্য কি দূর হবার নয় ......?

একটি মানবিক বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

অগ্নি সারথি বলেছেন: আমারো একই প্রশ্ন হামিদ ভাই। ধন্যবাদ। শুভকামনা জানবেন।

১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

হাসান মাহবুব বলেছেন: ভালো বিষয় তুলে ধরেছেন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

১২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

অপু তানভীর বলেছেন: সত্যি বলতে কি এই বিষয় গুলো কেবল মানুষ বই পাতায়, ব্লগ পোস্ট কিংবা ফেসবুকে স্টাটাস দিয়েই দায়িত্ব সমাপ্ত করে । বাস্তবে এসব মানুষ জনের ভাবার সময় কোথায় !

নেক্সাস বলেছেন: দলিতদের দলনের ইতিহাসে আমরা সবাই সমান অপরাধী।
সত্যি কথা এবং বাস্তব চিত্রটা এমনই

আমাদের এলাকায় মতিডোম নামের এক লোক ছিল, লোকটা কি করে জানি অনেক টাকা পয়সা আয় করেছিল । তিনতলা বাড়ির মালিক । তার মেয়ে মাস্টার্স পাশ করেছে, দেখতেও ছিল সুন্দরী তবুও তার বিয়ের জন্য কোন ছেলে খুজে পাওয়া যাচ্ছিলো না । একটাই কারন মেয়ের বাবা আগে ডোম ছিল !

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

অগ্নি সারথি বলেছেন: বাস্তবিক, দলিতদের দলনের ইতিহাসে আমরা সবাই সমান অপরাধী।
সত্যি কথা এবং বাস্তব চিত্রটা এমনই। আমারো পোস্টের শেষ কথা এইটাই ভাই।
ঘটনাটি চিন্তা করছেন। বাবা আগে ডোম ছিল বিধায় মেয়েকে কেউ বিয়ে করতে রাজি নয়। এই আমরা মানুষ আর এই আমাদের মনুষত্ব। প্রান্তিক শ্রেনীর এসকল লোকেদের জন্য নিজ উদ্যেগে এবং খরচে একটি প্রতিষ্ঠান দ্বাড় করে ফেলেছি ভাই। 'পড়শি'। দেখা যাক কদ্দুর কি করে উঠতে পারি।
গুরুত্বপূর্ন মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই সচেতনতা মূলক একটি পোস্ট!
আমরা জাত পাত নিয়ে অকারণ দলা দলি করি। কিন্তু একবারও ভেবে দেখি না যে আমরা সবাই মানুষ। আমি যেমন একজন মানুষ, একজন মুচি, মেথর, ডোমও তো তেমনি মানুষ। তাহলে কিসের এই জাত পাত?

পোস্টের জন্য ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

অগ্নি সারথি বলেছেন: গুরুত্বপূর্ন মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

১৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২

আবু শাকিল বলেছেন: দলিতদের দলনের ইতিহাসে আমরা সবাই সমান অপরাধী।
ইহা আমি মাথা পেতে নিলাম।শ্রেনী বৈষম্য দূর চিন্তা কী-বোর্ডেই দেখব।
ঈশ্বর থাকেন ঐ ভদ্র পল্লিতে।এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।
কালে কালে দলিতদের কথা লিখে মরে গেছেন অনেকে।আমিও লিখব শ্রেণী-বৈষম্য দূর হোক।লিখে মরে যাব একদিন।
কবরে গিয়ে দেখতে পাব বাসার কাজের ছেলে/মেয়েটি আমার ডাইনিং টেবিলে বসে খাওয়ার সুযোগ পায় না।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩

অগ্নি সারথি বলেছেন: যথার্থ বলেছেন ভাই। আমরা শুধু কি-বোর্ডেই ঝড় তুলতেই জানি। আর কিছু করার মুরোদ টুকু কিংবা সদিচ্ছা কারোরই নেই। ধন্যবাদ।

১৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭

আবু শাকিল বলেছেন: স্বাধীনতা র ৪৬ বছর পর বাসায় গৃহকর্মী নির্যাতন আইন হইছে।
তার কার্যকারিতা কতটুকু বিরাট প্রশ্নবোধক।তবুও আশার আলো দেরিতে হলেও হয়েছে।
দলিত শ্রেণীদের সামাজিক মর্যাদা অধিকার নিয়ে জাতীয় ভাবে ভাবনা চিন্তা করতে পারে।
ধন্যবাদ ভাই

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

অগ্নি সারথি বলেছেন: আবারো যথার্থ ভাবনা। সহমত শতভাগ।

১৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪

ফেরদৌসা রুহী বলেছেন: ''সবার উপরে মানুষ সত্য

তাহার উপরে নাই''

এটা শুধুই আমাদের কাছে কথার কথা হয়েই রয়ে গেল।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১

অগ্নি সারথি বলেছেন: আসলেই কথার কথা হিসেবেই রয়ে গেছে কামের কাম কিছু হয় নাই। আপনি ভাবতে পারেন একজন মানুষ যার কিনা হোটেলে ঢোকা বারন, হোটেলের গ্লাস-প্লেট ব্যবহার বারন!
সত্যিই সেলুকাস! কি বিচিত্র এই দেশ।

১৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

লুতপাইন বলেছেন: ঠিক ঠিক!!!

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

অগ্নি সারথি বলেছেন: ধইন্যা ধইন্যা!!!

১৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সাতক্ষীরা খুলনা এলাকায় 'দলিত' নামে একটি বেসরকারি সংগঠন কাজ করে যাচ্ছে। সিমবায়োসিস নামে আরেকটি সংগঠন মোটামুটি কয়েক দশক ধরে দলিত ও বেদে সম্প্রদায়ের পেছনে কাজ করে যাচ্ছে। এসবই সীমিত আকারে। তবু উপেক্ষা করার মতো নয়। আমাদের সংগঠনে চাকুরি দেবার ক্ষেত্রে সচেতনভাবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় এবং তারা আমাদের সাথেই আছে। অন্যদিকে একটু একটু করে এগিয়ে আসছে তারাও।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

অগ্নি সারথি বলেছেন: মঈনুল ভাই দলিত নামক সংগঠনটির কাজকর্ম আমি দেখেছি এবংকি তাদের দলিত হাসপাতালটিও আমি পর্যবেক্ষন করেছি। দলিতদের একটু একটু করে উঠে আসাটা আশার বানী শোনালেও এই যুগে এসে যখন কোন দলিত নারীকে খাবার হোটেলের সামনে ঠায় দাড়িয়ে কিংবা ওয়েটারের কিঞ্চিত তফাত হতে তাদের নিজস্ব গ্লাসে চা ঢেলে দিতে দেখা যায় তখন খুব হতাশ হতে হয়।
আপনার অতীব গূরুত্বপূর্ন মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০

উল্টা দূরবীন বলেছেন: ভালো বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

অগ্নি সারথি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।

২০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১১

কথাকথিকেথিকথন বলেছেন: শ্রেণী বৈষম্য যেন চিরন্তনী । এটা কতৃত্বের হীন রূপ । এসবের ক্ষেত্রে পরিবর্তন আনতে হলে প্রথমে নিজের চোখকে বৈষম্যমুক্ত করা সবচেয়ে জরুরী । সামাজিক অবস্থানের স্তর শুধু ডিগ্রীতে আগাচ্ছে, মানবিকতার গণ্ডি এখনো অন্ধকার যুগেই রয়ে গেছে।

চমৎকার দৃষ্টিভঙ্গিমূলক বিষয় তুলে ধরেছেন ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০২

অগ্নি সারথি বলেছেন: প্রথমে নিজের চোখকে বৈষম্যমুক্ত করা সবচেয়ে জরুরী । সামাজিক অবস্থানের স্তর শুধু ডিগ্রীতে আগাচ্ছে, মানবিকতার গণ্ডি এখনো অন্ধকার যুগেই রয়ে গেছে। -সহমত।

২১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব সুন্দর পোষ্ট।
+++++++++++++++++++

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

২২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আমিও তো দায়ী। তাই না?
মানবতা আজ ওদের মতোই দলিত।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

অগ্নি সারথি বলেছেন: হুম। আপনি, আমি, আমরা সবাই দায়ী তাদের মানবতা দলিত করার অন্যায়ে।

২৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

আমি মিন্টু বলেছেন: অসাধার একটি বিষয় তুলে ধরেছেন । ভাল লাগল ।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:০৯

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ মিণ্টু ভাই।

২৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

আহমেদ জী এস বলেছেন: অগ্নি সারথি ,




এরকমটাই দস্তুর এ জগতে । আমরাও এটা নিয়ে গা করিনে আর ওরাও এটা নিয়ে মাথা ঘামায়নে ।
মনে হয় এই দলনের শেষ হবে কখনও ? আমরা মানুষ তো , তাই সন্দেহ !
তবে সহ-ব্লগার মাঈনউদ্দিন মইনুল এর মন্তব্যে আশার আলো খানিকটা হলেও দেখছি ।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:১৬

অগ্নি সারথি বলেছেন: সহ-ব্লগার মাঈনউদ্দিন মইনুল এর মন্তব্যে আশার আলো খানিকটা দেখা গেলেও আমার মনে হয় যুগ যুগ ধরে চলে আসা এই দলনের শেষ ততদিন হবে যতদিন আমরা আমাদের মানসিকতার পরিবর্তন করছি। জনৈক হোটেল মালিক তার হোটেলের ভেতরে ডোমিনীকে প্রবেশ করতে কিংবা হোটেলের কোন পাত্র ছুতে দিচ্ছে না কিন্তু শুধু আমাদের জন্য। তার কাস্টমারেদের জন্য। যদি এটা দেখে কাস্টমারেরা তার দোকানে আসা বন্ধ করে দেয়। জানিনা এই দলনের শেষ কোথায়?

২৫| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:১৯

আরণ্যক রাখাল বলেছেন: দলিতদের দলনের ইতিহাসে আমরা সবাই সমান অপরাধী
ভাবতেও অবাক লাগে ৬৫ লাখ মানুষকে আমরা মানুষই মনে করি না!
সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন

০১ লা মার্চ, ২০১৬ ভোর ৬:৫৩

অগ্নি সারথি বলেছেন: ঠিকই বলেছেন ভাই, ৬৫ লাখ মানুষকে আমরা মানুষই মনে করি না!
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২৬| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:২৭

দীপংকর চন্দ বলেছেন: কি বলবো বুঝতে পারছি না!!

আমার আত্মার অংশ যাঁদের অনেকেই, তাঁদের নিয়ে লেখা সম্পর্কে মন্তব্য করতে মন চাইছে না!

মুখ আর মন এক হোক আমাদের।

শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

০১ লা মার্চ, ২০১৬ ভোর ৬:৫৭

অগ্নি সারথি বলেছেন: মুখ আর মন এক হোক আমাদের। যথার্থ বলেছেন ভাই। মুখ আর মন এক না হলে দলন, উতপীরন আর নির্যাতন কখনোই বন্ধ করা সম্ভব নয়। ধন্যবাদ।

২৭| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১:২৩

মহা সমন্বয় বলেছেন: এ জাতীয় পোষ্টে গান না থাকলে হয় না তাই আমি সকলের জন্য একটা গান পরিবেশন করছি। ;) :-P

https://www.youtube.com/watch?v=CmtocP6i6Os

০১ লা মার্চ, ২০১৬ ভোর ৬:৫৮

অগ্নি সারথি বলেছেন: গানের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

২৮| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১:২৬

মহা সমন্বয় বলেছেন: https://www.youtube.com/watch?v=vfMsMI4Q6Lo

০১ লা মার্চ, ২০১৬ সকাল ৭:০০

অগ্নি সারথি বলেছেন: গত রাতের প্রায় পুরোটা কিন্তু সাধু সঙ্গে কাটিয়ে এসেছি।

২৯| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন:

সত্য কাজে আমরা কেউ নই রাজি
সবই দেখি তা না না না

এরই আবার ভদ্রবেশী আরেকটা রুপ পাবেন -সামাজিক শ্রেণি বিন্যাসেও। নিম্নবিত্ত, দরিদ্র মুসলিমরাও তাদের স্বজাতির নিকটেই অনেকটা দলিত পর্যায়েই চলে। কর্তার সামনে বসা যাবে না। বেগম সাহেবার পাশে খাটেও বসা যাবে না। খেতে হবে রান্না ঘরে গিয়ে.. মসজিদে নামাজেও তারা সামনের কাতারে গেলে হৈ হৈ পড়ে যায়.. পিছে যাও পিছে যাও..

বদল হতে হবে অন্তর থেকে। জ্ঞানের আলো জ্বালিয়ে অন্তর আলোকিত হলে- ধর্মের অপপ্রয়োগ, ধনীদের অহম, পূজির বাড়াবাড়ি নিয়ন্ত্রনে থাকলে- আর বিম্বের দশটা দেশের মতো সকল মানুষ মানুষের মর্যাদে পেত।

পোষ্টে ++++++++++++++++++++++++=

০১ লা মার্চ, ২০১৬ সকাল ৭:০৩

অগ্নি সারথি বলেছেন: বদল হতে হবে অন্তর থেকে। জ্ঞানের আলো জ্বালিয়ে অন্তর আলোকিত হলে- ধর্মের অপপ্রয়োগ, ধনীদের অহম, পূজির বাড়াবাড়ি নিয়ন্ত্রনে থাকলে- আর বিম্বের দশটা দেশের মতো সকল মানুষ মানুষের মর্যাদে পেত। - চরমভাবে একমত পোষন করছি ভৃগু ভাই। আপনার এহেন গূরুত্বপূর্ন মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩০| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৭:৫৮

আরজু পনি বলেছেন:
ওকে ছুঁয়োনা ছুঁয়োনা ছিহ
ওযে চণ্ডালিনীর ঝি...
...
রবি ঠাকুরের গীতিনাট্য "চণ্ডালিনী"র মঞ্চ উপস্থাপন দেখেছিলাম।
সেকি ভয়াবহ সুন্দর আর মর্মান্তিক!

আপনার এই লেখায় তাদের কথাই ফুটে উঠেছে।

ভাবনার খুব ভালো শেয়ার।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:০১

অগ্নি সারথি বলেছেন:
রবি ঠাকুরের গীতিনাট্য "চণ্ডালিনী"র কথা মনে করিয়ে দিয়ে নস্টালজিক করে দিলেন সামান্য।
অনেক ধন্যবাদ আরজু পনি । শুভকামনা জানবেন।

৩১| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:০৭

সরদার হারুন বলেছেন: বোনের হরিন এবং দরিদ্র,শিক্ষা বন্চি অসহায় মানুষ হচ্ছে একই শ্রেনীর। সবাই এদের রক্ত খায

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮

অগ্নি সারথি বলেছেন: সহমত হারুন ভাই। বানানগুলোর প্রতি একটু মনযোগী হবেন। অন্যভাবে নিবেন না আমাকে। ভাললাগা জানবেন।

৩২| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:২০

মাসুদ মাহামুদ বলেছেন: খুব সুন্দর একটা বিষয়

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৬

অগ্নি সারথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৩৩| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১

জেন রসি বলেছেন: মানব সমাজের ইতিহাস, আসলেই শ্রেণী বৈষম্যের ইতিহাস। শুধু সচেতনতা দিয়েই হবেনা। দরকার দলিত শ্রেণীর কাছ থেকে পাল্টা আঘাত।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:০৯

অগ্নি সারথি বলেছেন: সহমত।

৩৪| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:১০

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ প্রামানিক দা।

৩৫| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:২১

নীলসাধু বলেছেন: ভাল লেগেছে পোষ্ট।

//এখন পর্যন্ত দলিতদের অস্পৃশ্য, নিচু এবং হীন একটা জাতি হিসেবে চিহ্নিতকরন আজব প্রক্রিয়ার স্বাভাবিকিকরন চলছে দেদারসে! বাস্তবিক, সত্য কাজে আমরা কেউ রাজি নই। দলিতদের দলনের ইতিহাসে আমরা সবাই সমান অপরাধী।//
পূর্ণ সহমত জানাই। আমরা সবাই সমান অপরাধী।

ভালো থাকবেন।

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:০২

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

৩৬| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:




এই ভাবনাটা আমাদের জন্য খুব বেশি দরকার। ধন্যবাদ ভ্রাতা।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯

অগ্নি সারথি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।

৩৭| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪২

আমিই মিসির আলী বলেছেন: ভালো একটা বিষয় তুলে ধরেছেন।

সবার চোখ খালি উপরের দিকে। নিজের থেকে নিম্নশ্রেণী যেন মনুষ্যের কাতারেই পড়ে না!

জগত জুড়িয়া শুধু মানুষ জাতি থাকলে কতই না ভালো হইতো।

১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৩

অগ্নি সারথি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

৩৮| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৫

জুন বলেছেন: এই দলিতদের উপমহাদেশের বিশেষ করে ভারতের সমাজে মানুষ হিসেবেই গন্য করে না । কিন্ত এই দলিতদের একজন ডঃ বি আর আম্বেদকর তাদের সংবিধান প্রনেতা । আর ভাস্কর রাম কিংকর বেইজের অসাধারন শিল্পকর্ম তো নিজ চোখেই শান্তিনিকেতনে দেখে এসেছি । আমাদের সমাজের এই ঘৃন্য শ্রেনী প্রথা যুগ যুগ ধরে চলে আসছে তা আমরা যতই শিক্ষিত হই ।
কবে আমরা সবাইকে মানুষ হিসেবে ভাবতে পারবো তা কে জানে ?
ভালো বিষয় নিয়ে লিখেছেন অগ্নি সারথি ।
+

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২২

অগ্নি সারথি বলেছেন: এই ঘৃন্য শ্রেনী প্রথা যুগ যুগ ধরে চলে আসছে তা আমরা যতই শিক্ষিত হই- সহমত চরমভাবে। আর এর বিরুদ্ধে সোচ্চার হবার সময় এখনি। গুরুত্বপূর্ন মন্তব্যে অনেক অনেক ভাললাগা রইল।

৩৯| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৮

অগ্নি সারথি বলেছেন: ব্যাস্ততা একটু বেশিই ছিল বিজন দা। তবে নতুন একটা বিষয়ের পিছে লেগে আছি। পড়াশোনাও করছি বিস্তর। দেখা যাক খুব শীঘ্রই হয়তোবা।
আপনার মন্তব্যে চরম ভাবে অনুপ্রানিত হলাম। এ ভাললাগা জানাবার মত নয়। ভালো থাকবেন। শুভ কামনা শতত।

৪০| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৭

শায়মা বলেছেন: ও কে ? চন্ডাল ? চমকাও কেন ? নহে ও ঘৃণ্য জীব !
ওই হতে পারে হরিশচন্দ্র, ওই শ্মশানের শিব ।
আজ চন্ডাল, কাল হতে পারে মহাযোগী-সম্রাট,
তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দী পাঠ ।
রাখাল বলিয়া কারে কর হেলা, ও-হেলা কাহারে বাজে !
হয়ত গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে !


দলিতদেরকে নিয়ে লেখাটি পড়ে আর লালনের গানটা শেষে দেখে বিদ্রোহী কবি নজরুলের এ কটি চরণও মনে পড়ে গেলো ভাইয়া।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩০

অগ্নি সারথি বলেছেন: প্রথমে নজরুলের চরন কটা ব্যাবহার করতে চেয়েছিলাম কিন্তু ঠিকমত মনে করতে পারছিলাম না। রিমাইন্ড করিয়ে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ।

৪১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩২

শায়মা বলেছেন: হয়ত আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদি ঈসা,
কে জানে কাহার অন্ত ও আদি, কে পায় কাহার দিশা ?
কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি ?
হয়তো উহারই বুকে ভগবান জাগিছেন দিবারাতি !

দলিতদের দলনের ইতিহাসে আমরা সবাই সমান অপরাধী। এই অপরাধী বিনাসের চাবিটি কিন্তু আমাদেরই হাতে।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৫

অগ্নি সারথি বলেছেন: পরাধী বিনাসের চাবিটি কিন্তু আমাদেরই হাতে। - সহমত। আবারো ধন্যবাদ শায়মা আপুনি।

৪২| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:৫৭

বাব উল হাবিব বলেছেন: ''দলিতদের দলনের ইতিহাসে আমরা সবাই সমান অপরাধী''। ... হু।

০৪ ঠা মে, ২০১৬ সকাল ৯:০৫

অগ্নি সারথি বলেছেন: :)

৪৩| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৯:৩৯

বাব উল হাবিব বলেছেন: সারথী ভাই, কে বা কারা এই নিয়ে মোট দুবার আমার নাম চেইঞ্জ করে দিয়েছেন। এত্থেকে মুক্তির কোন উপায় আপনার জানা আছে, প্লিজ?

০৮ ই মে, ২০১৬ সকাল ১১:৪৮

অগ্নি সারথি বলেছেন: নাম চেঞ্জ!! সামুরে ফিডব্যাকে মেইল দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.