নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

বাংগালীর ব্লাউজ সমাচার!

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩



''না না না! আপনারা যে যেভাবেই বলুন বর্তমান সভ্যতায় বাংগালী নারীর শাড়ি, কোন ভাবেই অখন্ড কোন স্বত্ত্বা তো নয়-ই বরং এর সাথে অনিবার্য অনুষঙ্গ হল ব্লাউজ আর পেটিকোট''-বলেই একটা বিদ্রুপাত্মক হাঁসি হাঁসি হাসেন রজব আলী! রজব আলী মূলত এটা মানতেই নারাজ যে, বাংগালী নারী কোনদিন ব্লাউজ ছাড়া শাড়ি পরিধান করেছিল। তার এহেন আজগুবি মন্তব্যে পুরোদস্তুর বিরক্ত হারাধন মন্ডল। রজব আলী লোকটাকে তার খুব একটা পছন্দ নয়, শুধু বন্ধু সংঘে আসতে হয় বিধায় দাঁতে দাঁত চেপে তাকে তিনি সহ্য করে চলেছেন আজ কয়েক বছর। রজব আলীর দিকে না তাকিয়ে গমগমা গলায় বলে উঠেন হারাধন, আরে ভাই! আদি কালে পুরো ভারতবর্ষে সেলাই করা কাপড় পরবার রেওয়াজ ছিল না, তখন লোকেরা সেলাই বিহীন পোষাক-ই পরিধান করত আর এই সেলাইবিহিন অখন্ড বস্ত্র পুরুষের ক্ষেত্রে ‘ধুতি’ এবং মেয়েদের বেলায় ‘শাড়ি’ নামে অভিহিত হত। এত সাধারন বিষয়টা আপনারা কেনো বুঝে উঠছেন না, সেটা আমার মাথাতে কোনভাবেই প্রবেশ করছে না। পরবর্তীতে বয়ন শিল্পের বিকাশ ঘটে, দেশ ভাগ হয়, বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়, সভ্যতার বিকাশ ঘটে তথাপী বাংগালী জাতি বিশেষত নারীরা আর ব্লাউজ গায়ে দিতে পারেনি। দেবেই বা কি করে তখনো তো এই অঞ্চলে তৈরি পোষাক শিল্প গড়ে ওঠেনি! বাংলাদেশে পোষাক শিল্প বিকশিত হল, তারপরেই না নারীদের গায়ে ব্লাউজ উঠল। যত্তসব উদ্ভট মানুষ দিয়া ক্লাবটাকে তো ভরায়া ফালাইছেন!

হারাধনের কথা শেষ হওয়া মাত্র, তাকে সমর্থন দিয়ে তার বিশেষ অনুগত সকাল-সন্ধ্যা অপেরার নাইকা ময়ুরী পুরো হাউসে প্রশ্ন ছুড়ে দেন, এখন বলেন তাহলে! এই বেলাউস (ব্লাউজ) আপনাদের কে দিয়েছে?
ময়ুরীর লাল টকটকা স্লিভলেস ব্লাউজে চকচকা দৃষ্টি নিবন্ধন রেখে রজব আলী বলে বসে, মাননীয় স্পীকার আমি আবারো স্পীকার হয়ে গেলুম।

বন্ধু আড্ডায় সাহিত্য বিশারদ হিসেবে খ্যাত অভিনাশ পাল মনে মনে প্রমোদ গোনেন। ময়ুরীর প্রশ্নটা বড্ড জটিল! বিশ্ব-ব্রহ্মান্ডে নারীত্বের এমন সব জটিল প্রশ্নের উত্তর তাকে ভীষন রকম ভাবিয়ে তোলে, আর তাই শেষ পর্যন্ত কোন নারীর সাথে সাত পাকে বাঁধা তার আর হয়ে ওঠেনি বরং নিজেকে সারাটা জীবন সাহিত্য রস আস্বাদনে ব্যাস্ত রেখেছেন। একজন সাহত্যিক হিসেবে ব্লাউজ সংক্রান্ত এই মজমায় তার কিছু একটা বলা দরকার, নচেৎ উহা যে বাংলা সাহিত্যেরই অবমাননা বলে বিবেচিত হইবে! ঈষৎ চোরের ন্যায় ইদিক-উদিক চেয়ে তিনি বলা শুরু করলেন, দেখুন! গুপ্ত যুগের কবি কালীদাস তার ‘কুমারসম্ভব’- এ নারীর যে শাড়ির কথা বর্ননা করেছেন আর চৌদ্দ শতকে কবি চণ্ডীদাস ‘নীল শাড়ি মোহনকারী/উছলিতে দেখি পাশ’- এ যে শাড়ির বর্ননা করেছেন তাতে উভয়েই কিন্তু ব্লাউজের উপস্থিত কোনভাবেই ছিলনা। আর এই ব্লাউজের উপস্থিতি না থাকবার কারনেই তো ‘আক্কেল গুড়ুম’-এ রাজকুমার চন্দ্র লিখেছিলেন, ‘দশ হাত কাপড়ে স্ত্রীলোক লেংটা’ আর তার সাথে সুর মিলিয়ে আমাদের ঠাকুরবাড়ির ছেলে সত্যেনও বলেছিলেন, ‘আমাদের স্ত্রীলোকেরা যেরূপ কাপড় পরে, তাহা না পরিলেও হয়।’ সূতারাং আপনাদের বাদানুবাদের কোন হেতু তো আমি দেখছি না! সমাধান একেবারে হাতের নাগালেই।

উভয়ের বাক-বিতন্ডা যখন তুংগে তখন বন্ধু সংঘের কবি বলে খ্যাত কবি হাসনাইন আলম এগিয়ে এসে বলেন,
এই যে ভায়েরা!
হাত থাকতে মুখে কি?

আর যদি হাতে না পারেন, তবে আসেন ব্লাউজ নিয়ে আজ হতে বছর বিশেক আগে আমার লেখা কবিতা খানা শুনেন!
উপস্থিত সকলে মারহাবা মারহাবা রব তোলে!
কবি হাসনাইন শুরু করলেন,

"বারো হাত শাড়িতে,
সাড়ে তিন হাত নারী!
নারী তুমি
আহা তুমি নারী।"

কবিকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়ে ময়ুরী জিজ্ঞেস করলেন, ঐ মিয়া এইটা বেলাউস নিয়া কবিতা ক্যামনে? কবিতায় তো বেলাউস নাই। কবির তথা কাব্যের এহেন অপমানকে কবি হাসনাইন ঠিক ভালো ভাবে নিতে পারলেন না, বিজ্ঞের মত তিনি বলে বসলেন- আপনে কবিতার বা...ডা বোঝেন! বিশ বছর আগে তো বেলাউস আছিল না খালা! এটা একটা বেলাউস নাই কবিতা! বেলাউস নাই কবিতায় বেলাউস থাকলে ঐডা ক্যামনে বেলাউস নাই কবিতা হয়?

সম্মানিত উপস্থিতি পূনরায় মারহাবা মারহাবা রব তুলে কবি ও তার কবিত্বের প্রশংসা করলেন সত্য কিন্তু মারহাবা না বলে গভীর চিন্তায় রত যে লোকটা ছিলেন সে হল মোঃ ইলিয়াস আলী। আরে মিয়ারা থামেন! - বলে সকলকে থামিয়ে দিয়ে সে বলে ওঠে, কথা তো সেটা না, এখানে প্রশ্ন হলো শাড়ির সাথে ব্লাউজ পরিধান না করলে নারীরা তবে কি পরিধান করত? যার উত্তর আপনারা খোজেন নাই কেউ, কিন্তু অনেক বিশ্লেষন আর গবেষনা করে আমিই একমাত্র সেটা আবিস্কার করতে সক্ষম হয়েছি। সকলে সমস্বরে জিজ্ঞেস করে- কি? ইলিয়াস আলী ছোট্ট করে উত্তর করে, ব্রেসিয়ার! ইলিয়াস আলীর উত্তরে সকলের মুখে বিব্রতির ছাপ পরিলক্ষিত হলেও ময়ুরী রীতিমত জোড়ালো সমর্থন দিয়ে বলে, আমারো তাই মনে হয় ইলিয়াস ভাই! বেলাউস পূর্ববর্তী যুগে ব্রা আর শাড়ির দারুন একটা কম্বিনেশ ছিল। ইস! কি ফ্যাশনেবল ছিল সেই দিন গুলো।

বন্ধু সংঘের পাহারাদার তোরাব আলী হাঁপাতে হাঁপাতে এসে, বাজারে সেনাবাহিনী ঢুকেছে মর্মে খবর দিয়ে চলে যায়। ছোট ক্লাব ঘরটায় রীতিমত ছুটাছুটি শুরু হয়ে যায়। যে যার মত পালাতে ব্যাস্ত হয়ে পড়ে। ঘরের এক চিপায় দাঁড়িয়ে অস্ফুট স্বরে হারাধনকে বলতে শোনা যায়, গাঁজার কলগুলো লুকিয়ে রেখে যা রে শালারা! নাহলে পরে আবার পয়সা দিয়ে কিনতে হবে।


(ব্লাউজ সংক্রান্ত এই স্যাটায়ারে কোন ভাবেই নারীত্বের অবমাননা সংক্রান্ত কোন প্রচেষ্ঠা করা হয় নাই! 'ব্লাউজ' এখানে রুপক অর্থে ব্যবহার করা হয়েছে এবং স্থান, কাল, পাত্র সকল কিছুই কাল্পনিক। তথাপি লেখার বিষয়বস্তু কাউকে কষ্ট প্রদান করে থাকলে আমি আন্তরিক দুঃখিত! ছবি- নেট হতে সংগৃহিত!)

মন্তব্য ৬২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

নজসু বলেছেন:



২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

অগ্নি সারথি বলেছেন: কি?

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

বিজন রয় বলেছেন: হায়! হায়! আমি কেন নারী হইলাম নাহ!!

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

অগ্নি সারথি বলেছেন: আল্লাহ্‌! তোমার কাছে বিচার দিলাম।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

নজসু বলেছেন:




কত কান্ড! কত কীর্তি!!
আলোচনা ভালোই চলছিলো। :D
সেনাবাহিনীর খবরে সব মাটি হলো। :-B

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

অগ্নি সারথি বলেছেন: :D :D :D :D

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

সেলিম৮৩ বলেছেন: এগুলো বাদ দিলে হয়না। বাড়াবাড়িই বটে।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

অগ্নি সারথি বলেছেন: আমি কি কল্লাম!

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

নজসু বলেছেন:



এখন ১ মানে হাজিরা নিশ্চিত করা। :D

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

অগ্নি সারথি বলেছেন: ঊখে! পত্তমে বুজি নাই।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

বিজন রয় বলেছেন: এইবার পেডি-কোড নিয়া লেহা চাই!!

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

অগ্নি সারথি বলেছেন: হা হা হা!

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

ফয়সাল রকি বলেছেন: ছবিখানা জম্পেস B-))

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

অগ্নি সারথি বলেছেন: হ! মুকেশ আম্বানির মাইয়ার বেলাউস। পুরাটাই স্বর্নের।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

পবিত্র হোসাইন বলেছেন: আমি বুজে পেলেচি B-))
বলবো না , বলবো না :-B

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

অগ্নি সারথি বলেছেন: বুজে পেললে হপে না! বুজাতেও হপে।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

গরল বলেছেন: শ্রীলংকায়তো শুধুই ব্লাউজ পরে তাহলে ওখানকার কি অবস্থা ছিল আগে? জাতির বিবেকের কাছে প্রশ্ন।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

অগ্নি সারথি বলেছেন: আমরা বরং এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করি!

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

যোখার সারনায়েভ বলেছেন: অনেক হাসলাম ! কবিতাটা দারুন ছিল! আর কবিতার ব্যাখ্যা তো সেই লেভেল এর !

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

অগ্নি সারথি বলেছেন: হে হে হে! উচ্চমার্গীয় কবিতা। সবাই বুঝতে পারেনা।

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: বেশ। বেশ। বেশ।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

অগ্নি সারথি বলেছেন: হা হা হা!

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

হাবিব বলেছেন:



ছবিটা কই পাইলেন ভাই......
এরকম ব্লাউজ যে বানাচ্ছে তার মুখের উপর নোবেল ছুড়ে মারলেও তার জন্য কম হবে.....

দারুন ক্রিয়েটিভিটি........

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১

অগ্নি সারথি বলেছেন: কিছুদিন আগের খুব আলোচিত ছবি এটা! মুকেশ আম্বানির মেয়ের বিয়ের ব্লাউজ এটি। নেট থেকে নিলাম আরকি!

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

প্রামানিক বলেছেন: চমৎকার ব্লাউজ কথন। ধন্যবাদ

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২

অগ্নি সারথি বলেছেন: হা হা হা! ধন্যবাদ ভাই।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

আরোগ্য বলেছেন: দারূণ ভাই।
কবিতায় মারহাবা।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৩

অগ্নি সারথি বলেছেন: হা হা হা! ধন্যবাদ ভাই।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ B-)) B-)) B-))

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

অগ্নি সারথি বলেছেন: খিকজ! আছেন কেমুন ভাউ?

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

মোস্তফা সোহেল বলেছেন: কাহিনি তো ভালই জমছিল কি দরকার ছিল আবার সেনাবাহিনি নামানোর ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

অগ্নি সারথি বলেছেন: ত্রিশ তারিখের পর সেনা বাহিনী তুইল্লা নিমু ভাউ!

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

কুঁড়ের_বাদশা বলেছেন: ভাগ্যিস ব্লাউজের নিচের কাপড়ের কথাটা বলে নাই, :) এতে হতবাক হওয়ার কিছুই নাই এটাই হলো আধুনিকতার ছোঁয়া বা উন্নয়নের নমুনা। ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

অগ্নি সারথি বলেছেন: উন্নয়নের জয় হোক!

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালু ভালু :D
আপনি কেমুন আচেন ভাউ :-B

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

অগ্নি সারথি বলেছেন: চলচেয়ারকি! নুমিনেশন বাতিল অইলে যেমুন থাকে মাইনইসে এমুন চলচে।

১৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~
কিচের নুমিনেশন :-B

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

অগ্নি সারথি বলেছেন: না মানে কইতে চাইচিলাম বিম্পির নুমিনেশন বাতিল অইলে প্রার্থীর যেমুন অবস্থা অয় আমারো অবস্তা তেমুন আরকি! নিজে খাড়াই নাই এইবার, তয় পরের বার খাড়াইতে পারি। B-) B-) B-)

২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমাদের দেশে গরমের সময় এখন যে গরম পরে তার জন্য
ব্লাউজের গলাটা কি আরেটু বড় করা যায় ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১০

অগ্নি সারথি বলেছেন: উমেন চ্যাপ্তারে একটা পুস্ট দেওন লাগবো আগে!

২১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

বাংলার মেলা বলেছেন: সবাই মেতে আছে ব্লাউজ নিয়ে, ব্লাউজের নিচে যে আরও একটা কাপড় পরতে হয়, সেটা কে দেবে?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

অগ্নি সারথি বলেছেন: B:-) B:-) B:-)

২২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: কমেন্টগুলা ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

অগ্নি সারথি বলেছেন: আমি ভালা পুলা!

২৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~
আমিও B-))

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

অগ্নি সারথি বলেছেন: :D :D :D

২৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

বলেছেন: দারুণ!! দারুণ

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ ভ্রাতা।

২৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই!

২৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কেমন আছেন ভাইজান?


লেখাটা কিন্তু গার্জিয়েস হয়ে গেছে।
সেগেন স্টেপে যান! এতা মিস করুম না!

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

অগ্নি সারথি বলেছেন: হা হা হা! কেমন আছেন তাজুল ভাই।

২৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

মাহের ইসলাম বলেছেন: এহেন ছবিখানা খুঁজিয়া বাহির করিতে আপনাকে কি পরিমাণ শ্রম ব্যয় করিতে হইয়াছিল ?

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

অগ্নি সারথি বলেছেন: মোটামুটি ভালোই শ্রম গিয়েছে ভ্রাতা! একবার স্বর্নের ব্লাউজ দিয়া সার্চ দিলাম, একবার মুকেশ আম্বানীর মাইয়ার বিয়া লিইখা সার্চ দিলাম তবু কাম হয় নাইক্কা!

২৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৮

কাওসার চৌধুরী বলেছেন:



ব্লাউজ সমাচার। ডিজিটাল ব্লাউজ টক শো। এই টপিকটা ইশতেরে ঢুকালে ভালো হতো!!

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

অগ্নি সারথি বলেছেন: হায় হায়! আমি তো ভূইলাই গেছিলাম। ইশতিহারে ব্লাউজ চাই।

২৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২২

অপু দ্যা গ্রেট বলেছেন:



এই ছবি ফেসবুকে দেখেছি ।

দারুন লিখেছেন ।

আবার আমরা যেটা পাই সেটা নিয়েই মেতে থাকি । অথচ আসে পাশে তখন কি হচ্ছে সেটা খোজ কম ই রাখি । আমাদের একটা কিছু দিয়ে মাতিয়ে রাখলেই হলো ।

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭

অগ্নি সারথি বলেছেন: মাতামাতির মইদ্দেই আছে জাতি! থাকুক।

৩০| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৫

সোহানী বলেছেন: হুম বুঝলাম……..।

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮

অগ্নি সারথি বলেছেন: জ্বি ধন্যবাদ!

৩১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯

স্বপ্নীল ফিরোজ বলেছেন: Excellent

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.