নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

একুশে গ্রন্থমেলা এবং নজরবন্দী কথন!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৯


নজরবন্দী বই মেলায় আসতে আসতে ফেব্রুয়ারীর তের তারিখ লেগে যায়! অবশ্য প্রকাশকেরও কিছু করবার ছিলনা কারন প্রেসে এত পরিমান চাপ চলছিল যে তিনিও রীতিমত হিমশিম খাচ্ছিলেন। যাই হোক তবু আমি তার প্রতি কৃতজ্ঞ কারন হয়তোবা তার কারনেই নজরবন্দী তার বন্দী অবস্থা হতে মুক্তি লাভ করেছে। আমি আরেকজন মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যিনি হলেন জাদিদ ভাই। নজরবন্দীর সাথে তার সম্পর্কটা হল প্রচ্ছদের! প্রচ্ছদ নিয়ে যে কথাটা আমি বারংবার বলতে চাই- আমি পুরো গল্পটি লিখেছি ১৩৪ পৃষ্ঠায় আর জাদিদ ভাই সেই পুরো ১৩৪ পৃষ্ঠার মহা বয়ানকে মাত্র একটা পৃষ্ঠায় বলে ফেলেছেন, কোন রকম আর্থিক লাভালাভ ছাড়াই!

নজরবন্দী তার ভার্চুয়াল অবস্থা থেকে একটা মলাটের ভেতরে আসবে এটাই আমার জন্য বেশ বড় একটা পাওনা ছিল কিন্তু আপনারা সহব্লগারগন এটিকে এমন একটা উচ্চতায় নিয়ে গেলেন যে আমি সত্যিই ধন্য, আমার কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই।

যাই হোক চলেন, নজরবন্দী সংশ্লিষ্ট বই মেলার ছবি দেখি!

মোড়ক উন্মোচনের মত ঝামেলায় যাই নাই! ছবিতে আছেন জাদিদ ভাই, ব্লগার নীল সাধু দাদা, ব্লগার হামিদ আহসান, এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনীর প্রকাশক শিমুল আহমেদ, এক রঙ্গা এক ঘুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শ্রদ্ধেয় কিবরিয়া ভাই এবং অন্যান্য!

নজরবন্দী তুই একটা ভালোবাসা! এ ভালোবাসা প্রকাশযোগ্য নয়!


প্রচ্ছদ করবার পরেও নজরবন্দীর প্রথম কপিটি তিনি কিনে নিলেন! নির্বাক আমি হতবাক!


ব্লগার শিখা রহমানের সাথে


কামরুন নাহার লিলিয়ানের সাথে ঘুড়ি স্টলের সামনে


ঘুড়ি স্টলের সামনে আড্ডা!


ব্লগার নীল সাধু দাদা! যে মানুষটা প্রথম নজরবন্দী পড়বার পর আমাকে শক্তিমান লেখক হিসেবে আখ্যায়িত করেছেন যদিও আমি সেটা নই বরং এটা আমার প্রতি তার স্নেহ-বাৎসল্যতা


বইয়ের মান চেক করবার সময়


কবি এবং পুলিশের এস পি ফারহাত ভাইয়ের সাথে


বই মেলায় এসে কেউ খাওয়াতে চাইলে আমরা অবশ্য না করি না


আমি, শিখা আপা, নীল দা আর কিবরিয়া ভাই


বই মেলায় নেটওয়ার্ক নাই!


এসেছিলেন বড় ভাই সমতুল্য নেক্সাস ভাই এবং বন্ধু প্রতিম সুমন কর দা


দুবাই থেকে উড়ে এসেছেন মনিরাপা! যদিও তিনি স্বীকার-ই করেন না যে তিনি শুধু নজরবন্দীর জন্য ছুটে এসেছেন।


তাসলিমা আপা! তিনিও ছুটে এসেছেন শুধু তার ছোট ভাই এবং ছোট ভাইয়ের সৃষ্টিকে উদ্দেশ্য করে।


শক্তিশালী লেখক মূলত তিনি-ই! বায়োস্কপের লেখক প্রিয় কাওসার ভাই!


আছেন মাহবুবুল আজাদ এবং জাহিদ অনিক


ব্লগার তারেক_মাহমুদের সাথে


আছেন কবি রেজওয়ান তানিম ভাই!


ব্লগার ছাড়াও প্রতিদিন আরো অনেকে আসছেন।

প্রিয় সহব্লগারগন,
নজরবন্দীর প্রতি আপনাদের এমন রেসপন্সে আমি সত্যিই ধন্য এবং আমি আশা করছি অনেকের হাতেই নজরবন্দী পৌছে গিয়েছে। অনেকের সাথে ছবি তোলার সৌভাগ্য আমার হয় নাই কিন্তু তারা নিয়ে গিয়েছেন। তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা।

প্রিয় বন্ধু! আমি এখন শুনতে চাই। নজরবন্দী পড়তে গিয়ে আপনাদের ভালো লাগা এবং খারাপ লাগার জায়গাগুলো! নির্দ্বিধায় আপনারা শেয়ার করতে পারেন। আমি অধীর আগ্রহে আপনাদের শোনার অপেক্ষায় রয়েছি।

আর যারা এখনো নজরবন্দী সংগ্রহ করেন নাই কিন্তু করতে চান তবে চলে আসুন একুশে গ্রন্থ মেলায়, এক রঙ্গা এক ঘুড়ির ৪৩৪ নম্বর স্টলে। সেখানে আমরা আছি, সহ-ব্লগারগন আছেন।

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩

তারেক_মাহমুদ বলেছেন: নজরবন্দী বইমেলাতে সকলের নজর কাড়তে পেরেছে জেনে ভাল লাগলো, অনেক শুভেচ্ছা ভালবাসা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভ্রাতা!

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০

তারেক_মাহমুদ বলেছেন: আমার ছবি নেই, এই দেখেন আমি আপনার অটোগ্রাফসহ বই কিনছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬

অগ্নি সারথি বলেছেন: ভাই এই ছবিটা আমার কাছে ছিলনা! ধন্যবাদ দেয়ার জন্য।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬

বাকপ্রবাস বলেছেন: ছবি সহ নজর বন্দীর এমন প্রাণঢালা প্রকাশ ভাল লাগল

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ জানবেন ভ্রাতা!

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: আমি চাই একদিন ব্লগাররা বইমেলা দখল করে নিক।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩

অগ্নি সারথি বলেছেন: ২২ তারিখ একটা প্রোগ্রাম রেখেছেন নীল দা! রাজীব ভাই অবশ্যই আসতে হবে এবার।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

কাওসার চৌধুরী বলেছেন:





বাহ! আসাদ ভাই, আমার ছবিটিও আপনার তালিকায় রেখেছেন!! খুব ভাল লাগলো দেখে। নজরবন্ধী খুব যত্ন করে রেখেছি। বেশ কয়েক পৃষ্ঠা পড়াও হয়ে গেছে। দারুন কিছুর ইঙ্গিত পাচ্ছি বইটিতে। আশা করি, সামনে যত আগাবো ততো রহস্যময় হবে নজরবন্ধী। সবাইকে অনুরোধ করবো, যারা এখনো বইমেলায় গিয়ে নজরবন্ধী কিনেন নাই; আপনার একটি কপি কিনে আনুন। পয়সা উসুল হবে নিশ্চিত। আসুন সবাই মিলে নতুন প্রতিভাবান লেখকদের উৎসাহ দেই। লেখকের নাম নয়, লেখার মান দেখে বই কিনি।

সবাইকে ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই! আমার জন্য একটা কপি বায়োস্কপ রাইখেন কিন্তু! শেষের দিকে একবারে সব ব্লগারদের বই নিয়ে চলে যাবো!

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নজরবন্ধীর জন্য শুভ কামনা ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৩

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ লিটন ভাই! দেখা হচ্ছে ২২ তারিখ!

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! খুব খুব সুন্দর পোষ্ট। ২২ তারিখে আবার হোক ব্লগারদের মিলনমেলা, সেদিন আবার সবাইহোক নজরবন্দী

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৪

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ! ২২ তারিখ আমরা ব্লগার রা বই মেলা দখল করে নেবো!

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

শায়মা বলেছেন: ভাইয়া আমারটার ছবি কই?? :(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৬

অগ্নি সারথি বলেছেন: তুই! স্টলে শায়মা নামে একটা মাইয়া আইছিল। আমি ছুইটা গিয়া জানছি সে তুই না। যাই হোক তোর কংকাবতীর শেষ কপিটা আমার জন্য রেখে দিয়েছে প্রকাশক। শেষ দিন সব একেবারে তুলে নিয়ে চলে যাবো।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

নাহিদ০৯ বলেছেন: আপনার পোস্ট এর মাধ্যমেই নিরীহ নিপাট ভদ্দরলোকটাকে প্রথম দেখলাম। ধন্যবাদ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৭

অগ্নি সারথি বলেছেন: নিপাট ভদ্দরলোকটার জন্য অনেক অনেক শুভকামনা! সাথে আপনার জন্যেও। ২২ তারিখ চলে আসুন আপনার ক্যামেরা নিয়ে। খেলা হপে।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

সুমন কর বলেছেন: বইটির সাফল্য কামনা করছি। পড়ে মতামত জানিয়ে দেব। সেদিন মেলায় খুব সুন্দর একটি দিন পার করলাম। +।

আমিও আজ মেলা নিয়ে পোস্ট দিয়েছি, সময় হলে ঘুরে আসবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮

অগ্নি সারথি বলেছেন: ক্ষমা কইরেন সুমন দা! লেখাটা চোখে পড়ে নাই। সত্যি কি জানেন বই আমাকে ব্যবসায়ীতে পরিণত করে দিয়েছে তাই ব্লগে সময় দিতে পারি নাই। পড়ছি আপনার লেখাটা।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: শুভ কামনা জানাই। আমার লেখা শোভার মৃত্যু গল্পটি আলোচিত ব্লগে এসেছে। সময় করে পড়ার অনুরোধ রইলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৩

অগ্নি সারথি বলেছেন: ঠিক আছে। নজরবন্দী পড়েছেন? না পড়লে পড়ে নিতে পারেন, ভালো লাগবে।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমি এখনও পাই নাই । দু দিন গিয়েছিলাম । যদি সেটা তের তারিখের আগে । এইটা আমার সাথে ষড়যন্ত্র করা হইছে । মানি না মানব না । এই জন্য আমাকে কাচ্চি বিরিয়ানি খাওয়াতে হবে ।

আর হ্যা ২২ তারিখ আসতেছি । আপনার খবর করতে ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৪

অগ্নি সারথি বলেছেন: বই মেলায় আসেন। কাচ্চি নাই তয় কফি আছে, কফি খাওয়ামু এক গেলাস।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার নজরবন্দি কথন পড়ে আমিও বন্দি হয়ে গেলাম !!! এখন এখান থেকে যে কি করে বের হই ...
সুখ স্মৃতি বয়ে চলুক হৃদয়ে । ছবি ও কথনে ভালো লাগা ++

শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৫

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ জানবেন সহব্লগার!

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: এবার আসি বাণিজ্যিক আলোচনায় । নজর বন্ধুর জন্য আর্থিক ভাবে কিছু করতে পারলাম না।
তবে পৃথক কমেন্ট আকারে বইটির ব্যাপক বিপণন সাফল্য কামনা করি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৯

অগ্নি সারথি বলেছেন: নজরবন্দীর জন্য আর্থিক ভাবে কিছু করার দরকার নাই! আপনার শুভকামনাই যথেষ্ঠ। আর বই বিক্রির জন্য আমি বইটা প্রকাশ করি নাই প্রিয় সহব্লগার। আমি যদি চাইতাম তবে মুহুর্তেই আমার পরিচিত কিছু মানুষকে দিয়ে মুহুর্তে হাজার খানেক বিক্রি করিয়ে নিতে পারতাম কিন্তু আমি সেটা করি নাই কারন আমি চেয়েছিলাম একমাত্র পড়ুয়া মানুষের হাতেই যাক নজরবন্দী! একজনও যদি বইটি পড়ে সাধুবাদ জানায় তাতেই পরম পাওয়া আমার।
আপনার মানবিক ইচ্ছাটুকু আমার ভালো লেগেছে। যদি কোন উপায় থাকে আমাকে জানাবেন, আমি ওপারে আপনার ওখানে নজরবন্দীর একটা সৌজন্য কপি পাঠিয়ে দেব। ফেসবুকে আমিঃ https://www.facebook.com/sarothiagni

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:০৭

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে বাহ !!
দারুণ দারুণ ফুল পাখি সব ব্লগারদের কিচির মিচির আনন্দের ছবি ! চমৎকার চমৎকার !
আহা ! বই মেলায় উপস্থিত হতে পেরেছি নজর এড়িয়ে এই বা কম কি ! সে সব কি সবাই কে বলে দিতে হয় ? দুলাভাই নজরবন্দী হাতে পেয়ে আবার উনার নজরে আমাকে বন্দী করেছেন, এ বেলা ২২ তারিখে দেখা হল না :(

পাঠ শেষে বিস্তারে বিস্তারিত জানাবো; অনেক অনেক শুভ কামনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০১

অগ্নি সারথি বলেছেন: আপা আপনি যে এসেছিলেন এই ঢেড় আমার জন্য। খুব ইচ্ছা ছিল আপা বইটা আপনার হাতে তুলে দেবো আমি নিজে। আমার সেই আশা পূর্ন হয়েছে। ধন্যবাদ আপা!

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৫৮

ফেরদৌসা রুহী বলেছেন: সবাইকে দেখে ভালো লাগছে। দেশে এসে বইটি অবশ্যই সংগ্রহ করবো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০২

অগ্নি সারথি বলেছেন: মনিরাপা-র মত চলে আসেন উইরা।

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৮

মা.হাসান বলেছেন: বইটির জন্য শুভ কামনা। ২৩ তারিখে আসার ইচ্ছা আছে। কপি নিঃশেষ হয়ে গেলে পরে অনলাইনে পাবার ব্যবস্থা রাখবেন প্লিজ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভ্রাতা! দেখা হবে।

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ! চমৎকার!! নজরবন্দী'র নজরকাড়া পাঠকপ্রিয়তায় শুভেচ্ছা রইলো সুপ্রিয় ব্লগার। খুব ইচ্ছে আছে দ্রুত বইটি সংগ্রহ করে পাঠ করার।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইলো।

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অবশেষে গতকাল নজরবন্দীর নজরে বন্ধী হলাম ;)

ফেরার পথেই এত তৃতীয়াশ পাঠের চৌম্বকীয়তায় ধরে রেখেছ, শেষটার আগ্রহ বুকে নিয়েই অফিস করছি। :)
নগন্য পাঠকের পাঠ প্রতিক্রিয়া নিয়ে আসছি শীঘ্রই ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.