নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

বানিশান্তার গল্প!

০৬ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৩




কি নাতিরা! নানীর ঘাটে নাও না ভিড়ায়াই চইলা যাইবা? ঘাট হতে আটপৌরে রমনীর এমন আহবানে সাড়া দেবার বিন্দুমাত্র ইচ্ছা শুভ্র'র না থাকলেও নৌকায় থাকা বাকী দুজন যে ভীষন রকম কৌতুহলী এবং একই সাথে কামোদ্দীপিত হয়ে উঠেছিল তা তাদের মুখ চাওয়া-চাওয়ি দেখেই বোঝা যাচ্ছিল, প্রতীক্ষাটা ছিল শুধু শুভ্র'র সম্মতির। ইশারা পাওয়া মাত্র নৌকা ভীরে গেল নানীর ঘাটে।

ঘাটে নৌকা ভেরা মাত্র সহযাত্রীরা যে যার মত হারিয়ে গেল লোকালয়ে। লোকালয় বললে লোকালয় শব্দটার অপমান হয়, ভদ্রলোকের ভাষায় এটিকে মাগীপাড়া বলাই শ্রেয়। আর এই মাগী পাড়াতেই পূরন হয় কারো জৈবিক চাহিদা আর কারো বা মৌলিক। নানী ঘাটের নিয়ত ভেংগে চলা পাড় হতে প্রমত্ত্বা পশুরের একটার পরে আরেকটা ঢেউয়ের আছড়ে পড়া দেখে চলছিল শুভ্র। পেছন হতে খিল খিল করে হেসে ওঠে অপরুপা ষোড়শীনি। শুভ্র'র এমন ঢেউ গোনা দেখে চপল চাহনি নিয়ে বলে বসে, বানিশান্তায় আইয়া কেউ এরাম কইরা খাড়ায়া খাড়ায়া পানি দেহে? হি হি, কেমন পুরুষ! ধোন নাইক্কা!

মেয়েটির নাম রুপালি! এত সুন্দরী একটা মেয়েকে বানিশান্তায় আবিস্কার করাটা সত্যি দুঃখ জনক। হয়তোবা তার এখানে আসবার পেছনে রয়েছে একটা মর্মান্তিক গল্প। শুধু রুপালি নয় এই পাড়ার প্রত্যেকটা রুপালির এমনকি খোদ বানিশান্তারই রয়েছে একটা দুঃখ ভরা অতীত।

পুরুষের যে সব সময় সেই বস্তুটা থাকতে হবে এটা জরুরী নয়, রুপালিকে ছোট্ট করে প্রতি উত্তর করে শুভ্র!
হা হা হা! এই নানীর ঘাটে ধোন ছাড়া কোন পুরুষ ঢুকেনা সাহেব। অবশ্য ঐ বস্তু নিয়ে আপনারা না ঢুকলে আমাদের পেট চলবে কি করে?
বানিশান্তার আর সেই দিন নেই সাহেব। অথচ এখানে নাকি একসময় দেশ বিদেশের খদ্দের গিজ গিজ করত। নাবিক, ব্যাবসায়ী, সারেং তাদের যাত্রা পথে বন্দরে যখন নোংগর তুলত তখন নাকি তাদের বিশ্রামের জায়গাই ছিল এই বানিশান্তা। এখন বানিশান্তায় কেউ মুততেও আসে না সাহেব।
অভিশাপ সাহেব, অভিশাপ! সমুদ্র দেবতা সহ্য করে ঠিক আছে কিন্তু আর কত পাপ সে সহ্য করবে সাহেব! তিন তিন বার বানিশান্তার ঠিকানা বদল হইছে কিন্তু সমুদ্র দেবতা কোথাও তারে থাকতে দেয় নাই, ভাইংগা নিয়া গেছে। ঝড় দিয়া পুরা গ্রাম লন্ড ভন্ড কইরা দিছে। খাবার পানির তো কোন জায়গা রাখে নাই। এরপরও আমরা কিছু মানুষ এখানে আছি, বানিশান্তা বড়ই মায়া সাহেব।
অনেক কথাই বললাম গো সাহেব! এখন কও পকেটে একশো টাকা আছে কিনা, থাকলে আমার ঘরে চলো দেখি। সকাল থেকে এখন পর্যন্ত বহনি করি নাই। দাদা-মাসী আজ হয়তো আমার পিঠের চামড়া রাখবেনা।

আমার ঘরে যাওয়া লাগবেনা রুপালি! এই নাও তোমার একশ টাকা।

রুপালির ঠোটে তখন ছিল বিদ্রুপের হাসি। ভিক্ষা চাইনি গো সাহেব। কাজ করে মজুরী চেয়েছিলাম। আপনারা যেমন অপিসে যান, কাজ করেন আর মাস শেষে মাইনে নেন। আমাদের এটাও তো তেমনই! আমরাও কাজ করে মজুরী নেই! ফারাকটা শুধু সামাজিক স্বীকৃতির!

রুপালি একশো টাকা নেয় নাই। সংগীরা সকলেই চলে এসেছে। নৌকাও ছেড়ে দিয়েছে। বানিশান্তা ছাড়িয়ে নৌকা এগিয়ে চলছে সভ্য নগরীর দিকে।

সহস্র নির্ঘুম রাত্রী তাড়িয়ে,
শ্রান্ত নাবিক! ফিরতি পথে,
এক জোড়া শোন্য পৌরুষ দৃষ্টি!
জানে শুধু, মমতাময়ী বানিশান্তা।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৮

ইলি বলেছেন: মমতাময়ী বানিশান্তা।

০৭ ই মার্চ, ২০২০ রাত ১:০২

অগ্নি সারথি বলেছেন: বানিশান্তার অন্য আরেক রুপ!

২| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ৮:১১

ইসিয়াক বলেছেন: চমৎকার বুনন।
শুভসকাল

০৭ ই মার্চ, ২০২০ সকাল ৮:৩৯

অগ্নি সারথি বলেছেন: শুভ সকাল ভ্রাতা!

৩| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: সত্য গল্পই লিখেছেন।
একবার আমি মংলা দিয়ে বোটে করে সুন্দরবন যাওয়ার পথে- অনেক গুলো মেয়ে পাড়ে এসে চিৎকার করে বলছিলো- একটু বিশ্বাম নিয়ে যাও। চা-পান খেয়ে যাও।
মিথ্যা বলব না, মেয়ে বেশ সুন্দর ছিলো।

০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৬

অগ্নি সারথি বলেছেন: এজন্যই বলেছি মমতাময়ী বানিশান্তা! ধন্যবাদ রাজীব নুর ভাই। ভাবীকে আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন।

৪| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চমৎকার ! চমৎকার প্রিয় অগ্নি সারথি।

০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৭

অগ্নি সারথি বলেছেন: ব্লগে নিয়মিত লেখবার চেষ্ঠা করছি! শুভকামনা জানবেন ভ্রাতা।

৫| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:২২

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার উপস্থাপন ,

০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৮

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই!

৬| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন: ব্লগে নিয়মিত লেখবার চেষ্ঠা করছি! শুভকামনা জানবেন ভ্রাতা।

এটাই আমাদের চাওয়া। আপনি নিয়মিত হন। ব্লগ মুখরিত হোক। শুভকামনা রইল।

০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৯

অগ্নি সারথি বলেছেন: ইনশাল্লাহ ভাই!

৭| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দৃষ্টি ভঙ্গির ভিন্নতা ভাবনাকেও ভিন্ন করে তোলে বৈকি!

কামজ আর নিষ্কাম - তেমনি আকাশ জমিন ব্যবধান গড়ে তোলে ভাবনায়
ঢেউ গোনার কথায় গানটা মনে পড়লো - - -
যে নদীর তল ছিলনা কুল ছিল না ছিল শুধু ঢেউ..
আমার একটা নদী ছিল জানলো নাতো কেউ ;)

+++

০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৪০

অগ্নি সারথি বলেছেন: পেলাস মাইনাস চাই না। ম্যালা গুলা অভিযোগ ছিল জনাব।

৮| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এত সুন্দরী একটা মেয়েকে বানিশান্তায় আবিস্কার করাটা সত্যি দুঃখ জনক।সেখানে সাধারণত অসুন্দরীদের ঠাই হয়না।
আপনার লেখা মাটির কাছাকাছি মানুষের কথা বলে। শুভকামনা রইলো অগ্নিদা।

০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৪১

অগ্নি সারথি বলেছেন: লিটন ভাই! কিছু মানুষের প্রশংসা বার্তা সত্যিই অনুপ্রেরনা যোগায়। আপনি একজন। কৃতজ্ঞতা জানবেন ভাই।

৯| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৬

ডট কম ০০৯ বলেছেন: সুন্দর একটা গল্প এত অল্পেই শেষ হয়ে গেল। মনে অতৃপ্তি রেখে এত তাড়াতাড়ি শেষ করে দেয়াটা মেনে নিতে পারছি না।আপ্নার লেখার হাত ভাল।

০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৪

অগ্নি সারথি বলেছেন: সত্যি বলতে কি ভাই! বড় করেই লিখছি। একটু বানিজ্যিক চিন্তা আছে আরকি।

১০| ০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এজন্যই বলেছি মমতাময়ী বানিশান্তা! ধন্যবাদ রাজীব নুর ভাই। ভাবীকে আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন।

শুভেচ্ছা জানিয়ে দিয়েছি।

০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৫

অগ্নি সারথি বলেছেন: :) :) :)

১১| ০৭ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৯

আহমেদ জী এস বলেছেন: অগ্নি সারথি,





অসহায় কিছু মানুষের কথা!

গল্পের 'রুপালী'র মতো আরেক রুপালীর কাহিনী এখানে কবিতায় ----কোন এক রাতবিহারিনীকে ..................

০৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:২১

অগ্নি সারথি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ভাই!

১২| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১২:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এরকম গল্প বানি শান্তা ছাড়াও আর অনেক স্হানে আছে,
....................................................................................
কিন্ত এর কোন সামাজিক দ্বায়িত্ব বোধ নাই কেন ?

০৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:২১

অগ্নি সারথি বলেছেন: সত্য ভাই! সামাজিক দায়িত্ববোধটা জরুরী!

১৩| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকদিন পর আপনার লেখা পড়লাম।

বানিশান্তার অন্যরূপটাও দেখা হলো।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪১

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ জানবেন মাইদুল ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.