নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম আপনাকে :)

আমি যারে চাই রে, আমি তারে পেয়েও হারাই রে

আহসান আল আজাদ

আমি আহসান, পড়াশুনা করছি, বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা, আর আমি ব্লগ এর জগতে নতুন একজন মানুষ, চেষ্টা করব নতুন কিছু করতে। আপনাদের সবার সহযোগিতা পাবো আশা রাখি :)

আহসান আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

একাত্তরের হাতিয়ার , গর্জে উঠুক আরেকবার । জামাতীদের বর্জনের সময় এখন ই ----

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

১. ইসলামী ব্যাংক লিমিটেড



২. ইবনে সিনা ট্রাস্ট



৩. দৈনিক নয়া দিগন্ত, দিগন্ত টেলিভিশন ও সংগ্রাম পত্রিকা



৪. বেসরকারি শিক্ষা বিশ্ববিদ্যালয়: চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, ঢাকার মানারত বিশ্ববিদ্যালয়, এর বাইরে আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে, যেগুলোর মুল বা সিংহভাগ মালিক জামাতীরা। যেমন, নর্দান ইউনিভার্সিটি ও ইষ্টার্ণ ইউনিভার্সিটি। পাশাপাশি আছে গ্রীন ইউনিভার্সিটি ।



৫. কোচিং সেন্টার: বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘ফোকাস’, মেডিকেলে ভর্তির জন্য ‘রেটিনা’, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য ‘কনক্রিট’, ‘কনসেপ্ট’ ও ‘এক্সিলেন্ট’ কোচিং , সাকসেস ।



৬. ব্যবসায়ীক প্রতিষ্ঠান: মীর কাশেম আলরি কেয়ারি গ্রুপ রিয়েল এস্টেটের সঙ্গে জড়িত। সেন্টমার্টিন যেতে যে কেয়ারি সিন্দবাদ নামের ফেরি জাহাজ আছে, সেটিও মীর কাশেম আলীর।

আবুল কাশেম হায়দার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা ছিলেন। তার ইয়ুথ গ্রুপ থেকে তৈরি হতো ভার্জিন ড্রিংকস।

মেট্রো শপিং সেন্টারের মালিকও জামাতী।



৭. রিয়েল এস্টেট মিশন গ্রুপও জামাতীদের।



৮. মেডিনোভার বিরুদ্ধেও অভিযোগ এইখানে জামাতি ছাড়া রিক্রুট হয় না।



৯. বাস সার্ভিসের মধ্যে সালসাবিল, আবাবিল, অনাবিল নাকি জামাতের.



১০. জামাত-শিবিরের প্রকাশিত বইগুলো যার লেখক মওদুদী, সাঈদী ।



১১. নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান> ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড।

ইন্সুরেন্স কোম্পানী> ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কো. লি., ইসলামী ইন্সুরেন্স কো. লি.



১২. কিশোর কন্ঠ নামে একটা শিশু কিশোর পত্রিকা ।



এখানে সব নাম দেওয়া গেলো না। এটি আপডেট করা যেতে পারে। আপনারাও বলতে পারেন এরকম আরও নাম।



ধন্যবাদ সবাইকে । জয় বাংলা ।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

ফারমার বলেছেন: এটাই একমাত্র সমাধান; ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের অর্থনীতি দখল করে নিয়েছে!

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: আরে হাদা রাম....

সারাদেশেই জামায়াতের প্রতিষ্ঠান ছড়িয়ে অঅছে..কতটার কথা বলবি!!

আজ দেখলি..তোদের দাম্বাদের আন্দোলন আওয়ামী অঅন্দোলনে রুপ নিয়েছে!

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

হারানো ওয়াছিম বলেছেন: ইসলামি হাসপাতাল।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: Click This Link

Click This Link

আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ

কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

মোমের মানুষ বলেছেন:
সেন্টমার্টিন যেতে যে কেয়ারি সিন্দবাদ নামের ফেরি জাহাজ আছে, সেটিও মীর কাশেম আলীর।

আয় হায় সবই দেহি জামাতি গো! এখন কি হইব?

সেন্টমার্টিন জার্নিটাই নষ্ট হইয়া গেল

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

কানের নিচে তবলা বাজামু বলেছেন: রাজাকারের ঠাই নাই।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

ফোনেটিক বলেছেন: বাহ! জামাতের পুরা অর্থ উৎস ই তুলে ধরেছেন। ধন্যবাদ

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

আনোয়ারুল আশিক বলেছেন: ভাই আমার পোস্টে একটা লিঙ্ক দিয়ে দেন কষ্ট করে।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

আনোয়ারুল আশিক বলেছেন: View this link

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

...ধরলা পারের ছেলে বলেছেন: পাগল কি গাছে ধরে? B:-)

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

মশামামা বলেছেন:



ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.