নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম আপনাকে :)

আমি যারে চাই রে, আমি তারে পেয়েও হারাই রে

আহসান আল আজাদ

আমি আহসান, পড়াশুনা করছি, বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা, আর আমি ব্লগ এর জগতে নতুন একজন মানুষ, চেষ্টা করব নতুন কিছু করতে। আপনাদের সবার সহযোগিতা পাবো আশা রাখি :)

আহসান আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

কক্সবাজার বিষয়ে তথ্য চাই (যারা জানেন প্লিজ হেল্প করুন)

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:০৬

আগামী মাসের প্রথম দিকে কক্সবাজার ঘুরতে যেতে চাইছি। সময় খুবই অল্প ২ দিনের জন্য মাত্র। কিছু বিষয়ে তথ্য পেলে খুবই উপকৃত হবো। যাচ্ছি ৪ বন্ধু।



১। এই অল্প সময়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ছারা আর কি দেখা যায়। মানে নির্দিষ্ট ১/২ টা জায়গার নাম।



২। থাকার জন্য কম খরচে মোটামুটি ভালো কোন হোটেল হবে?



৩। ভালো (ভালো মানে হাইফাই না, ভালো না স্বাস্থ্যসম্মত) খাবার হোটেল কোনটা হবে?



.আমি ঠিক করেছি হানিফ পরিবহণে যাবো। তাই ওদের কাউন্তারের আশেপাশে হোটেল হলে খুবই ভালো হয়।



.যারা জানেন প্লিজ হেল্প করুন। যারা জানেন না তাদের পরিচিত যদি কেও থাকে তবে তাদের একটু হেল্প করতে বলুন প্লিজ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৫

হেডস্যার বলেছেন:
কক্সবাজারে কিছু লবন পানি আর বালু ছাড়া দেখার মত তেমন কিছু নাই। না যাওয়াই ভালো। /:)

২| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১২

তাসজিদ বলেছেন: 1. দেখতে পারেন হিমছড়ি, ইনানি সৈকত।

২. সস্তায় থাকতে হলে hotel sea park এ থাকতে পারেন। ভাড়া ১০০০ টাকা/দিন। kfc র পাঁশেই।

আর খাবার হোটেল সবই more or less same

৩| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১০

রাজাধিরাজ বলেছেন: টেনশন নিয়েননা, যাইবেন-নামবেন রিক্সাওয়ালারে কইবেন(রেট বইলা দিয়েন) হোটেল দেখাইতে(হোটেলের অভাব নাই), দেখবেন পছন্দ হইলে দরদাম(রেট কলাতলি রোডের গুলা মোটামুটি সেম ৮০০-১২০০/দিন, ৫*,৪*,৩* বাদে) করবেন-নিবেন, নাইলে অন্যখানে ট্রাই দিবেন। ঘুরাঘুরি উপ্রে একজন দিসেন। এই সিজনে কক্সবাজার অসাম উতাল সমুদ্র...

৪| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২১

বনসাই বলেছেন: নাইট কোচে ভোরে পৌঁছে ডলফিন-কলাতলী-লাবনী পয়েন্টে নামতে পারেন। রিক্সাওয়ালাকে বললে হোটেলে নিয়ে যাবে। হোটেল থেকে কমিশন পায় তারা। চেষ্টা করবেন বিচের কাছেই থাকতে। অফ সিজন তাই রেট এখন বেশ কম। খাবার রেস্টুরেন্ট মোটামুটি সব একই। মেনু এক দাম এক।
১ম দিন: সকালে বিচে ইচ্ছামতো ভিজবেন।
দুপুরে খেয়ে চুক্তিতে সিএনজি নিয়ে হিমছড়ি ও ইনানি বিচে যাবেন। রিক্সা নিলে সাইট সিইং ভালো হতে পারে তবে বেশ সময় লাগে যেতে। ইনানি বিচে আচ্ছা মতো ভিজে, ডাব খেয়ে শহরে ফিরবেন। সন্ধ্যার পর কক্সবাজার বিচে রাতে গল্প করবেন। ফিরতি পথে সৈকতের দোকান থেকে সেন্ডেল-বাদাম-আচার- এটা ওটা কিনতে পারেন। প্রায়ই সব পণ্যই বাংলাদেশী।
২য় দিন: আজও ভোরে বিচে ভিজে নিতে পারেন। সকালে নাস্তার পর মহেশখালী স্পিড বোটে ঘুরে আসতে পারেন। সেখানে মন্দির-রাখাইন পাড়া দেখতে পাবেন। আসলে সেখানের যাত্রাটাই আমার ভালো লেগেছিল। শহরে দুপুরের পর পরই ফিরে খাবার খেয়ে নেবেন। হোটেলে একটু বিশ্রাম বা লাগেজ গুছিয়ে সূর্যাস্ত বিচে নেমেই দেখে নিন। একটু ভিজতে চাইলে বারণ করবো না। শেষ মুহূর্তের কেনাকাটা করতে পারেন। শহরের বার্মিজ মার্কেটে এক চক্করও দেয়ার সময় পাবেন। রাতের খাবার খেয়েই হোটেল ফিরুন। ফ্রেশ হয়ে রাত ১১ টা থেকে ১টার বাসে চেপে চলে আসুন নিজ শহরে।

বিচে কিছু ফোটোগ্রাফার পিছু নেবে। ছবি তুলতে চাইলে নিজেদের ক্যামেরাকে ভরসা করুন, ওদের থেকে ছবি তোলাতে আগেই সংখ্যা বলে দেবেন।

৫| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৮

মুহিব বলেছেন: বাস কাউন্টারের পাশে থাকলে তো খোন মজাই পেলেন না। লাবনী পয়েস্টে কল্লোল/মিডিয়াঞোটেলে উঠুন। এখন এত্ত এত্ত হোটেল যে এ নিয়ে খুব বেশী চিন্তার কিছু নেই। সেইন্ট মার্টিন্স না গেলে কক্সবাজারের শহর, ইনানী, হিমছড়ি ঘুরতে পারেন। আবার মহেশখালিও যেতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.