নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম আপনাকে :)

আমি যারে চাই রে, আমি তারে পেয়েও হারাই রে

আহসান আল আজাদ

আমি আহসান, পড়াশুনা করছি, বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা, আর আমি ব্লগ এর জগতে নতুন একজন মানুষ, চেষ্টা করব নতুন কিছু করতে। আপনাদের সবার সহযোগিতা পাবো আশা রাখি :)

আহসান আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

সাধারণ জ্ঞানঃ অতীতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনসমূহের তারিখ ও ফলাফল

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:২২

> প্রথম জাতীয় সংসদ নির্বাচন ৭ই মার্চ ১৯৭৩

মোট ভোট সংগৃহীত হয়েছিল ৫৪.৯%।



> দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯

মোট ভোট সংগৃহীত হয়েছিল ৫১.৩%।



> তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ৭ই মে ১৯৮৬

মোট ভোটারের ৬১.১% ভোট সংগৃহীত হয়েছিল।

(বিএনপি এই নির্বাচনটি বর্জন করেছিল)



> চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন ৩রা মার্চ ১৯৮৮

মোট ভোটারদের মধ্যে ৫২.৫% ভোট গৃহীত হয়েছিল।

(নির্বাচনটি প্রধান দুই দল বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্জন করেছিল)



> পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ২৭শে ফেব্রুয়ারি ১৯৯১

মোট ভোট গৃহীত হয়েছিল ৫৫.৪%।



> ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬

মোট ভোট গৃহীত হয়েছিল ২১%।



> সপ্তম জাতীয় সংসদ নির্বাচন জুন ১২, ১৯৯৬

মোট ভোট গৃহীত হয়েছিল ৭৫%।



> অষ্টম জাতীয় সংসদ নির্বাচন আক্টোবর ১, ২০০১

মোট ভোট গৃহীত হয়েছিল ৭৫%।



> দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন বাতিল হয় ২০০৬ সালের ২২ জানুয়ারি।



> নবম জাতীয় সংসদ নির্বাচন ২৯শে ডিসেম্বর ২০০৮ সালে।

মোট ভোট গৃহীত হয়েছিল ৮৭%।



> দশম জাতীয় সংসদ নির্বাচন ৫ই জানুয়ারি ২০১৪ সালে।

মোট ভোট গৃহীত হবে .......।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৪

পাঠক১৯৭১ বলেছেন: ৫৭% বা তার বেশী ভোট গৃহিত হবে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৪

আহসান আল আজাদ বলেছেন: সহমত :)

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৮

মেনন আহমেদ বলেছেন: ঘাতক ১৯৭১ কয় কি :) :) :D :D :D =p~ =p~ =p~ =p~

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৫

আহসান আল আজাদ বলেছেন: থাক, কিসু কইলাম না !

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৩

দিবা স্বপ্ন বলেছেন: ১০০% বা তার বেশি।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২

রাজীব বলেছেন: আমার মনে হয় ৭৫% ভোট গৃহীত হবে। এটি না পারলে বলতে হবে যে নেতা কর্মীদের ট্রেনিং ভালো হয়নি।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬

Rubel rana বলেছেন: This is our voice declaring “We, the citizens of the PEOPLE’s Republic of Bangladesh do not accept this election”.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.