![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আহসান, পড়াশুনা করছি, বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা, আর আমি ব্লগ এর জগতে নতুন একজন মানুষ, চেষ্টা করব নতুন কিছু করতে। আপনাদের সবার সহযোগিতা পাবো আশা রাখি :)
> প্রথম জাতীয় সংসদ নির্বাচন ৭ই মার্চ ১৯৭৩
মোট ভোট সংগৃহীত হয়েছিল ৫৪.৯%।
> দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯
মোট ভোট সংগৃহীত হয়েছিল ৫১.৩%।
> তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ৭ই মে ১৯৮৬
মোট ভোটারের ৬১.১% ভোট সংগৃহীত হয়েছিল।
(বিএনপি এই নির্বাচনটি বর্জন করেছিল)
> চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন ৩রা মার্চ ১৯৮৮
মোট ভোটারদের মধ্যে ৫২.৫% ভোট গৃহীত হয়েছিল।
(নির্বাচনটি প্রধান দুই দল বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্জন করেছিল)
> পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ২৭শে ফেব্রুয়ারি ১৯৯১
মোট ভোট গৃহীত হয়েছিল ৫৫.৪%।
> ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬
মোট ভোট গৃহীত হয়েছিল ২১%।
> সপ্তম জাতীয় সংসদ নির্বাচন জুন ১২, ১৯৯৬
মোট ভোট গৃহীত হয়েছিল ৭৫%।
> অষ্টম জাতীয় সংসদ নির্বাচন আক্টোবর ১, ২০০১
মোট ভোট গৃহীত হয়েছিল ৭৫%।
> দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন বাতিল হয় ২০০৬ সালের ২২ জানুয়ারি।
> নবম জাতীয় সংসদ নির্বাচন ২৯শে ডিসেম্বর ২০০৮ সালে।
মোট ভোট গৃহীত হয়েছিল ৮৭%।
> দশম জাতীয় সংসদ নির্বাচন ৫ই জানুয়ারি ২০১৪ সালে।
মোট ভোট গৃহীত হবে .......।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৪
আহসান আল আজাদ বলেছেন: সহমত
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৮
মেনন আহমেদ বলেছেন: ঘাতক ১৯৭১ কয় কি
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৫
আহসান আল আজাদ বলেছেন: থাক, কিসু কইলাম না !
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৩
দিবা স্বপ্ন বলেছেন: ১০০% বা তার বেশি।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২
রাজীব বলেছেন: আমার মনে হয় ৭৫% ভোট গৃহীত হবে। এটি না পারলে বলতে হবে যে নেতা কর্মীদের ট্রেনিং ভালো হয়নি।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬
Rubel rana বলেছেন: This is our voice declaring “We, the citizens of the PEOPLE’s Republic of Bangladesh do not accept this election”.
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৪
পাঠক১৯৭১ বলেছেন: ৫৭% বা তার বেশী ভোট গৃহিত হবে।