![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আহসান, পড়াশুনা করছি, বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা, আর আমি ব্লগ এর জগতে নতুন একজন মানুষ, চেষ্টা করব নতুন কিছু করতে। আপনাদের সবার সহযোগিতা পাবো আশা রাখি :)
আগামী মাসের প্রথম সপ্তাহে জীবনে প্রথমবারের মতো কলকাতা ভ্রমনে যাচ্ছি। খুব বেশীদিনের জন্য না। বড়জোর ৪/৫ দিন।
যেহেতু প্রথমবার তাই স্বাভাবিকভাবেই অভিজ্ঞতা শূন্য। তাই আসা-যাওয়া, থাকা-খাওয়া, ঘুরে বেড়ানো, সতর্কতা সহ সব বিষয়তে সাহায্য চাই। যে যেটুকু জানেন সেটুকুই সাহায্য করুন।
আশা করছি সব ধরনের সহযোগিতা পাব ব্লগার বন্ধুদের কাছ থেকে
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:৪০
আহসান আল আজাদ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি ঠিক জ্ঞান ধরনের। অর্থাৎ আসা-যাওয়া, থাকা-খাওয়া, ঘুরে বেড়ানো এসব বিষয় কিভাবে কোনটা করলে ভাল হয় এমন ধারনা চাইছিলাম।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৪ রাত ১:২০
আমি গাঙচিল বলেছেন: আপনি ঠিক কি ধরনের সাহায্য চাচ্ছেন।
টেক্সি ভাড়ার দিকে লক্ষ্য রাখবেন । একি ভাড়া কেউ ২০০ রুপি আবার কেউ ৪০০ রুপি চাইবে।
শ্রী লেদার নামক একটা শপ আছে, কলকাতায় মোটামোটি অদের অনেক শোরুম আছে। ভালো লেদার এর জিনিস পাবেন