নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম আপনাকে :)

আমি যারে চাই রে, আমি তারে পেয়েও হারাই রে

আহসান আল আজাদ

আমি আহসান, পড়াশুনা করছি, বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা, আর আমি ব্লগ এর জগতে নতুন একজন মানুষ, চেষ্টা করব নতুন কিছু করতে। আপনাদের সবার সহযোগিতা পাবো আশা রাখি :)

আহসান আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

২০১৫ সালের বইমেলার বইয়ের জন্য কবিতা আহবান !!

২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:১২

আনন্দের সাথে জানাচ্ছি যে দেশের প্রথম ও একমাত্র কবিতার পূর্ণাঙ্গ ওয়েবপোর্টাল বাংলার কবিতা ডট কম (http://www.banglarkobita.com) এর উদ্যোগে প্রথমবারের মতন একটি বই প্রকাশ হতে যাচ্ছে। যেখানে থাকবে শুধুমাত্র বাংলার কবিতা ডট কম এর লেখক/লেখিকাদের লেখা :



প্রথমেই বলে নেই; আমাদের নিবন্ধিত কবি অর্থাৎ কাব্যমেলার কবিদের সাথে আলোচনার মাধ্যমে আমরা ঠিক করেছি সবাই মিলে বইটা বের করার। অর্থাৎ বইয়ের খরচের ভাগটা আমরা সবাই মিলেমিশে দেব তাই সেভাবেই নোটিশ দেয়া হল।



আমরা আমাদের কার্যক্রমকে মোট ৩টি স্তরে ভাগ করেছি;



প্রথম স্তরঃ

১. আপনাকে অবশ্যই বাংলার কবিতা ডট কম ওয়েবপোর্টালে নিবন্ধিত লেখক/লেখিকা হতে হবে। (আপনি যদি নিবন্ধিত না হয়ে থাকেন তবে ওয়েবসাইটে কিভাবে নিবন্ধন করবেন সেটা জানতে এখানে ক্লিক করুনঃ http://goo.gl/w0v7Rh)

২. ওয়েবসাইটে আপনার লেখা ন্যূনতম ১০টি কবিতা থাকতে হবে।



দ্বিতীয় স্তরঃ

১. আপনার লেখা যেকোনো ৫টি কবিতা জমা দিন। (আপনার পছন্দনীয় যেকোনো বিষয়ের উপর লেখাই আপনি দিতে পারবেন তবে অবশ্যই তা ওয়েবপোর্টালে থাকতে হবে)

২. জমাকৃত লেখা অবশ্যই অপ্রকাশিত হতে হবে। বাংলার কবিতা ডট কম এর ওয়েবপোর্টাল ব্যতিত অন্য কোথাও প্রকাশিত হতে পারবেনা। অবশ্য যেকোনো সামাজিক যোগাযোগের মাধ্যম বা নিজস্ব ব্লগ এ পোস্ট করা হলে তা দেয়া যাবে। (লেখা যাচাইয়ের সময় আগে প্রকাশ হয়েছে এমন ধরা পরলে তা বইয়ের জন্য বিবেচনার বাইরে থাকবে।)

৩. লেখা জমা দেয়ার শেষ তারিখ; বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০১৪ইং

৪. পুরো কবিতা দেয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র কবিতার পেইজের লিংকটি দেবেন।

যেমনঃ http://www.banglarkobita.com/poem/view/5615 লক্ষ্য করুন, প্রতিটা কবিতারই এমন ইউনিক লিংক আছে। http://www.banglarkobita.com/poem/view/ এই পর্যন্ত সবারটাই এক। এরপরের নাম্বারটাই আসল। নাম্বার পর্যন্তই দেবেন। নাম্বারের পর আর কিছু থাকলে সেটা বাদ দিয়ে দেবেন।

৫. শুধুমাত্র ফ্যান পেইজ (http://www.facebook.com/BanglarKobitaWebsite) এর ইনবক্সে কবিতা জমা দেয়া যাবে।

৬. আবারো বলছি, শুধুমাত্র ৫টি কবিতার লিংক দেবেন পেইজের ইনবক্সে, আর শিরোনাম দেবেন "বইমেলা-২০১৫"

৭. একবার কবিতা জমা দেয়া হয়ে গেলে তা আর পাল্টানোর সুযোগ নেই। অতএব সময় নিয়ে, ভেবে চিন্তে আপনার সেরা লেখাটাই জমা দিন।



তৃতীয় স্তরঃ

১. এই পর্যায়ে আপনাকে জানানো হবে আপনার কবিতা বইয়ের জন্য নির্বাচিত হয়েছে কিনা।

২. নির্বাচিত কবিতার কবিগণ প্রত্যেকে ১,০০০/- (এক হাজার টাকা মাত্র) জমা দেবেন।

৩. বাংলাদেশের ভেতরে যারা তারা বিকাশ করবেন এবং দেশের বাইরে যারা তারা ব্যাংক এর মাধ্যমে পাঠাবেন।

(এই বিষয়ে বিস্তারিত শুধুমাত্র নির্বাচিত লেখক/লেখিকাদেরকেই জানানো হবে তাই এখানে দেয়া হল না।)



কবিতা নির্বাচনে বিবেচ্য বিষয়ঃ

প্রবীণ কিংবা তরুণ, খ্যাত কিংবা অখ্যাত কবি - এ সকল বিষয় নির্বাচকদের বিবেচ্য বিষয় থাকবে না। বিবেচ্য হবে রচিত কবিতাটি। বিষয়বস্তু, বক্তব্য, উপস্থাপনা, কাব্যভাষা, রূপকল্প, শব্দ-ছন্দ-উপমা-উৎপ্রেক্ষা, চিত্রকল্পের নতুনত্ব ও উপলব্ধির গভীরতা - কেবল এসবই কবিতা নির্বাচনের মানদণ্ড হিসাবে বিবেচিত হবে।



বই প্রকাশঃ

আমাদের বইটির মোড়ক উন্মোচনের সম্ভাব্য তারিখ; শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০১৫ইং।



বইয়ের নামঃ

প্রকাশিতব্য বইটির নাম হবে; পূরয়িতা; শব্দটির অর্থ পরিপূর্ণকারী।



একজনের কয়টি কবিতা থাকবে?

প্রত্যেকের ২টি করে কবিতা থাকবে।



কবিতার সংখ্যাঃ

বইতে মোট কবিতা থাকবেঃ ৪০টি



আপাতত আমাদের বইটি ২০ জনের ৪০টি কবিতা নিয়েই বের করার পরিকল্পনা তবে যদি আপনাদের সাড়ার উপর ভিত্তি করে এটা ৩০ জনের ৬০টা কবিতাতেও উন্নীত হতে পারে :)



কবিতা নির্বাচনে বাংলার কবিতা ডট কম কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।



বাংলার কবিতা ডট কম এর ওয়েবসাইটঃ http://www.banglarkobita.com

বাংলার কবিতা ডট কম এর ফেইসবুক ফ্যান পেইজঃ https://www.facebook.com/BanglarKobitaWebsite

শুধুমাত্র কবিদের জন্য ফেইসবুক গ্রুপঃ Click This Link

সবার জন্য উন্মুক্ত ফেইসবুক গ্রুপঃ Click This Link

বাংলার কবিতা ডট কম এর টুইটার আইডিঃ https://twitter.com/BanglarKobita

বাংলার কবিতা ডট কম এর ইস্টিশন ব্লগ আইডিঃ http://istishon.com/user/8145

বাংলার কবিতা ডট কম এর সামহোয়্যার ইন ব্লগ আইডিঃhttp://www.somewhereinblog.net/blog/banglarkobita



(নোটটি শেয়ার করে সবাইকে জানানোর বিশেষ অনুরোধ রইলো)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

বইতে এক জনের হলেই দেখতে ভালো লাগে

আর ম্যাগাজিন হলে ভিন্ন কথা।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৯

আহসান আল আজাদ বলেছেন: সংকলিত তো হতেই পারে ভাইজান :)

২| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সংকলনের ক্ষেত্রে একই থিম, প্রতিষ্ঠিত লেখক বাঁ সময়কাল প্রাধান্য পায় দেখে আসছি। এনিওয়ে, শুভকামনা।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৫

আহসান আল আজাদ বলেছেন: প্রতিষ্ঠিত লেখকগণও কিন্তু একসময় নতুনই ছিলেন !! বাংলার কবিতা ডট কম নতুনদের সেই "প্রতিষ্ঠিত" হওয়ার জন্যে একটু সাহায্য করতে চায়।

অসংখ্য ধন্যবাদ আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.