নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বি-বাড়ীয়ায় থাকি

আহসান

আহসান বাবুল

আহসান

আহসান বাবুল › বিস্তারিত পোস্টঃ

শাহবাগে ঘোষনাপত্র পাঠকারী ইমরান এইচ সরকার একজন গোরা আওয়ামীলিগার, জিয়ার কবর নিয়ে সে বলেছে, জাতীয় সংসদ প্রাঙ্গনে নাকি রাজাকারের কবর...!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২

আমরা যারা রাজাকারদের ফাঁসির দাবীতে শাহবাগ স্কয়ারের আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং যারা গত তিন দিন ধরে খেয়ে না খেয়ে এই শাহবাগে পরে আছি, তারা আজ সত্যিই হতাশ! আমাদের আশংকা-এই আন্দোলনের ফসল আওয়ামীলীগের ঘরেই যাচ্ছে। কিন্তু আমাদের তো প্রত্যাশা ছিল-শুধু রাজাকারদের ফাসিই নয়, বরং এই বিজয় ধরে রাখতে পারলে এই তরুনরাই একটা নতুন বাংলাদেশ উপহার দেবে। এখানে বাংলাদেশ রাজনীতিকদের হাত বদল হবে।

শাহবাগের এই তারুণ্যের স্রোত ও সমাবেশে কোন রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য দেবারই কথা ছিল না। অথচ আজ এই ব্যাপক মহাসমাবেশে বক্তব্য দেয়-ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ। সঞ্চালনায় ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্কের একজন কর্মীকে দেখা গেলেও তার আশেপাশে মঞ্চ জুড়ে ও সামনে রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। দলীয় নেতৃবৃন্দের মধ্যে ছিল-ছাত্রলীগের কেন্দ্রীয় সভপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, মহাজোটের শরিক জাসদ ছাত্রলীগের সভাপতি হোসাইন আমহদ তাফসীর, ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর রায় প্রমুখ।

মঞ্চের সামনে বিশাল জায়গা দখল করে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর উত্তর-দক্ষিণের শত শত ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ ওখান থেকে যে ঘাষনা পত্র পাঠ করে তার নাম ইমরান এইচ সরকার। সে ব্লগিং করে তবে পেশায় ডাক্তার। ইমরান আওয়ামীলীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)এর সাথে জড়িত। তার বিভন্ন ব্লগ ও ফেসবুক প্রোফাইল দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন, সে আওয়ামীলীগের রাজনীতির সাথে কতটা জড়িত এবং আওয়ামীলীগের একজন গোড়া সমর্থক।

সে তার ফেসবুকে https://www.facebook.com/dr.imran.bd জিয়াউর রহমানকে কটাক্ষ করে স্ট্যাটাজ এ লিখেছে, 'জাতীয় সংসদ প্রাঙ্গনে রাজাকারের কবর রেখে এই পুজা আর কতদিন? এই সার্কাস আর দেখতাম চায় না প্রজন্ম...এই শালাদের কোন নিশানা রাখা যাবে না এই বাংলায়।'



সে জাতির জনকের প্রশংশা করে লিখেছে, 'যে শ্রেনীরই হোক না কেন গর্ব করবার মত বাঙ্গালীর যা কিছু বিদ্যমান তার অন্যতম বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর ক্ষয় নাই।'

আমার কথা হলো-উনারা সবাই জাতীয় নেতা। তাদের অবদান নিশ্চয় রয়েছে। কাউকে হেয় করে এই ধরনের মন্তব্য যে করতে পারে, সে কীভাবে দলীয় লেজুরবৃত্তির বাইরে যেতে পারে??

তাহলে ধরে নিতে পারি-পেছন থেকে আওয়ামীলীগই এই আন্দোলনে কল-কাঠি নাড়াচ্ছে!!! এখন আমরা কি ছাত্রলীগের সোনার ছেলেদের খুন-খারাবী-টেন্ডারবাজী-দখলবাজীর কথা ভুলে যাব। দু:শাশনে সারা দেশের মানুষযে চাইছে একটা পরিবর্তন, তার কি কিছুই হবে না?

কিন্তু আমাদের তো প্রত্যাশা ছিল-শুধু রাজাকারদের ফাসিই নয়, বরং এই বিজয় ধরে রাখতে পারলে এই তরুনরাই একটা নতুন বাংলাদেশ উপহার দেবে। এখানে বাংলাদেশ রাজনীতিকদের হাত বদল হবে।

সময় এসেছে তরুণদের সামনে, নৌকা আর ধানের শীষের বিকল্প খুঁজে নেওয়ার.......এ সুযোগকে আমরা হাতছাড়া করতে দিতে পারি না।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: অযথা বিতর্ক সৃষ্টি করবেন না। আওয়ামিলীগ, বিএনপি সবাই বাংলাদেশের জনগন তাদের নিজস্ব চিন্তা ভাবনা থাকতে পারে, কিন্তু সবাই চায় রাজাকারের ফাসিঁ হোক, এটা বাংলাদেশের জনগনের প্রাণের দাবি, এবং এটা আমরা সবাই মানি।

আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ

কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

আহসান বাবুল বলেছেন: @ গেমা: কােয়স হায়দার চৌধুরী : আপনার থেকে আমি বেশী চাই রাজাকারদের ফাসিঁ হোক। গত ৩দিন ধরে আমার ভুমিকা শুনলে আপনি নিজেই অবাক হবেন।
কিন্তু আমার আশংকার সাথে আপনি কি একমত? জাতীয় নেতাদের নিয়ে যে ব্যক্তি এমন মন্তব্য করতে পারে এবং যে কিনা রাজনৈতিক ছত্র ছায়ায় আছে-তার হাতে আমরা এত বড় দায়িত্ব দিলাম কেন? এটাতো রাজনৈতিক মঞ্চ হোক আমারা কি তা চেয়েছি? বরং রাজনীতির বলয় থেকে পুরো দেশকে উদ্ধার করার এটা একটা সুযোগ ছিল না কি???

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে

Click This Link

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: Click This Link

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

বিডি আইডল বলেছেন: ইনি অনলাইনে কোন জায়গায় ব্লগিং/আ্যকটিভিটি করেন??

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

যোগী বলেছেন: ঘোষনাপত্রটা কি তোদের শিবিরের সভাপতিকে দিয়ে পাঠ কারাতে চেয়েছিলি?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

আহসান বাবুল বলেছেন: এই গালিটা কেমন হয়...?
শিবিররে অনেক আগে থেকেই চুদি.......এখন তোর মা আর বোনরে....র পালা।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: Click This Link

shomot vai

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

আইজ্যাক নিউটন বলেছেন: sohomot.. thik bolechen... kicu Bam Sagu r BAL joma hoise oikhane...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

আহসান বাবুল বলেছেন: ভাই বিষয়টাকে আমি আসলে এভাবে ভাবছিনা, আমার কষ্ট হচ্ছে---এত কষ্ট করলাম। কাল থেকে ভাবছি ওখানে আর যাব না। আমরাতো আওয়ামীলীগ বা বিএনপির জন্য এখানে সমাবেশ করিনি। কি পলিসিতে মাঠ এখন আওয়ামীলীগের দখলে চলে গেল...!!!

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

রহমানপন্ডিত বলেছেন: শাহবাগ চত্বরে আজ অন্তত কোন রাজনৈতিক বক্তব্য শোনার ইচ্ছে আমার ছিলনা। কিন্তু শুনতে হয়েছে। সকল কৃতিত্ব আ্ওয়ামী লিগের ঘরে চলে গেছে। এর কারণ হলো --- প্রথম থেকেই বিএনপি এর নীরবতা। বিষয়টি নিয়ে বিএনপি বরাবরই তার অবস্হান পরিস্কার করেনি বরং আকার ইংগিতে রাজাকার জামাতকে সমর্থন দিয়ে গেছে। সেটা আজ ফেরত আসছে।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ছাগু এলার্ট

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

সংকেত মাহমুদ বলেছেন: রহমানপন্ডিত বলেছেন: শাহবাগ চত্বরে আজ অন্তত কোন রাজনৈতিক বক্তব্য শোনার ইচ্ছে আমার ছিলনা। কিন্তু শুনতে হয়েছে। সকল কৃতিত্ব আ্ওয়ামী লিগের ঘরে চলে গেছে। এর কারণ হলো --- প্রথম থেকেই বিএনপি এর নীরবতা। বিষয়টি নিয়ে বিএনপি বরাবরই তার অবস্হান পরিস্কার করেনি বরং আকার ইংগিতে রাজাকার জামাতকে সমর্থন দিয়ে গেছে। সেটা আজ ফেরত আসছে।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

মাইকেল স্কোফিল্ড বলেছেন: পেছন
থেকে আওয়ামীলীগই এই আন্দোলনে কল-
কাঠি নাড়াচ্ছে

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

সংকেত মাহমুদ বলেছেন: জনতার এই স্বতর্ফুত সমাবেশে অযথা দলীয় রাজনীতির দাগ লাগাতে এসে , জনতার কাছে লাঞ্চিত হল আওয়ামী লীগের নেতা হানিফ আর সাহারা খাতুন । কইরা দেখেন ।
এইটা পরিষ্কার হইযা় গেলো যে, এই বিচারের দাবিটা শুধু কোনো দলের না।জনতার দাবি ।
তবে এই জনদাবির সাথে আওয়ামী লীগ সংহতি প্রকাশ কইরা নিজেদের দায় বাচবার চেষ্টা করছে , বিএনপিরও তেমনি এগিয়ে আসা উচিৎ ছিল ।এটা আরও দুঃখজনক ।প্রথম থেকেই বিএনপি এর নীরবতা। বিষয়টি নিয়ে বিএনপি বরাবরই তার অবস্হান পরিস্কার করেনি বরং আকার ইংগিতে রাজাকার জামাতকে সমর্থন দিয়ে গেছে।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

সংকেত মাহমুদ বলেছেন: একদফা-একদাবি লীগ বুঝি না, দল বুঝি না ,পলিটিক্স বুঝি না , সমগ্র বাঙ্গালী জাতির উপর যারা আঘাত হানছে জাতির শত্রু সেই দোষরদের ফাসি চাই । জয় বাংলা...!!!!!
যদি মনের আগুন দিয়ে আগুন জ্বালানো যেত.রক্ত
দিয়ে লিখে দিতে পারি ভাই,ওই কুলাঙ্গার গুলার ছাই ও
এই বাংলার আকাশে থাকতো না আজ।জয় বাংলা.

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

রহমানপন্ডিত বলেছেন: যেকোন রাজনৈতিক দলকে বলুনতো শাহবাগে চলমান আন্দোলনের মত একটি আন্দোলন গড়ে তুলতে বা আয়োজন করতে।

সাধারণ জনতার দাবির সাথে সংহতি প্রকাশ করার সুবাদে আওয়ামীলীগ সুযোগ পেয়েছে ও সুযোগ কাজে লাগিয়েছে। দুর্ভাগ্য বিএ্নপি সেটা বুঝতে অনেক দেরী করে ফেলেছে । আবার এখন যা বলছে তাও এলোমেলো ।

আমরা চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো এই বিষয়টিতে সংহতি প্রকাশ করুন। সম্পূর্ণ শক্তি নিয়ে আন্দোলন বেগ প্রদান করা। সব দলেই রাজাকার রয়েছে ---------- আমরা সব রাজাকারের বিচার চাই।

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫

অেসন বলেছেন: আপনি কিভাবে বুঝলেন এখানে জিয়াউর রহমানকে কটাক্ষ করা হয়েছে?
আমিতো স্পষটত বুঝতে পারছি তা রাজাকার খান এ সবুরকে লক্ষ্য করে একথা বলা হয়েছে।
সংসদ ভবনের পাশে খান এ সবুরের কবর। ভালোমতো না জেনে কারো চরিত্র হরনের চেষ্টা করবেন না।

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১

দন্ডিত বলেছেন: আমাদের জাতীয় সংসদ প্রাঙ্গনে প্রখ্যাত রাজাকার খান এ সবুর এর কবর আছে। উনি ঐটার কথাই বলেছিলেন। আপনার নিজের দেয়া স্ক্রীনশটেই এইটা আছে, ভাল করে দেখুন।

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬

আহলান বলেছেন: আর এফ এল পাইপ এর বিজ্ঞাপণ দেখছেন? ছাগলরে হরিণ এর রঙে রাঙিয়ে সস্তায় লোক ফাঁকি দেয়। ইমরাণ সাব হলেন গায়ে হরিণের চামড়া লাগানো জাত ছাগল। আর যারা তার উক্তিকে ডিফেন্ড করে বলছেন যে তিনি সবুর বাবুকে ইন্ডিকেট করেছেন, তারা বড় বুদ্ধিজীবি। কারণ সবুর বাবুর কবরে কেউ ফুল দেয় না, সুতরাং পূজা আর্চনার প্রশ্নই উঠে না, জিয়ার কবরে প্রায়ই ফুল দেয়া হয়,যাকে সে পূজা হিসাবে ইন্ডিকেট করেছেন। ফুল দিলেই যদি পূজা হয়, তাহলে বিএনপি জিয়ার পূজা করে আর আলীগ শেখ মুজিবের পূজা করে। অর্থাৎ দেশে মুসলমান বলতে কিছু নাই ..... সবাই উনার মতো (না)স্তিক .....??? আসলেই কি ওর নানা রাজাকার আছিলো?

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০

দন্ডিত বলেছেন: @আহলান আপনি ঐ থ্রেডটা পুরা পরছেন নাকি শুধু স্ক্রীনশট দেখছেন? যদি পুরা পড়ে থাকতেন তাহলে তো এত কনফিউশন হবার কথা না। ঐখানে আলোচনাই হৈতেছিল খান এ সবুর নিয়া। এবং তার নামে যশোরে রাস্তা আছে এইগুলাও উইঠা আসছে। খান এ সবুর নিয়া বিস্তারিত আলোচনা হৈতেছিল সেখানে।

১৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮

সৈয়দ ফয়সল রেজা বলেছেন: তিনটা কথা,

প্রথম কথা, জিয়াউর রহমানের মাজার জাতীয় সংসদ প্রাঙ্গনে না।

দ্বিতীয় কথা, এইখানে রাজাকার খান এ সবুরের কথা বলা হইসে জিয়ার কথা না।

শেষ কথা, তুই একটা ছাগু!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.