![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যারা রাজাকারদের ফাঁসির দাবীতে শাহবাগ স্কয়ারের আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং যারা গত তিন দিন ধরে খেয়ে না খেয়ে এই শাহবাগে পরে আছি, তারা আজ সত্যিই হতাশ! আমাদের আশংকা-এই আন্দোলনের ফসল আওয়ামীলীগের ঘরেই যাচ্ছে। কিন্তু আমাদের তো প্রত্যাশা ছিল-শুধু রাজাকারদের ফাসিই নয়, বরং এই বিজয় ধরে রাখতে পারলে এই তরুনরাই একটা নতুন বাংলাদেশ উপহার দেবে। এখানে বাংলাদেশ রাজনীতিকদের হাত বদল হবে।
শাহবাগের এই তারুণ্যের স্রোত ও সমাবেশে কোন রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য দেবারই কথা ছিল না। অথচ আজ এই ব্যাপক মহাসমাবেশে বক্তব্য দেয়-ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ। সঞ্চালনায় ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্কের একজন কর্মীকে দেখা গেলেও তার আশেপাশে মঞ্চ জুড়ে ও সামনে রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। দলীয় নেতৃবৃন্দের মধ্যে ছিল-ছাত্রলীগের কেন্দ্রীয় সভপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, মহাজোটের শরিক জাসদ ছাত্রলীগের সভাপতি হোসাইন আমহদ তাফসীর, ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর রায় প্রমুখ।
মঞ্চের সামনে বিশাল জায়গা দখল করে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর উত্তর-দক্ষিণের শত শত ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ ওখান থেকে যে ঘাষনা পত্র পাঠ করে তার নাম ইমরান এইচ সরকার। সে ব্লগিং করে তবে পেশায় ডাক্তার। ইমরান আওয়ামীলীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)এর সাথে জড়িত। তার বিভন্ন ব্লগ ও ফেসবুক প্রোফাইল দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন, সে আওয়ামীলীগের রাজনীতির সাথে কতটা জড়িত এবং আওয়ামীলীগের একজন গোড়া সমর্থক।
সে তার ফেসবুকে https://www.facebook.com/dr.imran.bd জিয়াউর রহমানকে কটাক্ষ করে স্ট্যাটাজ এ লিখেছে, 'জাতীয় সংসদ প্রাঙ্গনে রাজাকারের কবর রেখে এই পুজা আর কতদিন? এই সার্কাস আর দেখতাম চায় না প্রজন্ম...এই শালাদের কোন নিশানা রাখা যাবে না এই বাংলায়।'
সে জাতির জনকের প্রশংশা করে লিখেছে, 'যে শ্রেনীরই হোক না কেন গর্ব করবার মত বাঙ্গালীর যা কিছু বিদ্যমান তার অন্যতম বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর ক্ষয় নাই।'
আমার কথা হলো-উনারা সবাই জাতীয় নেতা। তাদের অবদান নিশ্চয় রয়েছে। কাউকে হেয় করে এই ধরনের মন্তব্য যে করতে পারে, সে কীভাবে দলীয় লেজুরবৃত্তির বাইরে যেতে পারে??
তাহলে ধরে নিতে পারি-পেছন থেকে আওয়ামীলীগই এই আন্দোলনে কল-কাঠি নাড়াচ্ছে!!! এখন আমরা কি ছাত্রলীগের সোনার ছেলেদের খুন-খারাবী-টেন্ডারবাজী-দখলবাজীর কথা ভুলে যাব। দু:শাশনে সারা দেশের মানুষযে চাইছে একটা পরিবর্তন, তার কি কিছুই হবে না?
কিন্তু আমাদের তো প্রত্যাশা ছিল-শুধু রাজাকারদের ফাসিই নয়, বরং এই বিজয় ধরে রাখতে পারলে এই তরুনরাই একটা নতুন বাংলাদেশ উপহার দেবে। এখানে বাংলাদেশ রাজনীতিকদের হাত বদল হবে।
সময় এসেছে তরুণদের সামনে, নৌকা, জামাতী রাজাকার, ধানের শীষের বিকল্প খুঁজে নেওয়ার.......এ সুযোগকে আমরা হাতছাড়া করতে দিতে পারি না।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
আহসান বাবুল বলেছেন: আমরা গতানুগতিক রাজনীতি চাইনা। কিন্তু শাহবাগও যে রাজনীতির বলয়ে বন্দি হয়ে গেল এটা ভাবতে কষ্ট হচ্ছে। আমাদেরকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলার কোন যুক্তি নেই....
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
মিজভী বাপ্পা বলেছেন: আমার মতে এই দেশ থেকে ৩ টা অপদার্থ দূর করা আমাদের তরুণ প্রজন্মের একান্ত কর্তব্য
১. সব রাজাকার/যুদ্ধাপরাধীদের একটাই শাস্তি ফাঁসি দেয়া এবং তাৎক্ষণিক সেটা কার্যকর করা।
২. আওয়ামী লীগের ছাগুদের এ দেশ থেকে বিতাড়িত করা
৩. বিএনপি জামাতের ছাগুদের এ দেশ থেকে বিতাড়িত করা!!!
তাহলে আমরা একটি নতুন বাংলাদেশ পাব!!!নয় তো বা এসব ছাগুরা এ আন্দোলনকে রাজনৈতিক ইস্যু বলে চালিয়ে দেবে আর আমাদের এ আন্দোলনকে পন্ড করে দিবে!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
আহসান বাবুল বলেছেন: ভাই প্রথম দাবীটা সঠিক। তবে দ্বিতীয় ও তৃতীয় দাবীর প্রেক্ষিতে আমার বক্তব্য হলো-বিএনপি, আওয়ামীলীগরে দেশ ছাড়া না কইরা বরং তাদেরকে দেশেই রাইখা আমরা বরং দেশ পরিচালনা করে দেখিয়ে দিতে পারি কিনা?
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
doha057 বলেছেন: এই আন্দোলন, জন সাধারণের আন্দোলন। এই আন্দোলন বিক্রয়ের জন্য নয়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
আহসান বাবুল বলেছেন: আমরাতো চাইছিলাম-এ আগুনে জ্বলবে শিবির, জ্বলবে হাওয়া ভবন ও সুদাসদন! কিন্তু হইলোটা কি???
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
নাজমুল৪৩৩ বলেছেন: হ ভাই বুঝলাম, আফণে একটা জিনিস। ঊট্টাল - পাঠাল কইরা হালাঈছেণ। ছাগূ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
আহসান বাবুল বলেছেন: এই গালিটা কেমন হয়...?
শিবিররে অনেক আগে থেকেই চুদি.......এখন তোর মা আর বোনরে....র পালা।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
কলাবাগান১ বলেছেন: জামাতি বিনপি বুদ্ধিজীবি ইমাজ উদ্দিন, আসিফ নজরুল, পিয়াস করিম, শফিক রেহমান এদের তো নৈতিক বলটাই নাই শাহবাগে যাওয়ার
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
আহসান বাবুল বলেছেন: কে বলেছে তাদের শাহবাগ যেতে হবে। কিন্তু বিশ্বজিৎকে যারা কোপাইয়া মারল ছাত্রলীগের ওই দলের নেতাদের এই মঞ্চে কেন? কেউ ঘার ধইরা নামাইয়া দিল না কেন?
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
সরলপাঠ বলেছেন: আপনারা যে নামেই আন্দোলন করুন শেষ পর্যন্ত এটা রাজনীতির হিসাব নিকাশ - দেখুন আমার বিশ্লেষন: Click This Link
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: জাতি আজ বুঝে গেছে....
যুদ্ধাপরাধ-ট্রাইব্যুনাল-রায়-বিদ্রোহ..সবই আওয়ামী নাটক!
সময় অঅসছে..কড়া জবাব দেওয়ার।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: নিন্দুকেরা মারা খা।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩
মিশুক৩১ বলেছেন: এদের কাউকে চাইনা, তরুনরা যেন একটা তৃতীয় প্লাটফর্ম করতে পারে ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
নায়করাজ বলেছেন: সাহস থাকে তো নৌকা আর ধানের শীষের বাইরে ভোটটা দিয়া দেখান। নাইলে অফ যান।