নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বি-বাড়ীয়ায় থাকি

আহসান

আহসান বাবুল

আহসান

আহসান বাবুল › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতাসীন আওয়ামীলীগের কয়েকজন রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা :

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮



১) খন্দকার মোশাররফ হোসেন। লেবার মিনিষ্টার এবং হাসিনার বিয়াই, ৭১ সালে তার বাড়িতেই পাকবাহিনীর ক্যাম্প ছিলো। এই মোশারফের বাবা ছিলেন ফরিদপুরের শান্তি কমিটির চেয়ারম্যান।.

২) স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর… ১৯৭১ সালে যুদ্ধের ৯ মাস ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) ছিলেন। পাকিস্তান রক্ষার জন্য রাজাকার বাহিনী নিয়োগ কর্তা ছিলেন (বলেছেন বঙ্গবীর কাদের সিদ্দীকি বীর উত্তম)।.

৩) এইচ এন আশিকুর রহমান…… আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও বর্তমানে রংপুর-৫ আসনের এমপিএবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি.. ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে আশিকুর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা।.

৪) সাজেদা চৌধুরী …সংসদ উপনেতা ও শেখ হাসিনার ফুফু। পাকিস্তানের গেজেট করা রাজাকার। ৭/৮/১৯৭১ তারিখের পাকিস্তান সরকারের গেজেটবদ্ধ।.

৫) ১৯৯৬ এর কেবিনেটে জামালপুরের নুরু রাজাকারকে ধর্মপ্রতিমন্ত্রী বানিয়েছিলো হাসিনা।.

6। লিয়াকত আলী -হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি.

লিয়াকত আলীসহ ৮ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হয়েছে। হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী হচ্ছেন লাখাই কৃষ্ণপুর গ্রামের হরিদাস রায়। মামলায় ২৫ জনকে সাক্ষী করা হয়েছে।.

এজাহারে বলা হয়েছে, ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর রোববার ভোর ৫টা থেকে বিকেল ৫টার মধ্যে প্রধান আসামী লিয়াকত আলীর নেতৃত্বে পাক বাহিনী উপজেলার কৃষ্ণপুর, গদাইনগর ও চণ্ডিপুর গ্রামে ১২৭ জনকে হত্যা করে। আরজিতে শহীদ ৪৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।.

7।আকবর আলীর -বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি.

মুক্তিযুদ্ধের সময় বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হয়েছে। আকবর আলী কিছুদিন আগেও আওয়ামী লীগের উপজেলা কমিটির সহ-সভাপতি হিসেবে সক্রিয় ছিলেন।.

১৯৭১ সালের ১৭ মে আসামি আকবর আলী পাক হানাদার বাহিনীকে সঙ্গে নিয়ে বাদীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন এবং যাবার সময় আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেয়। প্রামাণিকের ছেলে আকবর আলী পাক হানাদার বাহিনীর সহযোগী ও শান্তি কমিটির নেতা হিসেবে পরিচিত। তিনি এলাকায় নারী ধর্ষণ ও লুটপাটে পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছেন।.

8।আব্দুল হামিদ গাজী -(তথা কথিত আওয়ামী মুক্তিযোদ্ধা ) শ্যামনগর থানার কাশিমারি গ্রামের কানাই গাজীর পুত্র.

9।আনোয়ার হোসেন কারিকর -বর্তমানে সাতক্ষিরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি.

10।আদর আলী কারিকর- (আনোয়ার হোসেন কারগরের ভাই).

৬।আব্দুস সবুর মোল্লা -সাতক্ষিরার শ্যামনগর উপজেলা কৃষক লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী।.

11।ছইলউদ্দীন তরফদার-কাশিমারি ,শ্যামনগর,সাতক্ষিরা.

12।আব্দুল হক তালুকদার-কাশিমারি, শ্যামনগর, সাতক্ষিরা.

13।আব্দুস সবুর মোল্লা-কাশিমারি ,শ্যামনগর,সাতক্ষিরা.

14। রহিম পাড় -কাশিমারি ,শ্যামনগর,সাতক্ষিরা.

১5।সেলিমের বেয়াই মুসা বিন শমসের.

16।হাসিনার বেয়াই মোশাররফ- ফরিদপুরের শান্তি কমিটির লীডার.

17। আনোয়ার হোসেন- আওয়ামী লীগের সাংসদ.

18।মাওলানা নুরুল ইসলাম- সাবেক ধর্মমন্ত্রী.

19। চৌধুরী পিরু মিয়া- সিলেট-৩ আসনের সাংসদ.



মুক্তি যুদ্ধের তথাকথিত ধারক বাহক দের কাছে আমার প্রশ্ন, বর্তমানে আওয়ামী ও বাম রাজনীতির এই সমস্ত রাজাকার দের বিচার আপনারা চাইবেননা কেনো?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

আইজ্যাক নিউটন বলেছেন: সময় এসেছে এদেরও বিচার করার

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

জ্ঞাতিবৈর বলেছেন: তথ্য উপাত্ত যোগার করে মামলা করেন।

এভাবে লিষ্ট করে লাভ নাই।

আমি বুঝিনা, বিএনপি কেন তা করছে না!!

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

জালাল উদ্দিন ফরিদী বলেছেন: সত্য না মিত্থ্যা জানিনা। তবে প্রথমজনের ব্যাপারে মুক্তিযোদ্ধা মতিয়ূর তার বইয়া লিখেছিলেন। "যা রটে তার কিছু তো বটে।" এই কথা মনে রাখবেন এখন এই নিয়ম চলছেঃ দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। তার মানে কার গুরুত্ত বেশি তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

জালাল উদ্দিন ফরিদী বলেছেন: লীগ এদের পুষছে। যেইদিন এই সর্পগুলি ফণা তুলিয়া কামড় দিতে উদ্যাত হইবে, সেইদিন হয়ত লীগ বলিবে, "আজি হতে শত বর্ষ পরে কে তুমি মোরে কাটিতে চাহিছ, কী উদ্দেশ্য নিয়া?"

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

কলাবাগান১ বলেছেন: তথ্য উপাত্ত যোগার করে মামলা করেন।

এভাবে লিষ্ট করে লাভ নাই।

আমি বুঝিনা, বিএনপি কেন তা করছে না!!

কারন এদের কারোইর সংগ্রামে লিখা কলাম নাই

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

মিনেসোটা বলেছেন: একটু সবুর করুন, আগে জামাতী ছাগুদের শেষ করি, তারপর এদের ধরা হবে

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯

জালাল উদ্দিন ফরিদী বলেছেন: তবে তাই হোউক। তারুণ্য সত্যের পথে চলমান থাকুক। একে একে দূর হোক সব নৈরাজ্য, মিথ্যা আর খারাপ। সাপের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.