![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল ছিল বীর শ্রেষ্ঠ মতিউর রহমান এর ৪৪ তম মৃতুবার্ষিকী । বাংলাদেশের কোন মিডিয়ায় মতিউর রহমানের মৃতুবার্ষিকী নিয়ে কেউ কোন শোক বানী দেয় নাই, কেউ এডিট্রিয়াল পাতায় তার জন্য তেমন কোন কিছু লিখে নাই । মেইনস্ট্রীম মিডিয়ায় কোন নিউজ চোখে পড়ে নাই ।
আমরা আমাদের বীরদের মনে না রাখলেও পাকিনাস্তানীরা কিন্তু ঠিকই তাদের দেশের দৃষ্টিকোন থেকে তাদের বীরদের ঠিকই সম্মান করে , পুরস্কৃত করে, তাদের স্মরন করে ।
http://www.dawn.com/news/1201669/
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৪
শতদ্রু একটি নদী... বলেছেন: ব্যাপারটা দুঃখজনক। উনার মতো বীরদের কাহিনী ভবিষ্যত প্রজন্মকে দেশের প্রতি দ্বায়িত্ববোধ, দেশপ্রেম শেখায়। ডনের খবর পড়লাম, কিছুই বাদ দেয়নি, ওদের বীরকে যেভাবে উপস্থাপন করার কথা সেভাবেই করেছে, কিন্তু আমাদের দৈনিকগুলোর মধ্যে প্রথম আলো পড়ী কেবল, কিছু চোখে পড়েনি। হয়তো ছোট করে দিয়ে দ্বায়িত্ব শেষ করেছে, যেটা খেয়াল করিনি।