নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনের কোন শেষ নেই । এ এক অনন্ত ধারা....।

রক্তাক্ত-আমি

খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।

রক্তাক্ত-আমি › বিস্তারিত পোস্টঃ

এই কি শেষ উপায় !!

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

সদ্য প্রয়াত বিকালে সমমনা এক বন্ধুর সাথে আসিফ মহীউদ্দনকে নিয়ে খুচরা আলাপন হচ্ছিল । এই ব্যাপারে অনলাইনে প্রত্যেকটি মন্তব্য ছিল - "..........................." । কোন মন্তব্য না দিয়ে এমন নীরবতার হেতু জানতে চাইলে বলল কারণ দুইটা । প্রথমত, এমন অপ্রিতিকর ঘটনায় সে হতবাক । তাহলে কি ক্রমশ হারিয়ে ফেলছি বাক স্বাধীনতা ? স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা তো কবেই খোয়া গেছে । অস্বাভাবিক এ বেঁচে থাকার প্রয়াসটুকুও কি মরীচিকা প্রতিপন্ন হতে চলেছে ? আর দ্বিতীয় করণটা হল - মন্তব্যের পরবর্তী সময়ে বিরোধীদের আক্রমণ । এসব থেকে পরিত্রানের উপয়ও বাতলে দিল বন্ধু আমার - আমাদের মত অমানুষদের জন্য আলাদা সাইট দরকার । এই কি শেষ উপায় ??

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

আশিক মাসুম বলেছেন: হুম খুবি কম্লিকেটেড বিষয়।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

আশিক মাসুম বলেছেন: আসলে আপনার পোস্ট- এ ও কমেন্ট না করে নিরব থাকার চেস্টা করছিলাম , যানেনতো?? বোবার নাকি সত্রু থাকেনা।

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

রক্তাক্ত-আমি বলেছেন: কারো বিশ্বাস-অবিশ্বাসে ফারাক থাকতে পারে । তাই বলে কি বিরোধীদের কাছে শারীরিকভাবে অপদস্থ হতে হবে ?? আরেকটু সহনশীলতা কি সত্যিই দুস্প্রাপ্য ?? স্বাধীনতা আর গণতন্ত্রের কি এই মানে ?? এই দশার জন্যে দায়ী আমাদের নীরবতা !!

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

সচেতন বলেছেন: বিশ্বাস অবিশ্বাসের ফারাক থাকতে পারে তাই বলে হিট হবার আশায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, কাম্য নয় ।

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

রক্তাক্ত-আমি বলেছেন: মনের মাঝে কোন আশা লুক্কায়িত তার বিচার করার তেজ কে রাখে ?? যেটা প্রকাশ্য সেটার বিচারই মুখ্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.