নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনের কোন শেষ নেই । এ এক অনন্ত ধারা....।

রক্তাক্ত-আমি

খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।

রক্তাক্ত-আমি › বিস্তারিত পোস্টঃ

এবার বই মেলায় রবীন্দ্রনাথরা নাকি allow না !! সেলুকাস, কইরে তুই ???

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

নিজের ভাষাকে ভালোবাসা মানেই অন্য ভাষাকে ঘৃণা করা না । রবীন্দ্রনাথ কোন দেশের ছিল শুনি ? তিনি বাংলাদেশে জন্মেছিলেন না ভারতে ? তিনি জন্মেছিলেন বাংলায় !! তখনও ভারত-বাংলাদেশ ব্যাবচ্ছেদ হয়নি । সারা বাংলাই ছিল তার বিচরণ ক্ষেত্র । কুত্তারা, মেলার উদ্বোধনীতে যে জাতীয় সঙ্গীত খানা বাজাবি সেটা কোত্থেকে এল ? এই হচ্ছে আমাদের সমস্যা, শিকড় ভুলে যায় !! আজ কলকাতার কোন মেলায় বাংলাদেশের বই স্থান করলে বড় বড় করে শিরোনাম ছাপা হবে । তখন খুব শুরশুরি লাগবে মনের ভেতর, তাই না ? অন্যের থেকে গৌরব পেতে হলে তাকেও কিছু গৌরব দিতে হয় !! আগে শুদ্ধ হ, পড়ে মানুষ হওয়ার কথা ভাব্বি !!

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

ধমাধম বলেছেন: কি কৈলেন বুঝলাম না।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯

রক্তাক্ত-আমি বলেছেন: অমর একুশে বই মেলায় সুনীল-রবিদের বই বিক্রি নিষেধ ।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: সত্যি কথার বিনাশ নাই

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২১

রক্তাক্ত-আমি বলেছেন: ভাই, সত্য আর ধ্রুব নাই, আপেক্ষিক হয়ে গেছে ।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কুত্তারা আবার গান বাজনা শুনে নাকি ?

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩

রক্তাক্ত-আমি বলেছেন: জটিল বলেছেন ভাই ।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

সচেতন বলেছেন: রবীন্দ্রনাথ কি হিন্দীতে লিখছে ?
(১ম লাইন)
কারন হিসেবে কি দেখানো হয়েছে?

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৪

রক্তাক্ত-আমি বলেছেন: কোন কারণ উল্লেখ ব্যাতিরেকেই একটা নিয়ম করা হইছে ।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১

ধমাধম বলেছেন: নিষেঢ হৈলে সোমোস্যা কি? টারা কি ামাগও বৈ বিকরি কোরে নাকি পোড়ে?

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

রক্তাক্ত-আমি বলেছেন: রবীন্দ্রনাথ অবিভক্ত বাংলায় জন্মেছে্ন ও মৃত্যুবরণ করেছেন । আশা করি বুঝতে পেরেছেন ।

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

ধমাধম বলেছেন: সোমওসয়াডা রোবিরে নিয়া না, সোমওসয়া হৈল ওপার নিয়া যারা এপারের বৈ কেনাবেচা ট ডুরের কোঠা, পোড়েও না।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১

রক্তাক্ত-আমি বলেছেন: তাদের অনুসরণেই কি মুক্তি??

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯

ছোট দা বলেছেন: Dhomadhom last kotha ta thik bollen

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২

রক্তাক্ত-আমি বলেছেন: ধন্যবাদ

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৬

সবুজ-ভাই বলেছেন: রবি বাবুতো জানি ব্রিটিশ ইন্ডিয়াতে জন্মেছিলেন । তাছাড়া রবিবাবুর প্যারোডি গান টা যা শুনলে মনে হয় আমের গান শুনতেছি ঐ গানটাকে জাতীয় সংগীত রাখাটা ভুল ছিল। তাড়াহুড়ো করে রাখছে আর কি। যাই হোক, অনলাইনে পাবেন আশা রাখি ভারতীয় লেখকদের বই। হতাশ হবার কি আছে।
তাছাড়া সরকারই যেদেশে ভারতীয় সেখানে আপনার এমন হতাশ হওয়াটা কি মানায়?

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

রক্তাক্ত-আমি বলেছেন: সরকারের প্রসঙ্গটা যথার্থ বলেছেন । কিন্তু জাতীয় সঙ্গীতটি তাড়াহুড়ার ফল নয় । মুজিব দেশ স্বাধীন হওয়ার অনেক আগেই ঠিক করে রেখে ছিলেন । গুনগুন করে সব সময় গাইতেন আর স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত হিসাবে কল্পনা করতেন ।

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৮

সবুজ-ভাই বলেছেন: রবিবাবু ভারতীয় হিসেবেই মৃত্যুবরণ করেছেন। আপনার জানা তথ্যে ভুল আছে। তাছাড়া উনি তো হিন্দুও ছিলেন না।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

রক্তাক্ত-আমি বলেছেন: উনি নিখিল ভারতে মৃত্যুবরণ করেন । তখনও এপার-ওপার ভাগ হয় নি ।

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১

চলতি নিয়ম বলেছেন: খবরের লিনক দেন।

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: প্রসেস চলছে। এবার জাতীয় সংগীত পরিবর্তনের জন্য আন্দোলন শুরু করবে ছাগুরা। দেখি ওরা কতদূর যেতে পারে।

Click This Link

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫

আমি কেউ না বলেছেন: 1. রবি আংকেল মরছিল একজন খাটি ইন্ডিয়ান হিসাবে...
২. যদি তেনার বই মেলায় বিক্রি নিষিদ্ধ করে তার মূল কারণ সম্ভবত মেলায় যাতে ইন্ডিয়ায় প্রিন্ট করা বই না ঢুকে।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১

রক্তাক্ত-আমি বলেছেন: বিদেশী বইয়ের উপর নিষেধাজ্ঞা

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০১

লোপা এসহক বলেছেন:
শুধু ভারতে প্রকাশিত বই এর জন্যে প্রযজ্জ। এই আইন দশ বছর আগে থেকে দেখছি। অমর একুশে বই মেলায় এদেশে প্রকাশিত রবিন্দ্রনাথের বা অন্য কারো বই বিক্রিতে বাধা নেই।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

রক্তাক্ত-আমি বলেছেন: শুধু ভারত নয় । যেকোনো বিদেশী বই ।

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

নেক্সাস বলেছেন: অনেক অনেক সাধুবাদ জানাই বাংলা একাডেমীর জাতীয়তাবাদী সিদ্ধান্ত কে।

এই রবি বাবু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। তার বই না ভারতে প্রিন্ট করা ব্য নিষিদ্ধ হলে গা জ্বলে কেন?

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

রক্তাক্ত-আমি বলেছেন: ব্যাপক বাক্য শোনালেন তো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.