নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনের কোন শেষ নেই । এ এক অনন্ত ধারা....।

রক্তাক্ত-আমি

খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।

রক্তাক্ত-আমি › বিস্তারিত পোস্টঃ

দেশ ভাগাভাগির আহ্বান...কার কতটুকু লাগবে শুধু বলবেন...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

ওয়াশিংটন টাইমসে খালেদা ফুপুর নিবন্ধটি পড়লাম । খানিকটা বুঝলাম । মানুষের মরণ কামড়ের জ্বালা উঠলে যে কি রকমভাবে মাথার বুদ্ধিভ্রম হয় তার একটা একুশ শতকীয় দৃষ্টান্ত এই নিবন্ধ । আমি তো পড়ে ঠিক বুঝলাম কোন ভয়ে ভীতিগ্রস্থ হয়ে নগ্ন ও স্বল্প বুদ্ধিপ্রসুত এই নিবন্ধ । আর নিবন্ধই বা বলছি কেন ! কিছু অভিযোগের মিলিত সমষ্টি । কিন্তু অভিযোগ উত্থাপনে যে যৌক্তিক পন্থা অবলম্বনের প্রয়োজন তার বালাই নেই । কোন যুক্তি নেই, তর্ক নেই । এক তরফা বলে চলা । পুরো সরলরেখা বরাবর । বলতে পারেন একটা আবদার নামা । দাদা মেলা থেকে বউ এনে দে । কী খুক্কির মতো বায়না । আসলে কোন বলদ যেন ঐ ভদ্র মহিলাকে বুঝিয়েছে হাসিনার নোবেল পাওয়ার সম্ভাবনা আছে । তাতেই ভীত-শঙ্কিত হয়ে এমন একটা বোকামির বশবর্তী হলেন । কতটা সুস্পষ্টভাবে বিদেশীদের দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ কামনা করছেন । হাসিনা নাকি ভারতের কাছে দেশ বেচেন । এবার উনি তো গোটা বিশ্বের কাছে দেশকে টুকরো টুকরো করে বিলোলেন । ইনি সামনের নির্বাচনে জয়ী হতে না পারলেও বিরোধী নেত্রী তো হবেনই । আমার আশংকা হচ্ছে এমন বুদ্ধির ঢেঁকী যে দেশের একটা বৃহৎ গোষ্ঠীর নেতৃত্ব দেবেন সেই দেশের ভবিষ্যৎ কতটা ভাগ্যহীন !!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

শোয়েব হাসান বলেছেন: ভাই! একসময় আপনার নেত্রীও একই কাজ করেছিলেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.