নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

আইএস-এর জঙ্গি বাংলাদেশে!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯

আইএসআইএস-এর এক বিদেশি জঙ্গিকে ধরতে দেশে রেড নোটিশ জারি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ওই জঙ্গি যাতে বাংলাদেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য দেশের স্থল, নৌ ও বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে তার ছবি ও নাম-ঠিকানা জানিয়ে দেওয়া হয়েছে।
আইএস-এর এই জঙ্গি যুক্তরাজ্যের নাগরিক হলেও বাংলাদেশি বংশদ্ভূত। তার বাড়ি সিলেটে। আইএস-এর জন্য যোদ্ধা সংগ্রহ করতে ছয় মাস আগে তিনি লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
আপাতত এই বিদেশি জঙ্গি নেতার নাম ও পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়ে তিনি আরও বলেন, ওই আইএস জঙ্গি দেশের অন্য জঙ্গি গ্র“পগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছেন। রাজধানীর গুলশানের আজাদ মসজিদ ও সিলেটের হযরত শাহজালাল মাজার মসজিদে বৈঠক করেন তিনি। বৈঠকে জেএমবি ও আনসারুল্লাহসহ অন্যান্য জঙ্গি সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
মনিরুল ইসলাম আরও জানান, আইএস-এর এই জঙ্গি এখনও বাংলাদেশে আছেন। তাকে ধরতে দেশের সর্বত্র গোয়েন্দা জাল ফেলা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই তাকে আটক করতে সক্ষম হবে বলে গোয়েন্দারা আশাবাদী। পালিয়ে যাওয়ার কোনও সুযোগ আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিমান, স্থল ও নৌ-বন্দরসহ সীমান্ত কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। গোয়েন্দা জালে তাকে ধরা পড়তেই হবে।
গোয়েন্দা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, গত ১৮ সেপ্টেম্বর আশুলিয়া থেকে গ্রেফতার হওয়া জেএমবি‘র একটি গ্র“পের ভারপ্রাপ্ত আমির আবদুল্লাহ আল তাসনীম ওরফে নাহিদ এবং সিকান্দার আলী নকিও আইএসএর ওই জঙ্গি নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে জিজ্ঞাসাবাদে তারা গোয়েন্দাদের জানিয়েছেন। সিরিয়া যেতে তারা পাসপোর্টও সংগ্রহ করেছিলেন। কিন্তু গোয়েন্দা জালে ধরা পড়ার পর তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, তাদের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার রাতে রাজধানীর সেগুনবাগিচা ও রমনার ইস্কাটন এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. আসিফ আদনান (২৬) ও মো. ফজলে এলাহি তানজিলকে (২৪) গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারের পর ওই দু‘জন জানায়, আল কায়েদা প্রধান আইমান আল জাওয়াহিরির সাম্প্রতিক বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ভারত, বাংলাদেশ ও বার্মার একটি অংশ দখল করে সশস্ত্র জিহাদের মাধ্যমে ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছিলেন তারা। এছাড়া তারা তাবলীগ জামাতের মাধ্যমে তুরস্ক হয়ে সিরিয়ায় গিয়ে আইএস-এর সঙ্গে যুক্ত হওয়ারও প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানায় গোয়েন্দাদের। সহযোগীদের জিহাদে অংশ নিতে মোবাইলে বার্তা পাঠিয়ে উদ্ধুদ্ধ করছিলেন। তবে সহযোগী জেএমবি সদস্য সিকান্দার আলী নকির গ্রেফতারের খবর পেয়ে তারা অনেকগুলো মেসেজ মুছে ফেলেন। গ্রেফতার হওয়া আসিফ আদনান তার মোবাইল ফোন থেকে তানজিলের ফোনে একটি বার্তা পাঠিয়েছিলেন সম্প্রতি। যার মূল বক্তব্য হচ্ছে, ‘আমি জিহাদের ময়দানে মুজাহিদদের সঙ্গে থাকতে চাই। শুধু আল্লাহর জন্যই এ জীবন। তবে এটা নির্ভর করছে আল কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট (আকিস) ও নুসরা ব্রিগেডের সিদ্ধান্ত ও নির্দেশনার ওপর।‘
গোয়েন্দা কর্মকর্তারা আরও জানান, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আসিফ আদনান সাবেক এক বিচারপতির ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। উচ্চশিক্ষার জন্য তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল।
গ্রেফতার হওয়া আনসারুল্লাহর অপর সদস্য ফজলে এলাহি তানজিল ইংরেজি মাধ্যমে এ-লেভেল পাশ করেছেন। তার মা একজন যুগ্মসচিব। বর্তমানে তিনি বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে (ওএসডি) জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছেন।
গোয়েন্দরা আরও জানান, বাংলাদেশি বংশদ্ভূত আইএস-এর বিদেশি জঙ্গি নেতার সিলেটে চার বিঘা জমিতে আলিশান বাড়ি রয়েছে। তিনি গত মার্চে বাংলাদেশে আসেন। এরপর থেকেই তিনি বাংলাদেশে জঙ্গিদের সংগঠিত ও সব জঙ্গি সংগঠনকে এক ছাতার নিচে নিয়ে আসার চেষ্টা করছেন। ফেসবুকে তার সঙ্গে যোগাযোগ হয় আসিফের। এরপর তিনি আসিফ, তানজিল এবং গত ১৮ সেপ্টেম্বর আশুলিয়া থেকে গ্রেফতার হওয়া সাত জঙ্গির সঙ্গে গুলশানের আজাদ মসজিদ ও শাহজালাল মাজার মসজিদে দু’টি বৈঠক করেন। ওইসব বৈঠকেই আইএস-এ যোগ দিতে তারা আগ্রহ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তাকে অনুরোধ জানান।
সুত্র

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থ্যা নেওয়া হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.