নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

গাড়িতে আগুন দেখলেই যৌথবাহিনীর অভিযান

০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৮:৩৫

সন্ত্রাসীরা যেখানে যানবাহনে আগুন দেবে সেই এলাকায় তাৎক্ষণিকভাবে যৌথবাহিনীর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এজন্য আগাম কোন অনুমতির প্রয়োজন পড়বে না। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ নির্দেশনা সংক্রান্ত চিঠিটি মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং র‌্যাবের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর স্বাক্ষরিত চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা। চিঠির বিষয়বস্তুতে বলা হয়েছে, নাশকতা প্রতিরোধ, যাত্রী পরিবহন, পণ্য সরবরাহ এবং জীবনমান স্বাভাবিক রাখা প্রসঙ্গে। চিঠিতে বলা হয়েছে, নাশকতা প্রতিরোধ, যাত্রী পরিবহন, পণ্য সরবরাহ এবং জীবনমান স্বাভাবিক রাখার জন্য সন্ত্রাসীরা যেখানে যানবাহনে আগুন দেবে সেই এলাকায় তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনীর অভিযান শুরু করতে হবে। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। খুনিদের ধরার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে এবং বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণপূর্বক প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ নির্দেশনা বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো। গতকাল চিঠি পাওয়ার পরই করণীয় ঠিক করতে বৈঠক করেছেন তারা। এদিকে ভাড়ায় চালিত, মিনিবাস ও হিউম্যান হলারে অগ্নিনির্বাপক যন্ত্র ও ফার্স্ট এইড বক্স রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের চিঠির ভিত্তিতে গত ২৪শে ফেব্রুয়ারি এ নির্দেশনা জারি করেছে মাঠ প্রশাসন সংযোগ শাখা। চিঠির কপি দেশের সাত বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মহাসড়কে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে দ্য মটর ভেহিক্যালস অর্ডিন্যান্স, ১৯৮৩-এর সেকশন ৬০- এর সাব সেকশন ৩ অনুযায়ী প্রতিটি ভাড়ায়চালিত বাস, মিনিবাস, হিউম্যান হলার ইত্যাদিতে ফাস্ট এইড বক্স ও অগ্নিনির্বাপক রাখা বাধ্যতামূলক। এমন অবস্থায়, এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হল। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, চিঠির ভিত্তিতে বিভাগীয় কমিশনার ও ডিসিরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কাজ শুরু করেছে। বিভিন্ন পরিবহন, মালিক, শ্রমিক ঐক্যজোটকে বিষয়টি জানিয়ে চিঠি দেয়া হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৯:৫৫

এম এল গনি বলেছেন: এতদিন কি তাহলে এসব নাশকতায় অভিযান পরিচালনায় প্রধানমন্ত্রীর অনুমোদন ছিল না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.