![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।
আমি যে ফেসবুকে কিছু লেখা লেখির মাধ্যমে নিজের বিদ্যে জাহির করার চেষ্টা করছি তা ইতিমধ্যেই আমার বন্ধু মহলের অনেকেরই বিরক্তির কারন হয়েছে । কেন বিরক্ত তা বলতে পারবো না । কিন্তু টেলিফোন করে কথার ইঙ্গিতে তা বোঝানোর চেষ্টা করেছে । এমন উপদেশও দিয়েছে এই ধরনের লেখা লেখি ছেড়ে কবিতা – সাহিত্য ইত্যাদি লেখা অনেক ভাল । সেটা যে আমারও মাঝে মাঝে ইচ্ছে করে না তা নয় কিন্তু আমি তো পৈত্রিক সুত্রে পাওয়া ৬ তলা বিল্ডিঙের মালিক নই যে মাস গেলে মোটা অংকের ভাড়ার টাকা আমার হাতে চলে আসবে কিংবা উপরি আয়ের সুবিধা সহ সরকারী চাকুরি নেই কিংবা কেবল মাত্র দশটা পাঁচটা অফিস করে মাস গেলে বউয়ের হাতে টাকা তুলে দিয়ে নিশ্চিত মনে সংসারের ভাবনা বাদ দিয়ে বসে থাকার মত সুযোগ নেই ( বউ নেই বললে ভাল মানাত কিন্তু বউ রাগ করবে বলে আপোষ করলাম ) । কাব্য রচনা করতে গেলে এমন জীবন হতে হবে এই বাধ্য বাধকটা নেই , কাব্য চর্চা একটি প্রতিভা , তারপরও এমন জীবন পেলে প্রতিভা ঝালাই করার সুযোগ থাকে । যেখানে মাস গেলে বাড়ী ভাড়া , সংসারের খরচ , সন্তানের পড়াশোনার খরচ , আমি মরে গেলে বউ পোলাপানের কি হবে – এই সমস্ত বিষয়ের প্রতিকার, ইত্যাদি নানা কারনে কাব্য-সাহিত্য চর্চা করা ও গুরুদের সঙ্গ দেওয়ার মত সময় হাতে নেই । প্রতিভা থাকলেও সেই প্রতিভা চর্চার উপাদান দায়িত্বের চাপে পড়ে হার্ড ডিস্ক থেকে ডিলিট হয়ে গিয়েছে । তাই ক্ষানিক অবসরে যে সমস্ত ইচ্ছাকৃত নষ্টামি , ভণ্ডামি সমাজ সেবকদের মাঝে দেখতে পাই তা নিয়ে অক্ষরের মাধ্যমে নিজের ভাব প্রকাশ করার চেষ্টা করি । সমস্যা এই জায়গাতেই । মনের ভাব কোন ভাবেই প্রকাশ করা যাবে না । লুণ্ঠন , গুণ্ডামি , ধর্ষণ , ব্যাংক লুট , জনগনের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা ইত্যাদি সব করা যাবে । শুধু মনের ভাব প্রকাশ করা যাবে না । করলে নাজেহাল হওয়া থেকে শুরু করে গুম পর্যন্ত হওয়ার সম্বাভনা থাকে – বন্ধু মহলের কেউ কেউ এরকম কথা ( হুমকি ) বলে আমার বিশেষ শুভাকাঙ্ক্ষী হিসেবে দাবী করেছে । সেই আমলের কোন কোন বন্ধু আবার প্রকাশ্যে শত্রুর চর হিসেবে সন্দেহ করে । এই যখন অবস্থা তখন মাঝে মাঝে মনে হয় আবার রাজনীতি শুরু করি । এই দেশে এখন এমপি মন্ত্রী হওয়াটাই বড় কথা । আওয়ামীলীগ – বিএনপি – জামাত এখন সবই এক । কোন দলের এমপি সেটা বড় কথা নয় । এমপি তো এমপি । মনের কথাটি সেই সমস্থ শুভাকাঙ্ক্ষী বন্ধুদের সাথে শেয়ার করি । এবার সুর পাল্টে গেল । কথা একাটাই । বন্ধু একবার যদি এমপি হতে পার ! সেটা যে দলেরই হোক । মানসিকতা এখন এই পর্যায়ে নেমে এসেছে । আমার কাছে মনে হচ্ছে নেমে এসেছে কিন্তু বন্ধুটির কাছে এই মানসিকাতা অনেক উচু মানের । এই নিয়ে বিতর্ক হতে পারে । এই বিতর্ক আবার কারও কারও কলমে উচু মাপের সাহিত্য চর্চা । আমি করলে নিম্ন মানের লেখা । সমাজের প্রতিটি সেক্টরে কিছু মানুষ তৈরি হয়েছে । উনাদের সার্টিফিকেট ছাড়া রাজনীতি , সাহিত্য , ব্যবসা , এমনকি লুণ্ঠন , ধর্ষণ ইত্যাদিও করা যাবে না । এদেশের জনগনের এখন আর কোন কাজ নেই । শুধু শুনবে আর দেখবে । এমন সুখের দেশ পৃথিবীতে সত্যি বিরল ।
©somewhere in net ltd.