![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।
আজ ৬ই ডিসেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিজয় দিবস । ৮২-৯০ পর্যন্ত ধারাবাহিক আন্দোলনে শেষ পর্যন্ত ১৯৯০ সালের এই দিনে এরশাদ পদত্যাগ করে । এর আগে ৪ঠা ডিসেম্বর এরশাদ পদত্যাগের ঘোষণা দেয় । ১৯৯০ সালের ১০ই অক্টোবর শহীদ জেহাদের লাশকে সামনে রেখে তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্যের নেতৃবৃন্দ শপথ করেছিলেন " স্বৈরাচার এরশাদের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না" । সেই শপথের অংস হিসেবে ২৪টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্যের নেতৃত্বে সারা দেশে আন্দোলন শুরু হয় ও তা শেষ পর্যন্ত গন-অভ্যুত্থানে রুপ নেয় , যার ফলে স্বৈরাচার এরশাদের পতন ঘটে । সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অসংখ্য শহীদ হয়েছেন । তাদের সকলের আত্নত্যাগ প্রতি শ্রদ্ধা জানাচ্ছি । মূল্যায়ন ইতিহাসের হাতে ।
©somewhere in net ltd.