![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।
কম্যুনিস্ট হতে গেলে শ্রমিক কৃষকের সাথে ফেস টু ফেস হতে হবে এমন কোন কথা নেই । কমিউনিসম একটি আদর্শ , এই আদর্শ বস্তবায়ন এর সাথে সম্পর্কিত অনেক ধরনের কাজ আছে । তার মাঝে শ্রমিক কৃষককে সংগঠিত করা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ । কৃষকদের জমির সমস্যা সমাধান না করে শ্রমিক শ্রেণী যেমন তার লক্ষ্যে পৌছতে পারে না , তেমনি শ্রম - মজুরির সমস্যার সমাধান না করে কম্যুনিস্টরা তাদের লক্ষ্যে তথা শোষণহীন সমাজ ব্যাবস্থায় পৌছতে পারে না । কম্যুনিস্ট আদর্শ হচ্ছে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা । কিন্তু শোষণহীন সমাজ প্রতিষ্ঠা না করে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় । ধাপটি এরকম – কৃষকদের মুক্তি তথা সামন্ততন্ত্রের অবসান > শ্রমিক শ্রেণীর মুক্তি তথা পুঁজিবাদী ব্যাবস্থার অবসান > শোষণহীন সমাজ তথা সমাজতান্ত্রিক ব্যাবস্থায় প্রবেশ > শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা তথা কমিউনিসম এ প্রবেশ তথা কমিউনিস্ট আদর্শের বাস্তবায়ন । প্রতিটি ধাপে এক একটি বৈপ্লবিক পরিবর্তন । প্রতিটি বৈপ্লবিক পরিবর্তন এর সময় মুক্তি পাওয়া শ্রেণী নিজ স্বার্থে পরবর্তী ধাপে প্রবেশে বাধা দেয় ।
©somewhere in net ltd.