নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৯০\'র সাবেক ছাত্র নেতা মুখলেছউদ্দিন শাহীন নামে পরিচিত, বর্তমানে ব্যবসায়ী

আহমেদ_শাহীন

দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।

আহমেদ_শাহীন › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি হবে সমাজ বিকাশের স্বার্থের অবস্থান থেকে

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫

উনি বা উনারা শুধু নেতৃকে খুশী করার জন্য যা বলা দরকার তাই বলে , কিন্তু এই বলার ভিতর দিয়ে দেশের রাজনীতি ও গনতন্ত্রের ভবিষ্যৎ যে খারাপের দিকে যাচ্ছে তা নিয়ে কোন মাথা ব্যাথা নেই । দেশের রাজনীতি ও গণতন্ত্র বিকাশ নিয়ে যাদের মাথা ব্যাথা নেই তারা কিভাবে রাজনৈতিক দলের উচ্চ পদে আসীন হয় ? তাহলে ঐ রাজনৈতিক দলের সাথে দেশের জনগনের কোন সম্পর্ক নেই । থাকলে নেতৃবৃন্দ দায়িত্ব নিয়ে কথা বলতেন । বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে হাসিনা - খালেদার উল্লেখযোগ্য ভুমিকা আছে কিন্তু এক্ষনে তাদের ভুমিকা জনগন তথা জাতীয় স্বার্থের পরিপন্থী । উনারা তাবেদারির রাজনীতির এমন পর্যায়ে পৌঁছেছেন যে যোগ্য রাজনৈতিক নেতৃবৃন্দ আজ রাজনীতিতে নেই । এই লক্ষন ভাল না । সামাজিক শ্রম বিভাজনে কিছু মানুষ নিঃস্বার্থভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবেন । রাজনীতি হবে সমাজ বিকাশের স্বার্থের অবস্থান থেকে । কিন্তু নেতৃত্ব শূন্য রাজনীতি জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যায় । সেই অন্ধকারের রুপ অনুমান করা মুশকিল । এমনকি কতটা ভয়ংকর তা তাত্ত্বিক ভাবে অনেক রুপে উপস্থাপন করা যায় , যেমন ঃ স্বাধীনতা বিপন্ন , গৃহযুদ্ধ , দীর্ঘকালীন রাজনৈতিক অস্থিরতা সহ পররাষ্ট্র কতৃক দাসত্ব ইত্যাদি , কিন্তু বাস্তব আরও কঠিন । এই বিজয়ের মাসে যেখানে রাজনীতি হবে আরও শানিত , আরও সুসংহত । রাষ্ট্র হবে আরও সুসংগঠিত । কিন্তু জাতী হিসেবে আমরা হাঁটছি উলটো দিকে । তাও রাজনৈতিক নেতৃবৃন্দের কল্যানে । যে রাজনৈতিক নেতৃবৃন্দ ঘোড়া হয়ে তার সওয়ারি জনগণকে নিয়ে প্রতিযোগিতা পূর্ণ এই বিশ্বে দ্রুত গতিতে অন্য রাষ্ট্রকে পিছনে ফেলে এগিয়ে যাবে এই নেতৃবৃন্দ পীঠ থেকে জনগণকে ফেলে দিয়ে হাঁটছে । এই হাটার দিক কোথায় তারা নিজেরাও জানে না । লাগাম তো জনগনের হাতে । জনগন সেই লাগাম প্রয়োজনে নতুন ঘোড়ায় পরাবে । এটাই বাস্তবতা ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩০

puronodin বলেছেন: একজন ক্ষমতা ছাড়তে চায় না আর একজন ক্ষমতায় যেতে চায়.....।দেশ নিয়ে কারো কনো চিন্তা নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.