নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৯০\'র সাবেক ছাত্র নেতা মুখলেছউদ্দিন শাহীন নামে পরিচিত, বর্তমানে ব্যবসায়ী

আহমেদ_শাহীন

দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।

আহমেদ_শাহীন › বিস্তারিত পোস্টঃ

কোথায় যাচ্ছে দেশ ???????????????

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

গত দুইদিন যাবত জাতিসংঘের প্রতিনিধি জনাব তারানকো দৌড়াদৌড়ি করতে করতে ঘাম ঝড়িয়ে ফেলছেন । আরও একদিন দৌড়াদৌড়ি বাকি আছে । ফলাফল এখনই বোঝা যায় । আওয়ামীলীগকে একতরফা নির্বাচন থেকে সরানো যাচ্ছে না । বিএনপি আওয়ামীলীগের অধিনে নির্বাচন করার কোন প্রশ্নই উঠে না । আওয়ামীলীগ বিএনপিকে বাইরে রেখে আগামী সংসদে জাতীয় জাতীয় পার্টিকে নিয়ে ভারতের পক্ষে কি ধরনের এজেন্দা বাস্তবায়ন করতে যাচ্ছে তা নিয়ে এখন বিচার বিশ্লেষণ করার সময় হয়েছে । আমার কাছে মনে হয় না শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আওয়ামীলীগ এত বড় একটি পদক্ষেপ নিতে যাচ্ছে , যেই পদক্ষেপের কারনে আওয়ামীলীগ নামক রাজনৈতিক দলটির আর কোন অস্থিত্ব থাকবে কিনা সন্দেহ । বর্তমান বাংলাদেশে যদি একটি একদলীয় শাসন তৈরি হয় তবে তা যে খুবই ক্ষণস্থায়ী হবে তা আর বলার অপেক্ষা রাখে না । ইউরোপীয় ইউনিয়নও এখন জিএসপি তুলে দেয়ার হুমকি দিয়েছে । জাতিসংঘ সম্ভবত সেনাবিহিনী একটি অংশ ফেরত পাঠাতে পারে চাপ প্রয়োগ করার জন্য । মধ্যপ্রাচ্য মানব সম্পদ নেয়া বন্ধ করে দিবে বলে হুমকি দিয়েছে । ইউ, আমেরিকা, জাপান তাদের উন্নয়ন সহযোগিতার হাত গুটিয়ে নিবে । সবই হবে একদলীয় নির্বাচনের পরে । এদিকে বিএনপির লাগাতার অবরোধের কারনে ব্যর্থ রাষ্ট্রের সুচক গুলো দেখা দিতে শুরু করেছে । তার উপর মার্কিনের অর্থনৈতিক অবরোধের হুমকি ইতিমধ্যেই দেয়া হয়ে গিয়েছে । এত কিছুর পরও আওয়ামীলীগ একতরফা নির্বাচন থেকে সরে আসছে না ।

বিএনপি প্রতিশোধের রাজনীতি করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে । তার পরও আওয়ামীলীগ কিছু মানছে না । দুই দলের এই লড়াইয়ের সুযোগে মার্কিনরা তাদের টিকফা চুক্তি করিয়ে নিয়েছে যা দীর্ঘদিন চেষ্টা করেও আমেরিকা করতে পারেনি । তার পরও গনবিরোধী , জাতীয় স্বার্থবিরোধী একদলীয় নির্বাচনী কর্মকাণ্ড থেকে আওয়ামীলীগ সরে আসছে না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.