নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৯০\'র সাবেক ছাত্র নেতা মুখলেছউদ্দিন শাহীন নামে পরিচিত, বর্তমানে ব্যবসায়ী

আহমেদ_শাহীন

দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।

আহমেদ_শাহীন › বিস্তারিত পোস্টঃ

৭১ ও ৯০'র প্রজন্ম তাদের দায়িত্ব পালন করেছে কিন্তু বর্তমান প্রজন্ম পারছে না ।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

বলবো , সত্য কথা বলবো । ইতিহাসের অনেক সাক্ষী । অনেক কিছুই প্রত্যক্ষ করেছি । অনেক ঠেকানোর চেষ্টা করেছি । রাজনৈতিক হিপক্রেতদের কাছে সংখ্যা লগিসঠ হওয়ার কারনে পরাজিত হয়েছি । কিন্তু বলার সময় পাইনি । ইতিহাসে একেক প্রজন্মের ভুমিকা তার সময়ের ভুমিকা । আমি এবং আমাদের প্রজন্ম আমাদের সময়ের ভুমিকা সঠিক ভাবেই পালন করেছি বলে মনে করি ও বিশ্বাস করি । ৯০'র আন্দলনের মাধ্যমে দেশে অনেক ত্যগের বিনিময়ে , অনেক মৃত্যু ও পঙ্গুত্বের বিনিময়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি । এই গনতন্ত্রকে হত্যা করে আজ তাবেদারি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে । এই ষড়যন্ত্রের সাথে ক্ষমতা আঁকড়ে থাকা ও ক্ষমতা দখল করার রাজনীতি প্রত্যক্ষ ভাবে জড়িত । এই ষড়যন্ত্রের ফাঁদে পরে গণতন্ত্র বিপন্ন হোক বা ধংস হোক তাতে তাদের কিছুই যায় আসে না । ৭১ সালের প্রজন্ম দেশ স্বাধীন করেছিল , ৯০’র প্রজন্ম দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে । বর্তমান প্রজন্মের কাছে আকুল আবেদন – আপনারা গনতন্ত্রকে শক্ত ভিত্তির উপর দাড় করান । ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে একটি গনতান্ত্রিক রাষ্ট্রে পরিনত করুন । এই প্রজন্ম হিসেবে এই কাজ আপনাদের দায়িত্ব ও কর্তব্য । বিদেশী ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না বরং তা উন্মোচন করুন । রাজনীতিকে একটি গনতান্ত্রিক ভিত্তির উপর দাড় করান । আর সেই লক্ষে যে ধরনের সত্য কথা বলা দরকার তা বলার জন্য পরিবেশ তৈরি করুন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

রাজীব দে সরকার বলেছেন:
দুঃখিত সহমত নই
প্রত্যেক প্রজন্মই তাদের কাজ করে যাচ্ছে
'৭০ - '৯০ - ২০১৩ সব এক সুতোয় গাঁথা

২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১

মামুন রশিদ বলেছেন: কেন পারবে না?? এই প্রজন্ম ঘৃন্য কসাই কাদের মোল্লার ফাঁসী নিশ্চিত করেছে প্রজন্ম চত্বরে নেমে । এই প্রজন্মই দেশবিরোধী সব রাজাকারের বিচার নিশ্চিত করতে সব কিছু করবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.