![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।
সরকারী ঋণ বা অনুদান দিয়ে দেশীয় ছবির পুজির জোগান দেয়ার কথা কেউ বলে না । ফলে ছবি নির্মাতারা কালো টাকার মালিকদের পিছনে দৌড়ায় বিনিয়োগ পাওয়ার জন্য । কালো পুজি ছবির মানের দিকে না তাকিয়ে এই শিল্পকে টাকা সাদা করার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছে দীর্ঘদিন । ভাল ছবি নির্মাণ করতে বিনিয়োগ লাগে । সেই উৎস নেই । ব্যাংক গুলো চকলেট বানানোকে শিল্প হিসেবে দেখে কিন্তু চলচিত্রকে শিল্প হিসেবে দেখে না । এখন কতিপয় রাতারাতি ফুলে ফেফে উঠা কালো পুজির মালিকরা বিনিয়োগের ক্ষেত্র হিসেবে সিনেমা হলগুলোকে বেছে নিয়েছে । কিন্তু সিনেমা হল চালাতে গেলে ভাল সিনেমা লাগবে । তাই নজর পরেছে ভারতীয় ছবির উপর । যদি দেশের অভ্যন্তর থেকে সিনেমা তৈরির পুজির জোগান না হয় তবে সিনেমা হল মালিকস্রেনি রুটি রুজির সংস্থানের জন্য ভারতীয় সিনেমার দিকেই ঝুকবে । এই সুযোগে ভারতীয় রাজনৈতিক প্রভাবের কারনে ভারতীয় চলচিত্র শিল্পের বাজার হিসেবে বাংলাদেশের দর্শকদের বেছে নিয়েছে । তারা সিনেমা হল মালিকদের মুনাফার লোভ দেখিয়ে সরকারী নীতি নির্ধারকদের দিয়ে চাপ প্রয়োগ করছে । চলচিত্র শুধু মাত্র শিল্প পন্য নয় , চলচিত্র একটি জাতির রাজনৈতিক ও সামাজিক নৈতিকতা তৈরি করে । ভারতীয় চলচিত্র আমাদের দেশীয় রাজনৈতিক ও সামাজিক নৈতিকতা বিকাশের প্রতিবন্ধক হিসেবে কাজ করবে । এতে এদেশের মানুষের বিশেষ করে নতুন প্রজন্মের জাতীয়তাবাদী চেতনার রাজনীতি বিকাশে বাধাগ্রস্থ হবে
পুঁজির বিনিয়োগ শুধুই মুনাফা চায় । মুনাফা পেতে হলে প্রতিভার লালন পালন অতি জরুরী । যেখানে প্রতিভা সেখানে মুনাফা । মুনাফার জন্যই ভারতীয় টিভি চ্যানেল গুলো প্রতিভা অন্বেষণে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে । কখনও নাচের প্রতিভা , কখনও অভিনয়ের প্রতিভা ইত্যাদি । বিনোদন জগত পুরোটাই প্রতিভার উপর নির্ভরশীল । আগেকার সিনেমায় প্রচুর প্রতিভার সমাবেশ থাকায় পুঁজি বিনিয়োগ নিরাপদ ছিল । কেউ সাধারন মানুষকে আনন্দ দেয়ার জন্য বিনিয়োগ করে নাই । মুনাফার জন্য বিনিয়োগ করেছে । মানুষ বিনোদন পেয়েছে এবং উৎপাদিত বিনোদন পন্য লাভজনক হয়েছে । পুজিবাদি উৎপাদন ব্যবস্তায় সকল সকল পন্য উৎপাদিত হয় লাভের জন্য । লাভ না থাকলে পুঁজির বিনিয়োগে কেউ আগ্রহী হয় না । আমাদের সিনেমা জগত ব্যবহার হচ্ছে কালো টাকা সাদা করা মাধ্যম হিসেবে , সেখানে লাভের দরকার নেই , শুধু পণ্যটাকে ব্যবহার করা দরকার । এবং দীর্ঘদিন এই একটি অলাভজনক মাফিয়া চক্রের কাছে জিম্মি থাকার কারনে বিনোদন জগতের এই শিল্প পণ্যটিতে প্রতিভার বিকাশ ঘটেনি । এখন এই পণ্যটিকে লাভজনক বিনোদন পন্য হিসেবে উৎপাদন করতে গেলে প্রাথমিক পর্যায়ে ভুরতকি দিতে হবে । যার দায়িত্ব সরকারের ।
©somewhere in net ltd.