নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৯০\'র সাবেক ছাত্র নেতা মুখলেছউদ্দিন শাহীন নামে পরিচিত, বর্তমানে ব্যবসায়ী

আহমেদ_শাহীন

দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।

আহমেদ_শাহীন › বিস্তারিত পোস্টঃ

অভিযোগ করার ভাষাও নেই জায়গাও নেই

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:০০

সারা দুনিয়ার সভ্য জগতে দেখা যায় যে যারা সৃষ্টি করেন সমাজ ও রাষ্ট্র তাদের বিশেষ মর্যাদা ও সম্মান দিয়ে থাকেন । সেই সম্মান তাদের প্রাপ্য । তা সে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি বা স্থপতি যে শাখাতেই অবদান রাখুন না কেন । কারন সেই সব গুনি ব্যাক্তিদের দ্বারাই সমাজ ও সভ্যতা বিকশিত হয় । এই ধরনের গুনি ব্যাক্তিরা বিশেষ মেধার ধারক বিধায় সকল রাষ্ট্রই তাদের সম্মানের সহিত সমাজে স্থান দেয় বা অন্তত চেষ্টা করে । শুধু আমাদের এই দেশেই তার ব্যাতিক্রম । এখানে গুনি ব্যাক্তির কদর নেই আছে লুটেরাদের কদর । ফলে সমাজের সংস্কৃতিও বিকশিত হচ্ছে লুটেরা শ্রেণীর আদর্শে কারন ইতিমধ্যেই রাজনীতি তারা নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে নিয়েছে ।

এই কথা গুলো এই কারনে বললাম যে , আমার ছোট বেলার স্কুল জীবনের এক বন্ধু আজ একজন স্থপতি । বিখ্যাত কিনা তা মূল্যায়ন করবে তার কর্ম । আমার নিজের বিচার বুদ্ধিতে অবশ্যই বিখ্যাত ও মেধা সম্পন্ন । ইতি মধ্যেই সে তার মেধার যোগ্যতা প্রমান করেছে । বাংলাদেশের প্রায় সকল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তার ডিজাইনে করা হয়েছে । মিরপুর, সিলেট, কক্সবাজার, বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাহিরের ও ভিতরের নকশা তারই করা । কিছুদিন আগেও তার তৈরি ডিজাইনের ও পরামর্শে সিলেট স্টেডিয়াম প্রধানমন্ত্রী উদ্ভধন করে আসলেন । সেই বন্ধুকে আজ দেখলাম তার পরিবার নিয়ে টি ২০ উদ্ভধনের অনুষ্ঠান দেখার আগ্রহ আছে কিন্তু উপায় নাই । উপায় নাই এই কারনে যে তাকে সরকারের কোন বিভাগ থেকে আমন্ত্রন বা টিকেট বরাদ্ধ করা হয় নাই । কাজের চাপে সারাদিন বিষয়টি নজরে না এলেও সন্ধ্যায় দেখলাম খুব হতাশ । উল্লেখ্য আমি মাঝে মাঝে সেই বন্ধুর অফিসে আড্ডা দিতে যাই । আজ তার হতাশা দেখে নিজের মনেই প্রশ্ন জাগল এ কেমন দেশ । পরিবারের সদস্য সহ মোট ৪ জনকে নিয়ে এই বরেন্য স্থপতি একটি জাতীয় আয়োজন উপভোগ করার জন্য আমন্ত্রিত নয় যার তৈরি স্টেডিয়ামেই প্রায় সকল খেলা অনুষ্ঠিত হবে । অফিসের অন্যন্য স্টাফদের কথা না হয় বাদই দিলাম । দেখলাম নিজের পরিবার নিয়ে অনুষ্ঠান দেখার ব্যপারে টিকেট সংক্রান্ত জটিলতায় হতাশ ও অবাক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.