![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।
মালয়শিয়ার বিমান নিয়া বিশ্বের সবচেয়ে বড় নাটক চলিতেছে , সেটেলাইটের এই যুগে যেখানে সমুদ্রের তলদেশের এবং মঙ্গল গ্রহের সব খোজ পর্যন্ত মিনিটে সবাই পেয়ে যায়, সেখানে সমুদ্রের অপরিভাগ যে এতো অনিরাপদ এবং লুকালে বা হারালে খুঁজে পাওয়া যায় না তা বিশ্ববাসীর আগে জানা ছিল না. এখন সমুদ্রের নিরাপত্তা নাম দিয়ে পশ্চিমাদের নতুন আগ্রাসী শুরু হবে যার মসুল দিতে হবে রাশিয়া ও চীনকে .
২| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: নাকি বিমান ঘূরায়া আম্রিকা নিজের দখলে নিয়া এত্ত নাটক করতেছে।
@ লিষ্ট ২০ জন বিজ্ঞানী বলে কথা!!!!!
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৫
আহমেদ_শাহীন বলেছেন: আপনি ঠিক বলেছেন শাহ আজিজ সাহেব
৩| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৮
ইমাম হাসান রনি বলেছেন: প্রযুক্তির যুগে বিমান বেঈমানী করলো বিশ্ববাসীর সাথে । এবার আমাকেই বের হতে হবে বিমান খোজার জন্য
৪| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৮
মুদ্দাকির বলেছেন: আমিও চিন্তা করতেসিলাম নাটকই হবে হয়ত, কিন্তু আবার ভাবলাম বনে বাদারে বা গহিন পার্বত্য অঞ্চলে বিধ্বস্তও তো হতে পারে !!!! কি জানি, আল্লাহ ভালো জানেন !!! আমি এও ভেবে ছিলাম পাইলট সাইকো হয়ে স্পেসের দিকে চলে গিয়েছে
৫| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:২০
রাবার বলেছেন: আশ্চর্য ঘটনা
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৩
আহমেদ_শাহীন বলেছেন: এখন তো বলা হচ্ছে ভারত মহাসাগরের ৪৮ হাজার বর্গ কিলোমিটার জুড়ে অনুসন্ধান চালানোর কথা কিন্তু সেটা তো সেটালাইট দিয়েই করা যায় , সেটালাইট এর কি তাহলে সেই ক্ষমতা নেই ? প্যালেস্টাইন ইস্রাইল যুদ্ধের সময় তো পেলেস্তাইনিদের অবস্থান ঠিকই জানানো হতো ইস্রালি সৈন্যদের , তখনই সেটালাইট পৃথিবীর গাড়ীর নাম্বার প্লেট পর্যন্ত পরতে পারতো আর এখন তো সমুদ্রের নিচ পর্যন্ত দেখতে পারে । সবই ভাওতাবাজি ।
৬| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৬
এম এস জুলহাস বলেছেন: .
আইচ্ছা, ঐ বিমানের যাত্রীদের একজনের কাছেও কি একটা ফোনও ছিলোনা ? তাদের একটা ফোনেও কি জিপিএস একটিভ ছিলো না ? না-কি সবার হাতেই ছিলো নকিয়া ১১০০ মডেল ?
যে সময়ের প্রযুক্তি ব্যবহার করে, জিপিএস ব্যবহার করে ৩০ মিনিটে একটা ছিঁচকে চোরের অবস্থান জানা যায়, গ্রেফতার করা যায় একটা মেসেজে হুমকিদাতাকে সে সময়ের প্রযুক্তি, জিপিএস এতগুলান মানুষের একটা ফোনেরও শেষ অবস্থান নির্ণয় করতে পারেনা ??? বুড়ো বয়সে আর কত কী-ই যে শিখতে বাকী থাকলো ? জানতে মুঞ্চায় . . .
৭| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৫
আহমেদ_শাহীন বলেছেন: এটা অত্যন্ত যুক্তি সংগত কথা এম এস জুলহাস সাহেব
৮| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৩
হাসান কালবৈশাখী বলেছেন:
দক্ষিন ভারত মহাসাগরের দিকটি মোটামুটি জনমানব শুন্য, বিমানরুটও নেই। আসলে দক্ষিন হেমস্ফিয়ারে তেমন কিছুই নেই। এন্টারটিকার গবেষনার দুএকটি জাহাজ আছে সুধু। সন্ত্রসি নেই তাই মার্কিন নজরদারিও তেমন নেই। যেটা পশ্চিম-দক্ষীন এশিয়াতে আছে। বাসার গেট গাড়ীর নাম্বারপ্লেট পর্যন্ত পরতে পারে।
তবে বিমানটিকে ট্রেস করা গেছে, ওয়েদার খারাপ থাকাতে কোন জাহাজ যেতে পারছে না।
ছিনতাই হয়নি সম্ভবত, পাইলট হালায় আত্নহত্যা করেছে। ফ্লাইট রেকর্ডার (ব্ল্যাকবক্স) পাওয়ার পর সব জানা যাবে।
৯| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১:৪৫
নতুন বলেছেন: সবাই যেমন তার বাড়ীর ১০০% জায়গাতে ফুলের বাগানের মতন সাজাইয়া রাখেনা....
তেমনি আমেরিকা/চিন/রাশিয়া সারা দুনিয়াতেও সেটেলাইট আর রাডার দিয়া সব`ক্ষন নজর রাখেনা....
বিমানের সব যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিলো.... তার পরেও.. British satellite firm Inmarsat. এর সেটেলাইটে এক রকমের পিং রিসিভ করতেছিলো.... তা থেকে এখন তারা নিশ্চিত করেছে যে বিমানটি ভারত মহাসাগরের দক্ষিনে বিধস্ত হয়েছে.... http://www.bbc.com/news/world-asia-26723719
http://www.bbc.com/news/world-asia-26723980
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৮
শাহ আজিজ বলেছেন: যৌথ খেলা চলছে । ঠিক কিভাবে এই দুর্ঘটনার সমন্বয় হয়েছিল তা ৯/১১ এর মতো অজানা থাকবে । কাদের স্বার্থে ২০ ইঞ্জিনিয়ারকে হত্যা করা হল সেটাও ঘুরপাক খাচ্ছে মাথায় কিন্তু সিদ্ধান্তে আসা কঠিন । ওর বেইজিং কেন যাচ্ছিল ? আর চীন ই বা কেন উইঘুর মুসলিমদের দিকে আঙ্গুল ওঠাল ?
খেলায় জীবন দিলো ২৩৯ জন যাত্রী ।