নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৯০\'র সাবেক ছাত্র নেতা মুখলেছউদ্দিন শাহীন নামে পরিচিত, বর্তমানে ব্যবসায়ী

আহমেদ_শাহীন

দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।

আহমেদ_শাহীন › বিস্তারিত পোস্টঃ

মধুর ক্যান্টিনের সেই অরুনদা এখন মামা

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৫

আজকালকার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা সদ্য পাশ করা ছেলেরা-মেয়েরা বন্ধুসহ বা বন্ধুসম প্রায় সকলকেই “মামা” বলে সম্বোধন করে । আমাদের সময় আমরা “দোস্ত” বলতাম । এখন সবাই সবাইকে মামা ডাকে । এমনকি চা ওয়ালা, রিকশাওয়ালা, দোকানদার সবাইকে মামা বলে ডাকে । চা ওয়ালাকে এই চা ওয়ালা বা রিকশাওয়ালাকে এই রিকশাওয়ালা না ডেকে মামা ডাকা খারাপ না কিন্তু বন্ধুদের মামা ডাক শুনতে শ্রুতি মধুর নয় বা সম্বোধনটা ঠিক নয় । বন্ধুকে ডাকা নিয়ে সাহিত্যে ব্যাপক সম্বোধন আছে কিন্তু মামা বলে কোন সম্বোধন অন্ততঃ আমি পাইনি । ইদানিং এক টিভি বিজ্ঞাপনে এক বন্ধু আর এক বন্ধুকে মামা বলে ডাকায় তার মা নিজের ভাই মনে করে ফোন নিয়ে কানে লাগাতে দেখলাম । একজন ফেসবুকে লিখল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পরিচালক আমাদের অরুন্দাকেও আজকাল মামা ডাকা হয় । আমি অরুন্দা সম্বোধন করেছি , আমার ঠিক আগের বড় ভাইরা ( ছাত্র নেতারা ) অরুন নামেই ডাকতো । সেই অরুন্দা এখন মামা । মামা মানে মায়ের ভাই । বন্ধু কি করে মায়ের ভাই হয় এবং এই মামা ডাকার সংস্কৃতি কিভাবে গড়ে উঠলো তা আমার জানা নেই । মেয়েরা তুলনা মুলক নিজেদের বন্ধুদের মধ্যে কম বললেও বন্ধুর বাইরে সকলকেই মামা বলে । বন্ধুর বাইরে চা ওয়ালা, রিকশাওয়ালা কে মামা ডাক সামন্ততান্ত্রিক সংস্কৃতির একটি ভাঙ্গন হিসেবে দেখা যেতে পারে কিন্তু তাই বলে যে বন্ধুর সাথে নিজের অনেক গোপন কার্যক্রম সম্পন্ন করা হয় যা মা-বাবা তো দূরের কথা পরবর্তী সময়ে বউকেও জানান হয় না সেই বন্ধুকে মামা ডাক মানায় না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.