![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।
রাষ্ট্র, রাজনীতি ও জনগণ এই তিন একে অপরের সাথে সম্পর্কিত যদি এই তিন একে অপরের উপর নির্ভরশীল হয়. কিন্তু এই তিন এখন একে অপরের সাথে কোন সম্পর্ক নেই কারন কেউ কারও উপর নির্ভরশীল নয়. ভোট ছাড়া নির্বাচন করে রাজনীতি জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগনের কাছে রাষ্ট্রের কোন জবাবদিহিতা নেই ফলে রাষ্ট্র এখন জনগনের কাছে নিপীড়ন যন্ত্র . রাজনীতির বিতর্ক ও কর্মসূচির সাথে জনগনের সার্থের কোন সম্পর্ক নেই ফলে রাজনীতির প্রতি জনগনের কোন আগ্রহ নেই . জনবিচ্ছিন্ন এই রাজনীতি শক্তিশালী রাষ্ট্র যন্ত্রের কাছে জিম্মি . সাধারণ জনগণ এর কোন প্রতিনিধি রাষ্ট্র পরিচালনায় নেই. রাষ্ট্র আস্তে আস্তে জনসার্থের বাইরে চলে যাচ্ছে এবং পররাষ্ট্রের স্বার্থে অথবা হুমকিতে পরিনত হচ্ছে.
©somewhere in net ltd.