নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৯০\'র সাবেক ছাত্র নেতা মুখলেছউদ্দিন শাহীন নামে পরিচিত, বর্তমানে ব্যবসায়ী

আহমেদ_শাহীন

দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।

আহমেদ_শাহীন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের এক তৃতীয়াংশ ভারত কেন চায়

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৭

ভারত তার জিডিপি প্রবৃদ্ধি বাড়ানোর এবং তার প্রবৃদ্ধির বণ্টনের বৈষম্য কাটানোর জন্য সেভেন সিস্টার খ্যাত জোন এর বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার ও পোর্ট ব্যবহার অত্যন্ত জরুরী । আভ্যন্তরীণ ব্যবসা ও বিতরন ব্যবস্থায় সেভেন সিস্টার এর ব্যয় অত্যন্ত বেশি । এই ব্যয় যতক্ষণ না কমবে ততক্ষন সেভেন সিস্টার ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বানিজ্যের প্রসার বৃদ্ধি পাবে । এটা একটা ভুগলিক সমস্যা । ভুগলিক সমস্যা রাজনৈতিক ভাবে মিটানো অনেক কঠিন তা তারা প্রাথমিক ভাবে ভুগলিক সমস্যা ভুগলিকভাবে মিটানোর চেষ্টা করবে , রাজনৈতিক ভাবে মিটাতে গেলে ভারতকে অনেক ছাড় দিতে হবে এই ছাড় এ বাংলাদেশ এর অর্থনীতি লাভবান হবে । আর পার্শ্ববর্তী বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে সেভেন সিস্টার খ্যাত ভুখণ্ড এর রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে যাবে । সেভেন সিস্টার খ্যাত ভুখণ্ড এ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গেলে ভারতকে তার অর্থনৈতিক প্রবৃদ্ধির বণ্টন সকল রাজ্যে সমান ভাবে নিয়ে যেতে হবে । তা না হলে তারা নিজেদের বাণিজ্য প্রসারের জন্য বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে কেন্দ্রকে সর্বক্ষণ চাপে রাখবে । এই চাপ বাংলাদেশ তার নিজের অর্থনীতিকে গতিশীল কারার কাজে ভালভাবে ব্যবহার করতে পারবে । দ্বন্দ্বটা আসলে এইখানে । ভারত বাংলাদেশের সাথে রাজনৈতিক ভাবে কোন সমঝোতায় আসতে না পারার অন্যতম কারন ভারত নিজে । ভারত বাংলাদেশ সম্পর্কে পররাষ্ট্র নীতিতে ভারতের দিক থেকে কোন বন্ধুত্বপূর্ণ মনোভাব নেই । যার ফলে বাংলাদেশে ভারত বিরোধী একটি মনোভাব গড়ে উঠেছে । ভারত বিরোধী এই মনোভাব আবার বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে ভোটের রাজনীতিতে ব্যবহার হয় । সেই কারনে বাংলাদেশের ভোট ব্যবস্থার উপর ভারতের বিশেষ রাগ লক্ষ্য করা যায় । সামগ্রিকভাবে বাংলাদেশের ক্ষেত্রে ভারত তার পররাষ্ট্রনীতিতে যে কাচা হস্তক্ষেপ করছে তার পরিনতিতে ভারতকে দুই দেশের সম্পর্ক ও নিজ দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় ধরনের মুল্য দিতে হতে পারে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খুবই সুন্দর লিখেছেন।

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৯

আহমেদ_শাহীন বলেছেন: ধন্যবাদ, অনুপ্রেরনা পেলাম

২| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২২

ডার্ক ম্যান বলেছেন: হ ভাই। জোর জার মুল্লক তার।

৩| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩২

মো ঃ আবু সাঈদ বলেছেন: এক ফোটা রক্ত থাকতে এক চুল মাটি কাউকে দেব না, যদি নিতে হয় আমাদের বুকের তাজা রক্ত ভেজা লাল মাটি নিবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.