নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৯০\'র সাবেক ছাত্র নেতা মুখলেছউদ্দিন শাহীন নামে পরিচিত, বর্তমানে ব্যবসায়ী

আহমেদ_শাহীন

দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।

আহমেদ_শাহীন › বিস্তারিত পোস্টঃ

মানুষ এখন বুঝে গিয়েছে নির্বাচিত সরকার আর অনির্বাচিত সরকারের পার্থক্য

০২ রা মে, ২০১৪ রাত ১২:১৭

সবাই গুম খুন নিয়ে আতংকিত । এটা আতংকের বিষয় । পরিবারের স্ত্রী, কন্যা, মুরুব্বীরা এখন আমাদের ফেসবুকে লেখালেখি করতে বারন করছে । তারমানে আমরা কতটা ভয়াবহ পরিস্থিতিতে আছি । সমাজে এই আতংক ছড়ানো হচ্ছে আসলে প্রতিবাদকারিদের হুমকি দেয়ার জন্য । আমরা অবসরপ্রাপ্ত রাজনৈতিক কর্মী বিধায় তাদের এ নিয়ে খুব একটা মাথা ব্যাথা নেই । মাথা ব্যাথা ফারাম জাতের নতুন প্রজন্মের জন্য । এরা ভয় কি তা বোঝে না । রাষ্ট্রীয় সন্ত্রাস বোঝে না । বোঝে পৃথিবীর সব দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ রাজনৈতিক সংঘাতের কারনে পিছিয়ে যাচ্ছে । এদের দেশপ্রেম সেলিব্রেটি ফ্যানদের মত ক্রেজি , ক্রেজ দমন করা মুশকিল । বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে আসলে তা হয়েছে জাতীর বিরুদ্ধে । জাতীর বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার দায়িত্ব বিএনপির একার নয় । সকল নাগরিকের । এখন গোটা জাতী চিন্তা করছে কি হচ্ছে আরা কি হওয়া উচিৎ । ফলে জাতীর এই প্রতিবাদ ও প্রতিকারের উদ্যগ কোন একটি রাজনৈতিক শক্তির দিকে ধাবিত হবে । সেই রাজনৈতিক শক্তি যদি বিএনপি হয় তবে বিএনপিকে তার রাজনীতি পরিবর্তন করে গনমানুষের রাজনৈতিক কর্মসূচী দিতে হবে । এর কোন বিকল্প নাই । আওয়ামীলীগ আপাতত ব্যাকফুটে । নতুন কোন রাজনৈতিক শক্তি এই মুহূর্তে উকি দিচ্ছে না । তবে নুরুল কবিরদের মত লোক যদি এগিয়ে আসে মানুষ সারা দিতে পারে । সব চেয়ে সুবিধাজনক জায়গায় আছে বিএনপি । জামাত তার রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি আগের থেকে বৃদ্ধি করেছে । আওয়ামীলীগ জামাতকে ইস্যু করে তা করে দিয়েছে । বিএনপি জামাতের উপর নির্ভর করে আন্দোলন করেছে ঠিকই কন্তু কিন্তু তাতে তাদের ভোট ব্যাংকে কোন প্রভাব পরে নাই । বরং আন্দোলনে বিএনপির ক্ষয়ক্ষতি কম হয়েছে । গুমোট এই রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরনের জন্য যে ধরনের রাজনৈতিক চাপ থাকা দরকার তা নেই । আছে শুধু বিদেশীদের চাপ । শুধু বিদেশীদের চাপের উপর রাজনৈতিক পরিবর্তন ভাল কিছু এনে দিবে না । কারন বিদেশীরা অনেক কিছু আদায় করে নিবে যা জাতীয় স্বার্থ বিরোধী । আর জাতীয় স্বার্থ বিরোধী কোন কার্যক্রম দ্বারা বিদেশীদের খুসি করা সহজ । দুই দলই সেই রাস্তায় হাঁটছে । তারপরও সাধারন জনগণ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি অবাধ নির্বাচনের জন্য অপেক্ষা করবে । সেই সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলনে নেমে যেতে পারে । কারন মানুষ এখন বুঝে গিয়েছে নির্বাচিত সরকার আর অনির্বাচিত সরকারের পার্থক্য ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.