![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।
ভারতে মনে হয় শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন । এবার ভারতে কিছু রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে । বিশেষ করে রাজ্যে বনাম কেন্দ্র । মোদী যদি সেকুলারিজম এর উপর হস্তক্ষেপ করে তবে তবে এই অস্থিতিশীলতা আরও বাড়বে । সেকুলারিজম ছাড়া ভারতের অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয় । এই সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জাতীয় স্বার্থ তথা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করবে । মোদী সরকার হিন্দু জাতীয়তাবাদ বাস্তবে না হলেও কাগজে বাস্তবায়নের চেষ্টা করবে আর অন্যদিকে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির আশা দিয়ে ভারতের পুঁজিবাদী গোষ্ঠীকে আশ্বস্ত করতে গিয়ে মার্কিনের কাছে ছাড় দিতে হতে পারে । মার্কিনীদের দীর্ঘদিনের চাহিদা রিটেইল ব্যবসা এবার ভারকে উন্মুক্ত করতে হবে । মার্কিন বাজারও ভারতকে উন্মুক্ত করতে পারে । কিন্তু ভারত সেই সুবিধা নেয়ার অবস্থানে নেই । বিপরীতে মার্কিনীরা লাভবান হবে । সেই সাথে ভারতের পুজি আমেরিকায় বিনিয়োগের নামে পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ।
ভারতের এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে প্রভাব পড়বে যদি আমেরিকা বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন চায় । ইতিমধ্যেই রাশিয়া ঘোষণা দিয়েছে যে ২০১৪ সাল নাকি তাদের । সেই হিসেবে বিশ্ব পুনরায় কোল্ড ওয়ার এর দিকে যাচ্ছে । ভারত ইতিমধ্যেই রাশিয়ান বলয় বেছে নিয়েছে । আমেরিকা বাংলাদেশকে তাদের বলয়ে টানার চেষ্টা করবে । মরিয়া হয়ে চেষ্টা করবে । সেই চেষ্টায় বাংলাদেশের রাজনীতিতে নতুন কোন পরিবর্তনের হাওয়া লাগতে পারে ।
২| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:০৩
পংবাড়ী বলেছেন: "
মার্কিনীদের দীর্ঘদিনের চাহিদা রিটেইল ব্যবসা এবার ভারকে উন্মুক্ত করতে হবে । মার্কিন বাজারও ভারতকে উন্মুক্ত করতে পারে । কিন্তু ভারত সেই সুবিধা নেয়ার অবস্থানে নেই । "
-মার্কিন কোন রিটেইল? আমেরিকা কি বিক্রয় করবে ভারতে? যা বিক্রয় করবে, সেগুলো কোথায় তৈরি হবে?
১৫ ই মে, ২০১৪ রাত ১২:৩৬
আহমেদ_শাহীন বলেছেন: ওয়ালমার্ট, কেমার্ট, গেপ ইত্যাদির মোট রিটেইল চেইন ষ্টোর , এই প্রোডাক্ট ভারত সাপ্লাই দিতে পারবে সেই অবস্থানেও ভারত নেই, গার্মেন্টসে ভারত বাংলাদেশ থেকে ২০ বছর পিছিয়ে আছে
৩| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:১১
বাংলার নেতা বলেছেন: মোদি ক্ষমতায় আসলে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে!
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৪ রাত ১১:৪৮
নহে মিথ্যা বলেছেন: আসলেই ভাল... রেন্ডিয়ানরা নিজেদের বাঁচাতে ব্যাস্ত থাকবে আর সেই সুযোগে বাংলাদেশকে নিয়ে কম ঘাটাঘাটি করবে... ফলে বাংলাদেশ কম বাঁশ খাবে...