নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৯০\'র সাবেক ছাত্র নেতা মুখলেছউদ্দিন শাহীন নামে পরিচিত, বর্তমানে ব্যবসায়ী

আহমেদ_শাহীন

দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।

আহমেদ_শাহীন › বিস্তারিত পোস্টঃ

গাঁজায় কেন হামলা হচ্ছে .।.।।

১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৬

ইসরায়েল গাজায় হামলা করে নিরিহ মানুষ মারছে । আরব বিশ্ব নিরব । হটাত করে একটি ইসলামী একটি গ্রুপ ইরাকের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর দখল করে ফেলার পর এই গাজার এই হামলার একটা যোগসূত্র থাকতে পারে । যদি ধরে নেই ইরাকের ইসলামী ঐ গ্রুপটাকে রাশিয়া সহযোগিতা করছে তাহলে তার পাল্টা প্রতিশোধ হিসেবে আমেরিকা ইসরাইলকে দিয়ে এই হামলা করাচ্ছে এবং আরব দেশগুলিকে হুশিয়ার করছে যে ফিলিস্তিন বাচাতে গেলে মার্কিন আরব নীতিতে কারও হস্তক্ষেপ চলবে না । ইতিমধ্যেই ক্রিমিয়া নিয়ে রাশিয়ার সাথে আমেরিকার দ্বন্দ্ব আবার শুরু হয়েছে । মার্কিনীরা যেমন হটাত আফগান, লিবিয়া, ইরাক দখল করে যে রাস্তা দেখিয়ে দিয়েছে রাশিয়া সেই রাস্তায় ক্রিমিয়া দখল করেছে । এবার চীনের তাইওয়ান দখলের পালা । যে কারনে চীন রাশিয়ার পাশে হাঁটছে । আরব বিশ্ব এখন আর ফিলিস্তিন নিয়ে আগের মত কথা বলতে পারবে না । ইরাক , কুয়েত আমেরিকার দখলে , ইরান আরব বিশ্ব থেকে বিচ্ছিন্ন । বাহরাইন , কাতার , আরব আমেরাত তাদের মার্কিন ও পশ্চিমা নির্ভর অর্থনীতি নিয়ে ব্যাস্ত । তুরস্ক ইউরোপের সাথে একীভূত হওয়ার চেষ্টা করছে । মিশর , সিরিয়া আভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বে কাবু । জর্ডান এখন মর্ডান হচ্ছে । সৌদি আরব বরাবরই মার্কিনের অনুসারি । রাশিয়া আরব আরব বিশ্বে মার্কিন হস্তক্ষেপের উপর খবরদারী করতে গেলে মুসলিম বিশ্বের উপর আরও নির্যাতন নেমে আসবে । ঠিক এই সময়ে সামনের ব্রিকস ( রাশিয়া, ভারত, চীন, ব্রাজিল ও সাউত আফ্রিকা ) সম্মেলন মনে হয় বিশ্ববাসীর কাছে কিছুটা গুরুত্ব পাবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.