![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।
রিক্সাচালকটি সম্ভবত কর্তব্যরত ট্রাফিক পুলিশের দৃষ্টিতে ট্রাফিক আইন ভঙ্গ করেছে ফলে তার গদিটি ছিনিয়ে নেয়া হয়েছে. পরে গদি ফেরত পেয়েছে কিনা জানিনা. গদি অত্যন্ত গুরুত্বপর্ণ একটি বসার স্থান. এই গদি সমাজে মানুষের সামাজিক মর্যাদা নির্ধারণ করে. রিক্সার গদি, বাসের চালকের গদি, ব্যবসা প্রতিষ্ঠানের গদি, আমলাদের গদি, রাজনৈতিক দলের পদের গদি, রাষ্ট্র ক্ষমতার গদি ইত্যাদি সকল গদির অধীন গদিনসিনরা যার যার জায়গাতে গদির ক্ষমতায় ক্ষমতাবান. রিক্সাচাকও গদির ক্ষমতায় আরোহীদের সাথে ক্ষমতার চর্চা করতে পারে আবার ট্রাফিক পুলিশ তার গদির জোরে রিক্সার গদি ছিনিয়ে নিতে পারে. সেই রকম এক গদিকে আর এক গদি গদিচ্যুত করতে পারে. এই যে গত ৫ই জানুয়ারী ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের গদি দখল করে বসলো সেই গদিধারীরা যদি মনে করে এর উপরে আর গদি নাই তবে সেটা মারাত্বক ভুল. এর উপরেও গদি আছে . গদিতে অসীন হওয়া ও গদি দখল করা যেটাই হোক নির্দিষ্ট সময়ের পরে সকলকেই গদি ত্যাগ করে অপরকে বুঝিয়ে দিতে হয়. ইতিহাস বলে ছোট বড় সকল গদিনসিনরাই গদির লোভে গদিচ্যুত হয়েছে. যারা গদির লোভ করে তারা নিজ স্বার্থের জন্য করে, জনগনের খেদমতের জন্য গদির লোভের প্রয়োজন হয় না, জনগনের খেদমতকারীদের জনগণ নিজ থেকেই গদী এগিয়ে দেয়. গদি হরণকারীকে কেউ ভালো চোখে দেখে না সেটা রিক্সার গদীই হোক আর রাষ্ট্রের গদীই হোক. সেই জন্য গদী হরন্কারীকে আরো বড় গদিধারির কাছে ধরনা দিতে হয়. শুধু ধরনা দিলে চলে না সাথে উপটৌকনও দিতে হয়. সেই উপটৌকন হয় এক দেশের স্বার্থের সাথে আর এক দেশের স্বার্থ. তখনই সমস্যা তৈরী হয় কারণ গদির স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড়. ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ সব সময় দেশ ও জাতির স্বার্থের কাছে পরাজিত হয়. আমরাও সেই অপেক্ষায় রইলাম.
©somewhere in net ltd.