![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।
এক ফেসবুক বন্ধুর স্ট্যাটাসে জানতে পারলাম ৭ লক্ষ লোক এবার দেশের বাইরে ঈদ এর ছুটি কাটাতে যাচ্ছে । দারিদ্র বিমোচন করা না গেলেও ধনী দারিদ্র্যের পার্থক্য বাড়ানো গিয়েছে । সেটাই কম কিসে । তাহলে কত টাকা দেশের বাইরে চলে যাচ্ছে সেই হিসেব কি সরকারের আছে না দরকার নেই ? আইনে বৈদেশিক মুদ্রানীতি অত্যন্ত কঠোর কিন্তু বাস্তবে ঠিক উল্টো । আমি কঠোর বৈদেশিক মুদ্রা নীতির পক্ষে নই কিন্তু মুদ্রা পাচারের বিপক্ষে । যোগ্যতার ভিত্তিতে পুজির মালিক হওয়াতে কোন দোষ বা আপত্তি নেই কিন্তু অযোগ্য ও রাজনৈতিক ছত্রছায়ায় পুজির মালিক হওয়াতে এই পুঁজির অধিকাংশই ভোগ বিলাসে খরচ হবে । এটা ভাবার কোন কারন নেই যে এই পুজিওয়ালারা আবার রাজনীতিতে এই পুঁজি বিনিয়োগ করবে , রাজনীতির মাধ্যমে পুঁজি তৈরি হলেও রাজনীতির উন্নয়নে এই পুঁজি বিনিয়োগ হয় না , এটা বিএনপি হারে হারে টের পাচ্ছে । আওয়ামীলীগ যখন বিরোধী দলে যাবে এই লুটেরা পুঁজির মালিকরা ফিরেও তাকাবে না বরং এর পুরো গ্রুপটাই দল ত্যাগ করে রাতারাতি দেশপ্রেমিক বনে যাবে ( সাবেক এমপি গোলাম মাওলা রনির মত ) । যদি এই লুটেরা পুঁজি দেশের অভ্যন্তরে রাখার রাজনৈতিক সিদ্ধান্ত থাকতো তাহলে বরং পুজির নিরাপত্তার স্বার্থে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকতো ।
©somewhere in net ltd.