নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৯০\'র সাবেক ছাত্র নেতা মুখলেছউদ্দিন শাহীন নামে পরিচিত, বর্তমানে ব্যবসায়ী

আহমেদ_শাহীন

দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।

আহমেদ_শাহীন › বিস্তারিত পোস্টঃ

নেতৃত্ব

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৪

একটি জাতীর উন্নতিতে সবচেয়ে বেশি প্রয়োজন নেতৃত্ব । আর এইটাই আমাদের নাই । যেই নেতৃত্ব আছে তার উপর আস্থা নাই । আস্থাহীন নেতৃত্ব নিয়ে খুব বেশি আগানো যায় না । আবার পিছানও যায় না । সময় এবং সমাজের গতি কখনও পিছনে যায় না । সমাজের গতি হচ্ছে ঘোড়ার পিঠের মত । ঘোড়াকে চালাতে দক্ষ সওয়ারি লাগে । সমাজের গতিকে সঠিক পথে পরিচালিত করতে নেতৃত্ব লাগে । তেমন নেতৃত্ব ৪০ বছর আগেও ছিল । এখন নেতৃত্বশূন্য । এই শূন্যতা পুরন করতে কেউ না কেউ এগিয়ে আসবে । বর্তমান নেতৃত্ব যতটুকু জাতীকে দেয়ার দিয়েছে , এর চেয়ে বেশি আর যোগ্যতা নেই । আমাদের পুঁজিবাদে উত্তরণের জন্য কিছুদিন লুটপাটের রাজত্বের প্রয়োজন ছিল । বর্তমান নেতৃত্ব সেটা করে দিয়েছে । বাকিটা তাদের কাজ নয় । সামাজিক বিবর্তনে একজন সব কাজ করে না । এখন প্রয়োজন পুঁজিবাদের বিকাশ । পুঁজিবাদের বিকাশের যুগের নেতৃত্ব দিতে নতুনরা এগিয়ে আসবে । আমরা এখন পুরাতন । পুরাতন সকল কিছুই নড়বড়ে । তাই নেতৃত্বও নড়বড়ে । চাই লৌহ কঠিন নতুন নেতৃত্ব ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.