![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।
রাজনীতির মুল উদ্দ্যেস্য ক্ষমতায় যাওয়া । কিন্তু ক্ষমতায় গিয়ে নিজের রাজনৈতিক কর্মসূচী বাস্তবায়ন করা ক্ষমতায় যাওয়ার মুল উদ্দ্যেস্য । কমিউনিস্টরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় আর তার জন্য তারা ক্ষনতায় যেতে চায় । রাষ্ট্র ক্ষমতায় না গেলে কমিউনিস্টরা সমাজততন্ত্র কায়েম করতে পারবে না । এমন কি ইসলাম ধর্মকে বাস্তবায়নে হজরত মোহাম্মদ (দঃ) রাষ্ট্র ক্ষমতায় না গেলে ইসলাম ধর্মের বিস্তৃতি দ্রুত ঘটানো সম্ভব ছিল না । কোন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে নিজ শ্রেণীর স্বার্থ রক্ষা না করতে পারলে সে শ্রেণী বিচ্যুত হয় তখন সে ভিন্ন শ্রেণীর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে রাজনীতি ও রাষ্ট্রের উপর নিজের ক্ষমতা হারিয়ে ফেলে । আওয়ামীলীগ ও বিএনপি দেশপ্রেমিক বুর্জোয়া গণতান্ত্রিক দল , তাদের ঘোষণা পত্র অন্তত তাই বলে । কিন্তু নিজ আদর্শ বাদ দিয়ে যেন তেন ভাবে ক্ষমতায় গিয়ে এখন লুটেরা শ্রেণীর হাতে জিম্মি । দলীয় আদর্শ বাদ দিয়ে যেনতেন ভাবে ক্ষমতায় যাওয়া কোন রাজনৈতিক দলের লক্ষ্য হতে পারে না । রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার পদ্ধতি হবে তার কর্মসূচির আলোকে জনগণকে সংগঠিত করা ও সেই ভোটে ক্ষমতায় যাওয়া । ষড়যন্ত্র বা নীতি বিবর্জিত ভাবে যেনতেন ভাবে ক্ষমতায় যারা যায় তাদের হাতে দেশের সার্বভৌমত্ব পর্যন্ত নিরাপদ নয় ।
©somewhere in net ltd.